রোহিতের স্টেপ-আউট ! অবসর বিতর্কের মাঝেই বড় ঘোষণা হিটম্যানের - ROHIT SHARMA
সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ৷ বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে নেতৃত্বে ফিরেছেন জসপ্রীত বুমরা ৷ বিতর্কের মাঝে এবার মুখ খুললেন স্বয়ং রোহিত শর্মা ৷
সিডনি, 4 জানুয়ারি: অস্তাচলে রোহিত শর্মা ? সিডনি টেস্ট থেকে নিজেকে বাদ দেওয়ার পর দেশে এটাই এখন কোটি টাকার প্রশ্ন ৷ শর্মাজি’র অবসরের জল্পনা নিয়ে পাতার পর পাতা খরচ করেছে সংবাদমাধ্যম, সোশাল মিডিয়ায় আলোচনা চলেছে ৷ রোহিত-ভক্তদের রোষের মুখে পড়েছেন কোচ গৌতম গম্ভীরও ৷ এই বিতর্কে এবার মুখ খুললেন স্বয়ং রোহিত শর্মা ৷
সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার অধিনায়ক জানিয়ে দিলেন, ‘ব্যাট চলছে না ৷ তাই বসেছেন ৷ অবসরের কোনও পরিকল্পনা তাঁর এই মুহূর্তে নেই ৷’
রোহিত বলেন, ‘‘আমি দু’বার বাবা হয়েছি ৷ আমার দায়িত্বটা ভালোভাবে জানি ৷ এটাও জানি, বাইরে এই নিয়ে কী চলছে ? কোনও সংবাদমাধ্যম কী লিখল, তাতে আমাদের সিদ্ধান্ত বদলে যাবে না ৷ ব্যাট চলছে না, তাই বসেছি ৷ যেকোনও উপায়ে টিমের কাজে আসতে হবে, সেটাই শেষ কথা ৷ এমন নয় যে পাঁচ মাস পরেও আমার এই ফর্ম থাকবে ৷ এটা একটা টিম, কেউ অপরিহার্য নয় ৷ দলের সেরা এগারোজনই মাঠে নামবে ৷ আর আমি কোথায় যাচ্ছি না ৷’’
রোহিতের স্টেপ-আউট ! (AP)
‘বিশ্রামে’ যাওয়া প্রথম ভারতীয় অধিনায়ক
সন্তানের জন্মের কারণে পারথ টেস্টে ছিলেন না রোহিত ৷ তারপর দলে ফিরলেও ফর্ম খুঁজে বেড়িয়েছেন ৷ পাঁচ ইনিংসে করেছেন মাত্র 31 রান, গড় 6.20 ৷ যা কোনওভাবেই হিটম্যানোচিত নয় ৷ সেপ্টেম্বর থেকেই ফর্ম পাচ্ছেন না তিনি ৷ 2014 সালের পর এই প্রথম কোনও অধিনায়ক সিরিজের মাঝপথে নিজেকে বাদ দিলেন । 10 বছর আগে, পাকিস্তানের মিসবা-উল-হক খারাপ ফর্মের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওডিআই থেকে নাম প্রত্যাহার করেছিলেন ।