বার্সেলোনা, 17 এপ্রিল:প্রথম লেগে পিএসজি'র ডেরায় গিয়ে জয় তুলে আনার পর সেমিফাইনালে যোগ্যতা অর্জনের পথে অ্যাডভান্টেজ ছিল বার্সেলোনা ৷ কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এই দুই দলের দ্বৈরথ যে সবরকম ভবিষ্যদ্বাণী কিংবা প্রত্যাশার ঊর্ধ্বে, সে কথা আরও একবার প্রমাণ করল নু-ক্যাম্পের মঙ্গলবারের রাত ৷ এগ্রিগেটে 4-2 এগিয়ে গিয়েও শেষমেশ 4-6 ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল বার্সেলোনা ৷ অন্যদিকে কাতালান ক্লাবকে তাদের ঘরের মাঠে চার গোলের মালা পরিয়ে শেষ চারে প্যারিস সেন্ট জার্মেইন ৷
প্যারিসের ক্লাবটির হয়ে এদিন জোড়ো গোল কিলিয়ান এমবাপের ৷ বাকি দু'টি গোল বার্সারই প্রাক্তনী ওসুমান দেম্বেলে এবং ভিটিনহার ৷ তবে ঘরের মাঠে শুরুতে এদিন ডেডলক খোলে বার্সা-ই ৷ জামাল মুসিয়ালার পাস ধরে প্রথম পর্বে জোড়া গোলের নায়ক রাফিনহা ম্যাচের 12 মিনিটে এগিয়ে দেন বার্সাকে ৷ তখন আন্দাজ করা যায়নি যে শেষমেশ এহেন করুণ পরিণতি লেখা রয়েছে বার্সার কপালে ৷