কটক, 9 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে চেনা ছন্দে ভারতীয় দল ৷ এক ম্য়াচ বাকি থাকতেই ইংল্য়ান্ডকে ঘরের মাঠে ওডিআই সিরিজে পরাস্ত করল তাঁরা ৷ কটকে সিরিজের দ্বিতীয় ম্যাচে 305 রান তাড়া করে চার উইকেটে জয় পেল 'মেন ইন ব্লু' ৷ আর ভারতের এই সিরিজ জয়ে 'চেরি অন দ্য কেক' হয়ে রইল সেঞ্চুরিতে রোহিত শর্মার প্রত্যাবর্তন ৷ 76 বলে তাঁর 119 রানের অধিনায়কোচিত ইনিংসে 33 বল বাকি থাকতে ম্য়াচ জিতে নিল ভারত ৷ টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি এল ডেপুটি শুভমন গিলের ব্যাটেও ৷
বাতিস্তম্ভে সমস্য়ার কারণে বারাবাটিতে রবিবার দ্বিতীয়ার্ধে প্রায় আধঘণ্টা বিঘ্নিত হল ম্য়াচ ৷ যা এই ভেন্যুর জন্য ভালো বিজ্ঞাপন না-হলেও রোহিত শর্মা কৃতজ্ঞ থাকবেন বারাবাটি স্টেডিয়ামের প্রতি ৷ 11 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়ে চেনা ছন্দে ফিরলেন 'হিটম্যান' ৷ সেইসঙ্গে নিন্দুকদের হয়তো প্রচ্ছন্ন বার্তা দিলেন যে, চ্য়াম্পিয়নদের কখনও সন্দেহ করতে নেই ৷ তিনশোরও বেশি লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা যেমন আগ্রাসী করা উচিত ছিল তেমনটাই করেন রোহিত শর্মা ৷
30 বলে অর্ধশতরান পূর্ণ করার পথে এদিন বেশকিছু নজির গড়ে ফেলেন মুম্বই ব্য়াটার ৷ শুভমন গিলের সঙ্গে তাঁর 136 রানে ওপেনিং জুটিই জয়ের রাস্তা মসৃণ করে দেয় ৷ প্রথম ম্য়াচে 87 রানের পর দ্বিতীয় ম্য়াচেও অর্ধশতরান পূর্ণ করেন গিল ৷ তবে এরপর সহঅধিনায়কের ইনিংস খুব একটা লম্বা হয়নি ৷ 60 রানে আউট হন গিল ৷ এরপর পাঁচ রানে ক্রিজে ফেরেন বিরাট কোহলিও ৷ কিন্তু থামানো যায়নি 'হিটম্যান'কে ৷ ইংরেজ বোলারদের নখদাঁত ভেঙে 76 বলে কেরিয়ারের 32তম সেঞ্চুরিটি পূর্ণ করে ফেলেন তিনি ৷ 30তম ওভারে 90 বলে 119 রানের ইনিংস খেলে যখন ভারত অধিনায়ক আউট হলেন তখন জয়ের গন্ধ পেয়ে গিয়েছে ভারতীয় দল ৷ রোহিতের ইনিংস এদিন সাজানো ছিল 12টি চার এবং 7টি ছক্কায় ৷
India wrap up the series 2-0 with a win over England in Cuttack 👏#INDvENG 📝: https://t.co/6P66iIrFim pic.twitter.com/gE9Rrzym2w
— ICC (@ICC) February 9, 2025
এরপর 47 বলে 44 করে রানআউট হন শ্রেয়স আইয়ার ৷ অক্ষরের সঙ্গে জুটি বেঁধে ম্য়াচ শেষ করার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ স্টাম্পার-ব্যাটার কেএল রাহুল ৷ 10 রানে ফেরেন তিনি ৷ তাঁর অফফর্ম চ্য়াম্পিয়ন্স ট্রফির আগে খুব একটা ভালো সঙ্কেত নয় ভারতীয় দলের জন্য ৷ 10 রানে আউট হন হার্দিক পান্ডিয়াও ৷ শেষ পর্যন্ত 41 রানে অপরাজিত অক্ষর প্য়াটেলকে সঙ্গে নিয়ে 44.5 ওভারে দলকে জয় এনে দেন রবীন্দ্র জাদেজা ৷ 11 রানে অপরাজিত অলরাউন্ডারের ব্যাট থেকেই আসে উইনিং স্ট্রোক ৷ কটকেই ভারত সিরিজ জিতে নেওয়ায় আমেদাবাদে সিরিজের শেষ ম্য়াচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল ৷