ETV Bharat / sports

বাটলার-তাণ্ডব রুখে ইংল্য়ান্ডকে 165 রানে বাঁধলেন অক্ষর, হার্দিকরা - INDIA VS ENGLAND 2ND T20I

বাটলারের ব্য়াটে দ্বিতীয় টি-20 ম্যাচে জয়ের জন্য ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল ইংল্যান্ড ৷ সিরিজে 2-0 এগিয়ে যেতে 166 রানের লক্ষ্যমাত্রা সূর্যদের সামনে ৷

IND vs ENG
প্রথম বলেই উইকেট ওয়াশিংটনের (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 25, 2025, 8:33 PM IST

চেন্নাই, 25 জানুয়ারি: ইডেন টি-20'তে ইংল্য়ান্ড বিপর্যয়ের সম্মুখীন হলেও ব্য়াট হাতে বিধ্বংসী ছিলেন জস বাটলার ৷ চেন্নাইয়েও জ্বলে উঠেছিল ইংরেজ অধিনায়কের ব্য়াট ৷ কিন্তু অর্ধশতরানের আগেই তাঁকে ফিরিয়ে বিপদ রুখলেন অক্ষর প্যাটেল ৷ অধিনায়কের তৈরি ভিতেই দ্বিতীয় টি-20 ম্যাচে জয়ের জন্য ভারতকে 166 রানের টার্গেট দিল ইংল্যান্ড ৷

চিপকে এদিন টসে প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি ৷ টস জিতে সফরকারী দলকে ব্য়াটিংয়ে আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক সূর্যকুমার ৷ মহম্মদ শামির আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন দীর্ঘায়িত হল আরও ৷ কিন্তু ভারতীয় দলে এল জোড়া পরিবর্তন ৷ অবশ্য জোড়া পরিবর্তন খানিকটা বাধ্য হয়েই ৷ কারণ দ্বিতীয় ম্যাচ শুরুর কয়েকঘণ্টা আগেই বিসিসিআই'য়ের তরফে জানানো হয় চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার নীতিশ রেড্ডি ৷ পিঠের চোটে কাবু রিঙ্কু সিংও দ্বিতীয় এবং তৃতীয় ম্য়াচে নেই ৷ দু'জনের পরিবর্তে এলেন ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল ৷

অর্থাৎ, চিপকের পিচে এদিন চার স্পিনারে নামল ভারতীয় দল ৷ প্রথম ওভারে ফিল সল্টকে তুলে নেন আর্শদীপ সিং ৷ নিজের প্রথম বল এবং ইংল্যান্ড ইনিংসর চতুর্থ ওভারে বেন ডাকেটকে ফিরিয়ে দেন ওয়াশিংটন ৷ এরইমধ্যে চিপকে বিধ্বংসী ব্য়াটিং শুরু করেন জস বাটলার ৷ অধিনায়কে ব্যাটে পাওয়ার-প্লে'র পুরো ফায়দা তোলে ইংল্যান্ড ৷ ছয় ওভারে জোড়া উইকেট খোয়ালেও 58 রান তোলে তাঁরা ৷ বাটলার-ঝড়ের মাঝেই বরুণ চক্রবর্তীর বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন হ্য়ারি ব্রুক ৷ এরপর দশম ওভারে অর্ধশতরান হাতছাড়া করে ফিরে যান বাটলারও ৷

দু'টি চার এবং 3টি ছক্কা-সহ 30 বলে 45 রান করে সহঅধিনায়ক অক্ষর প্যাটেলের শিকার হন তিনি ৷ এরপর নিয়মিত উইকেট হারালেও জেমি স্মিথের 12 বলে 22 রান এবং পরিবর্ত ব্রাইডন কার্সের 17 বলে ঝোড়ো 31 রান দেড়শোর গণ্ডি পার করতে সাহায্য করে ৷ 9 বলে 12 রানে অপরাজিত থাকেন জোফ্রা আর্চার ৷ 20 ওভারে নয় উইকেট হারিয়ে 165 রান স্কোরবোর্ডে তোলে ইংল্যান্ড ৷ ভারতের হয়ে দু'টি করে উইকেট নেন অক্ষর প্য়াটেল ও বরুণ চক্রবর্তী ৷ বল হাতে দুরন্ত হার্দিকও ৷ দু'ওভার হাত ঘুরিয়ে মাত্র 6 রান দিয়ে নেন একটি উইকেট ৷

