ETV Bharat / state

জলপাইগুড়ির মূক এবং বধির শিশুর চিকিৎসা সেবাশ্রয় ক্যাম্পে, অভিষেককে ধন্যবাদ মা-বাবার - SEBAASHRAY HEALTH CAMP

পিজিতে গিয়েও ফিরতে হয়েছে ৷ অসুস্থ বাচ্চাকে সুস্থ করতে দিশা দেখাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প ৷ খুশি পরিবার ৷

Sebaashray HEALTH CAMP
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন শিশুর পরিবার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 14 hours ago

কলকাতা, 8 জানুয়ারি: পিজি হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় চিকিৎসা হচ্ছিল না মূক ও বধির শিশুর । জলপাইগুড়ি থেকে এসে সমস্যায় পড়েছিলেন ওই শিশুর বাবা-মা । অবশেষে পরিবারকে নতুন দিশা দেখাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মেডিক্যাল ক্যাম্প । সঠিক মেশিন না পাওয়ার জন্য যে চিকিৎসা রাজ্যের অন্যতম প্রধান সুপার স্পেশালিটি হাসপাতালে আটকে গিয়েছিল তাই এবার হচ্ছে এই ক্যাম্পের মাধ্যমে ।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এখানে যে পরিবারের শিশুটির চিকিৎসার জন্য এগিয়ে এসেছে এই মেডিক্যাল ক্যাম্প তাঁর সঙ্গে ডায়মন্ড হারবারের কোনও যোগ নেই । অর্থাৎ, নির্দিষ্ট একটি সাংসদ এলাকার জন্য এই প্রকল্প হলেও রাজ্যে চিকিৎসার জন্য আসা মানুষদের অন্যতম ভরসার মাধ্যম হয়ে উঠছে অভিষেকের এই মেডিক্যাল ক্যাম্প ।

সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করছেন শিশুর বাবা (ইটিভি ভারত)

বুধবার এই মেডিক্যাল ক্যাম্প প্রসঙ্গে বলতে গিয়ে জলপাইগুড়ির বাসিন্দা শাহিদ হোসেন প্রধান বলেন, "গত সাত মাস ধরে পিজি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে আমার ছোট বাচ্চার । সে জন্ম থেকেই কথা বলতে ও কথা শুনতে পারে না । অর্থাৎ, মূক ও বধির । আমার সন্তানের জন্য অপারেশনের প্রয়োজন ছিল । কিন্তু একটি নির্দিষ্ট মেশিন না থাকায় এসএসকেএম হাসপাতালে এই অপারেশন আটকে যায় । দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজের ফলোয়ার আমি । ফলে সেখান থেকেই ডায়মন্ড হারবারে চলা এই মেডিক্যাল ক্যাম্প সম্পর্কে জেনেছি । আজ এই ক্যাম্পে আসার পর সমস্ত কাগজপত্র ডাক্তারদের দেখাই । তাঁরা আশ্বাস দেন খুব শীঘ্রই অর্থাৎ, কয়েকদিনের মধ্যেই আমার সন্তানের অপারেশনের ব্যবস্থা হবে । এর জন্য এক পয়সাও খরচ করতে হবে না আমাদের । এতদিনে সন্তানের চিকিৎসার ব্যবস্থা হওয়ায় আমি খুবই খুশি । একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ ।"

SEVASHRAY HEALTH CAMP
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মেডিক্যাল ক্যাম্প (ছবি সৌজন্যে : সোশাল মিডিয়া)

প্রসঙ্গত, জলপাইগুড়ির এই শিশুটির ঘটনা একটি উদাহরণ মাত্র । এই ক্যাম্পের সঙ্গে যুক্ত এক চিকিৎসক অভিক দে বলছেন, "রোজ দিন এ ধরনের প্রচুর রোগী এই ক্যাম্পে আসছে । আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে । আমাদেরও ভালো লাগছে পরিষেবা পেয়ে বিভিন্ন বয়সি মানুষেরা আমাদের দু'হাত তুলে আশীর্বাদ করছেন ৷ একইসঙ্গে তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের প্রশংসাও করছেন ।"

কী বিপুল পরিমাণ মানুষ এই সেবাশ্রয় ক্যাম্প থেকে পরিষেবা পাচ্ছে তা আরও স্পষ্ট হয় এদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই ক্যাম্পে আসা রোগীদের রেজিস্ট্রেশনের সংখ্যা দেখলে । যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে আজ বিকেল পাঁচটা পর্যন্ত 29,763 জন এই ক্যাম্পে নাম লিখিয়েছেন । আর এদের সিংহভাগ ইতিমধ্যেই ক্যাম্প থেকে চিকিৎসা সুযোগ পেয়েছেন ৷ শুরু থেকে এখনও পর্যন্ত এই ক্যাম্পে রেজিস্ট্রেশন ইতিমধ্যেই এক লক্ষ ছাড়াল ।

