মুম্বই, 19 মে: সারাক্ষণ অনুসরণ করছে ক্যামেরা ৷ ফলে ব্যক্তিগত কথোপকথন ফুটে উঠছে জায়ান্ট স্ক্রিনে, নিমেষে তা ভাইরাল হয়ে যাচ্ছে সোশাল মিডিয়ায় ৷ ফলে খোলাপাতার মতো সামনে চলে আসছে ব্যক্তিগত জীবন ৷ কেএল রাহুল থেকে রোহিত শর্মা, বারবার চর্চার কেন্দ্রে উঠে আসছে ‘ব্যক্তিগত বিষয়’ ৷ তা নিয়েই এবার সোশাল মিডিয়ায় গর্জে উঠলেন রোহিত শর্মা ৷
‘মেন ইন ব্লু’র অধিনায়ক এক্স পোস্টে লিখেছেন, ‘‘ক্রিকেটারদের জীবন এতটাই উন্মুক্ত হয়ে উঠেছে যে ক্যামেরা এখন প্রতিটি পদক্ষেপ এবং কথোপকথন রেকর্ড করছে ৷ আমরা আমাদের বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে প্রশিক্ষণ চলাকালীন বা ম্যাচের দিন গোপন রেখে করি । স্টার স্পোর্টসকে আমার কথোপকথন রেকর্ড না-করার জন্য বলা সত্ত্বেও এটি সম্প্রচারিত হয়েছিল, যা গোপনীয়তার লঙ্ঘন। সহজে বিকোবে এমন বিষয়বস্তু পাওয়ার জন্য একদিন ভক্ত, ক্রিকেটার এবং ক্রিকেটের মধ্যে বিশ্বাস ভেঙে দেবে ।’’
ঘটনার সূত্রপাত কেকেআর-মুম্বই ম্যাচের আগের দিন ৷ ভাইরাল হয় ইডেন গার্ডেন্সে রোহিত শর্মা এবং কেকেআরের সহকারী-কোচ অভিষেক নায়ারের মধ্যে কথোপকথন ৷ যদিও সেবার স্টার স্পোর্টস নয়, ভিডিয়ো পোস্ট করা হয়েছিল কেকেআরের তরফে ৷ ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে পোস্ট করার কিছুক্ষণ পর সেটি দেয় কেকেআরের সোশাল মিডিয়া টিম ৷
ভাইরাল ওই ভিডিয়োয় রোহিত শর্মাকে আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে ৷ 30 সেকেন্ডের ভিডিয়োয় দু’জনের কথোপকথন খানিকটা এরকম-
0:01 এক-একটা করে জিনিস বদলে যাচ্ছে ৷
0:04 ওটা ওদের উপর নির্ভর করছে ৷ আমার কিছু যায় আসে না ৷