আরও পড়ুন:

চেন্নাই, 25 জানুয়ারি: ইডেন টি-20'তে ইংল্য়ান্ড বিপর্যয়ের সম্মুখীন হলেও ব্য়াট হাতে বিধ্বংসী ছিলেন জস বাটলার ৷ চেন্নাইয়েও জ্বলে উঠেছিল ইংরেজ অধিনায়কের ব্য়াট ৷ কিন্তু অর্ধশতরানের আগেই তাঁকে ফিরিয়ে বিপদ রুখলেন অক্ষর প্যাটেল ৷ অধিনায়কের তৈরি ভিতেই দ্বিতীয় টি-20 ম্যাচে জয়ের জন্য ভারতকে 166 রানের টার্গেট দিল ইংল্যান্ড ৷

চিপকে এদিন টসে প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি ৷ টস জিতে সফরকারী দলকে ব্য়াটিংয়ে আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক সূর্যকুমার ৷ মহম্মদ শামির আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন দীর্ঘায়িত হল আরও ৷ কিন্তু ভারতীয় দলে এল জোড়া পরিবর্তন ৷ অবশ্য জোড়া পরিবর্তন খানিকটা বাধ্য হয়েই ৷ কারণ দ্বিতীয় ম্যাচ শুরুর কয়েকঘণ্টা আগেই বিসিসিআই'য়ের তরফে জানানো হয় চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার নীতিশ রেড্ডি ৷ পিঠের চোটে কাবু রিঙ্কু সিংও দ্বিতীয় এবং তৃতীয় ম্য়াচে নেই ৷ দু'জনের পরিবর্তে এলেন ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল ৷

অর্থাৎ, চিপকের পিচে এদিন চার স্পিনারে নামল ভারতীয় দল ৷ প্রথম ওভারে ফিল সল্টকে তুলে নেন আর্শদীপ সিং ৷ নিজের প্রথম বল এবং ইংল্যান্ড ইনিংসর চতুর্থ ওভারে বেন ডাকেটকে ফিরিয়ে দেন ওয়াশিংটন ৷ এরইমধ্যে চিপকে বিধ্বংসী ব্য়াটিং শুরু করেন জস বাটলার ৷ অধিনায়কে ব্যাটে পাওয়ার-প্লে'র পুরো ফায়দা তোলে ইংল্যান্ড ৷ ছয় ওভারে জোড়া উইকেট খোয়ালেও 58 রান তোলে তাঁরা ৷ বাটলার-ঝড়ের মাঝেই বরুণ চক্রবর্তীর বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন হ্য়ারি ব্রুক ৷ এরপর দশম ওভারে অর্ধশতরান হাতছাড়া করে ফিরে যান বাটলারও ৷

দু'টি চার এবং 3টি ছক্কা-সহ 30 বলে 45 রান করে সহঅধিনায়ক অক্ষর প্যাটেলের শিকার হন তিনি ৷ এরপর নিয়মিত উইকেট হারালেও জেমি স্মিথের 12 বলে 22 রান এবং পরিবর্ত ব্রাইডন কার্সের 17 বলে ঝোড়ো 31 রান দেড়শোর গণ্ডি পার করতে সাহায্য করে ৷ 9 বলে 12 রানে অপরাজিত থাকেন জোফ্রা আর্চার ৷ 20 ওভারে নয় উইকেট হারিয়ে 165 রান স্কোরবোর্ডে তোলে ইংল্যান্ড ৷ ভারতের হয়ে দু'টি করে উইকেট নেন অক্ষর প্য়াটেল ও বরুণ চক্রবর্তী ৷ বল হাতে দুরন্ত হার্দিকও ৷ দু'ওভার হাত ঘুরিয়ে মাত্র 6 রান দিয়ে নেন একটি উইকেট ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.