কলকাতা, 8 জানুয়ারি: পিজি হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় চিকিৎসা হচ্ছিল না মূক ও বধির শিশুর । জলপাইগুড়ি থেকে এসে সমস্যায় পড়েছিলেন ওই শিশুর বাবা-মা । অবশেষে পরিবারকে নতুন দিশা দেখাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মেডিক্যাল ক্যাম্প । সঠিক মেশিন না পাওয়ার জন্য যে চিকিৎসা রাজ্যের অন্যতম প্রধান সুপার স্পেশালিটি হাসপাতালে আটকে গিয়েছিল তাই এবার হচ্ছে এই ক্যাম্পের মাধ্যমে ।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এখানে যে পরিবারের শিশুটির চিকিৎসার জন্য এগিয়ে এসেছে এই মেডিক্যাল ক্যাম্প তাঁর সঙ্গে ডায়মন্ড হারবারের কোনও যোগ নেই । অর্থাৎ, নির্দিষ্ট একটি সাংসদ এলাকার জন্য এই প্রকল্প হলেও রাজ্যে চিকিৎসার জন্য আসা মানুষদের অন্যতম ভরসার মাধ্যম হয়ে উঠছে অভিষেকের এই মেডিক্যাল ক্যাম্প ।

সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করছেন শিশুর বাবা (ইটিভি ভারত)

বুধবার এই মেডিক্যাল ক্যাম্প প্রসঙ্গে বলতে গিয়ে জলপাইগুড়ির বাসিন্দা শাহিদ হোসেন প্রধান বলেন, "গত সাত মাস ধরে পিজি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে আমার ছোট বাচ্চার । সে জন্ম থেকেই কথা বলতে ও কথা শুনতে পারে না । অর্থাৎ, মূক ও বধির । আমার সন্তানের জন্য অপারেশনের প্রয়োজন ছিল । কিন্তু একটি নির্দিষ্ট মেশিন না থাকায় এসএসকেএম হাসপাতালে এই অপারেশন আটকে যায় । দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজের ফলোয়ার আমি । ফলে সেখান থেকেই ডায়মন্ড হারবারে চলা এই মেডিক্যাল ক্যাম্প সম্পর্কে জেনেছি । আজ এই ক্যাম্পে আসার পর সমস্ত কাগজপত্র ডাক্তারদের দেখাই । তাঁরা আশ্বাস দেন খুব শীঘ্রই অর্থাৎ, কয়েকদিনের মধ্যেই আমার সন্তানের অপারেশনের ব্যবস্থা হবে । এর জন্য এক পয়সাও খরচ করতে হবে না আমাদের । এতদিনে সন্তানের চিকিৎসার ব্যবস্থা হওয়ায় আমি খুবই খুশি । একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ ।"

SEVASHRAY HEALTH CAMP
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মেডিক্যাল ক্যাম্প (ছবি সৌজন্যে : সোশাল মিডিয়া)

প্রসঙ্গত, জলপাইগুড়ির এই শিশুটির ঘটনা একটি উদাহরণ মাত্র । এই ক্যাম্পের সঙ্গে যুক্ত এক চিকিৎসক অভিক দে বলছেন, "রোজ দিন এ ধরনের প্রচুর রোগী এই ক্যাম্পে আসছে । আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে । আমাদেরও ভালো লাগছে পরিষেবা পেয়ে বিভিন্ন বয়সি মানুষেরা আমাদের দু'হাত তুলে আশীর্বাদ করছেন ৷ একইসঙ্গে তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের প্রশংসাও করছেন ।"

কী বিপুল পরিমাণ মানুষ এই সেবাশ্রয় ক্যাম্প থেকে পরিষেবা পাচ্ছে তা আরও স্পষ্ট হয় এদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই ক্যাম্পে আসা রোগীদের রেজিস্ট্রেশনের সংখ্যা দেখলে । যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে আজ বিকেল পাঁচটা পর্যন্ত 29,763 জন এই ক্যাম্পে নাম লিখিয়েছেন । আর এদের সিংহভাগ ইতিমধ্যেই ক্যাম্প থেকে চিকিৎসা সুযোগ পেয়েছেন ৷ শুরু থেকে এখনও পর্যন্ত এই ক্যাম্পে রেজিস্ট্রেশন ইতিমধ্যেই এক লক্ষ ছাড়াল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.