পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'বিরাটের সমালোচনা উদ্দেশ্য ছিল না', পাল্টা জবাবে গম্ভীরকে খোঁচা পন্টিংয়ের - PONTING HITS BACK GAMBHIR

বিরাট কোহলিকে নিয়ে তাঁর মন্তব্য ছিল ভিন্ন পরিপ্রেক্ষিতে ৷ তা বোঝাতে গিয়ে এবার গম্ভীরের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন তুললেন পন্টিং ৷

PONTING HITS BACK GAMBHIR
গম্ভীরকে পাল্টা দিলেন পন্টিং (IANS)

By ETV Bharat Sports Team

Published : Nov 13, 2024, 10:09 AM IST

Updated : Nov 13, 2024, 10:16 AM IST

হায়দরাবাদ, 13 নভেম্বর:বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম বল গড়াতে বাকি এখনও ন'দিন ৷ তবে তার আগে মন্তব্য-পাল্টা মন্তব্যে সরগরম আবহ ৷ বিরাট কোহলিকে নিয়ে রিকি পন্টিংয়ের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে তোপ দেগেছিলেন গৌতম গম্ভীর ৷ এবার ভারত অধিনায়ককে পাল্টা দিলেন বিশ্বজয়ী অজি অধিনায়ক ৷ গম্ভীরকে দেওয়া প্রত্যুত্তরে তাঁর স্বভাব নিয়ে প্রশ্ন তুলে দিলেন 'পান্টার' ৷

সেদেশের এক সংবাদমাধ্যমকে পন্টিং বলেছেন, "আমি প্রথমে প্রতিক্রিয়াটা পড়ে অবাক হয়ে গিয়েছিলাম ৷ কিন্তু পরে ভাবলাম গৌতম গম্ভীরের স্বভাবটাই খোঁচা খাওয়া ৷ তখন মনে হল ওর মত মানুষের থেকে এমন প্রতিক্রিয়াই প্রত্যাশিত ৷" এখানেই শেষ নয়, সেভেন নিউজকে পন্টিং জানিয়েছেন, বিরাট কোহলিকে নিয়ে তিনি যা বলেছেন সেটা কখনোই সমালোচনা করতে নয় ৷ বরং, বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাটার হিসেবে কতটা সফল; সেটা মনে করাতে ৷

সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে পঞ্জাব কিংসের নয়া কোচ বলেন, "কোনওভাবে বিরাটকে (কোহলি) কটাক্ষ করা আমার উদ্দেশ্য ছিল না ৷ আমি আসলে বলতে চেয়েছি অতীতে অস্ট্রেলিয়ার মাটিতে ওর পারফরম্য়ান্স তারিফযোগ্য ৷ তাই এখানে এসে ও আবার পুরনো ফর্মে ফিরতে চাইবে ৷ আমার মনে হয় বিরাটকে জিজ্ঞেস করা হলেও সেও বিষয়টি উদ্বেগ প্রকাশ করবে যে, আগে যেভাবে শতরান করত এখন সেটা পারছে না ৷ তাই এটা ভেবে অবাক লাগে যে কীভাবে ছোট ছোট বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া হয় ৷ তবে এটুকু বলতে পারি যে, বিরাট একজন জাত ব্যাটার এবং অতীতে সে অস্ট্রেলিয়ার মাটিতে দুর্ধর্ষ পারফর্ম করেছে ৷"

সম্প্রতি আইসিসি'র একটি ইভেন্টে বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পন্টিং ৷ জোড়া বিশ্বজয়ী অধিনায়ক বলেন, "গত পাঁচ বছরে মাত্র দু'টো শতরান ৷ আমার মনে হয় না এরকম পরিসংখ্যান নিয়ে অন্য কোনও ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে টপ-অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ হত ৷" অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে অজি কিংবদন্তির মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে তেলেবেগুনে জ্বলে ওঠেন গম্ভীর ৷

ভারতের কোচ বলেন, "ভারতীয় ক্রিকেট নিয়ে ওর (পন্টিং) এত কীসের মাথাব্য়থা? ওর উচিৎ অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে মাথা ঘামানো ৷ বিরাট কিংবা রোহিতকে নিয়ে ওর এত উদ্বেগের কোনও প্রয়োজনই নেই ৷ দু'জনেই কঠোর মানসিকতার ৷ ভারতীয় ক্রিকেটে দু'জনের অবদান অনেক ৷ আমার মনে হয় আগামীতেও অনেককিছু করবে ওরা ৷"

Last Updated : Nov 13, 2024, 10:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details