হায়দরাবাদ, 8 জানুয়ারি: ফের একবার গ্যাংস্টারের ভূমিকায় দক্ষিণী তারকা যশ ? এরআগে দর্শক 'কেজিএফ' ক্রেজ দেখেছে ৷ এবার অভিনেতার জন্মদিনে সামনে এল 'টক্সিক' ছবির প্রথম ঝলক ৷ নতুন ছবির লুক দেখে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা ৷
বুধবার অভিনেতা যশের 59তম জন্মদিন ৷ ওইদিনই ছবির নির্মাতারা কথা মত সামনে আনেন যশের পরবর্তী প্রোজেক্টের ছোট্ট ঝলক ৷ মুক্তি পায় 'টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস' ছবির ঝলক ৷ কেভিএন প্রযোজনা সংস্থার তরফে সোশাল মিডিয়ায় ঝলক সামনে আসতেই নেটপাড়ায় ভক্তদের উল্লাস ৷ 25 সেকেন্ডের ভিডিয়োয় যশকে দেখা গিয়েছে একেবারে রেট্রো লুকে ৷ সাদা রঙোর স্যুট, মাথায় টুপি, ঠোঁটে সিগার ৷ ক্লাবে হিরোর মতো যশের এন্ট্রি কেড়ে নিয়েছে নেটিজেনদের নজর ৷ এই লুকে অভিনেতার থেকে চোখ ফেরানো দায় ৷
গতবছর অগস্টে বেঙ্গালুরুতে 'টক্সিক' ছবির শুটিং শুরু হয় ৷ কেজিএফ ফ্রাঞ্চাইজির পর যশের পরবর্তী কাজ এটি ৷ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন বেঙ্কট কে নারায়ণা ও যশ নিজে ৷ পরিচালকের আসনে গীতু মোহনদাস ৷ অন্য়দিকে, অগণিত অনুরাগীরা যশের জন্মদিন ধুমধাম করে পালন করে ৷ ফলে তাঁদের উদ্দেশ্যে যশ জানিয়েছেন, কোনও রকম জমায়েত না করতে ৷ তিনি জানিয়েছেন, তাঁর জন্মদিনে সেরা উপহার হবে অনুরাগীদের সুস্থতা ও নিরাপত্তা ৷ ফলে জন্মদিন উযদাপন করতে গিয়ে যাতে কোনও অঘটন না ঘটে সেই দিকে জোর দিয়েছেন অভিনেতা ৷
কারণ গতবছরই এমন এক দুর্ঘটনা ঘটে গিয়েছে ৷ সেই বছর জন্মদিন উপলক্ষ্যে যশের বিশাল বড় কাটআউট লাগাতে গিয়ে তার নীচে চাপা পড়ে মৃত্যু হয় তিন অনুরাগীর ৷ এই ঘটনায় প্রভাবিত হন যশ ৷ তিনি ব্যক্তিগতভাবে মৃতের পরিবারবর্দের সঙ্গে দেখা করে শোকপ্রকাশ করেন ও সমবেদনা জানান ৷ তাই সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই দিকে নজর রাখতে অনুরাগীদের অনুরোধ করেছেন অভিনেতা যশ ৷