ETV Bharat / entertainment

দুষ্টু কোকিল মিমি এবার হাজির ডাইনি রূপে, জন্মদিনে এল পোস্টার - MIMI CHAKRABORTY

মিমি চক্রবর্তীর জন্মদিনে তাঁর আসন্ন ওয়েব সিরিজ 'ডাইনি'-র পোস্টার প্রকাশ করা হল ৷ একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন অভিনেত্রী ৷

ETV BHARAT
দুষ্টু কোকিল মিমি এবার হাজির ডাইনি রূপে (সিরিজের পোস্টারের চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 11, 2025, 8:03 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: বসন্তকালে কোকিল ডাকে । আর দুষ্টু কোকিল হয়ে গতবছর ডেকেছিলেন মিমি । এবার তিনি ডাইনি রূপে আসবেন দর্শকের সামনে । এসে গিয়েছে হইচইয়ের আসন্ন ওয়েব সিরিজ 'ডাইনি'র পোস্টার । প্রযোজক মহেন্দ্র সোনি নিজেই মিমি চক্রবর্তীর আসন্ন সিরিজ 'ডাইনি'-র পোস্টার ভাগ করে নিয়ে লিখেছেন, 'দুষ্টু কোকিল থেকে ডাইনি !' সত্যিই এবার একেবারে অন্য ইমেজে ধরা দেবেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী । মিমির আজ জন্মদিন । আর এই জন্মদিনেই দর্শকের সামনে অন্য মেজাজে ধরা দিলেন তিনি । হইচইয়ের কাছ থেকে এটাই তাঁর জন্মদিনের উপহার ৷

গত বছরেই এই সিরিজের খবর আসে । আর আজ হাজির পোস্টার । মিমির পরনে লাল সালোয়ার কামিজ । ক্ষত-বিক্ষত রক্তাক্ত মুখ, হাতে কাটারি নিয়ে হাজির হয়েছেন মিমি । মাথায় উস্কোখুস্কো চুল, চোখে মুখে দৃপ্ত সাহস আর জেদ । তাছাড়াও পোস্টার জুড়ে ছুটছে একরাশ আগুনের ফুলকি । আর কিছু উত্তেজিত মানুষের অস্পষ্ট চেহারা ফুটে উঠেছে পোস্টারে । কারা তারা ? জানা নেই । তবে, বোঝাই যাচ্ছে 'ডাইনি'তেও অন্য কায়দায় নিজেকে মেলে ধরবেন মিমি ।

সামাজিক মাধ্যমে হইচইয়ের তরফে লেখা হয়েছে, "ভয় আর জমাট বাঁধা অন্ধবিশ্বাসের অন্ধকারের মাঝে অদম্য জেদকে আঁকড়ে ধরে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা..., ফিরছে হইচই-তে মিমি চক্রবর্তী, 'ডাইনি' নিয়ে !" এখানেই শেষ নয়, আর সেটি শেয়ার করে প্রযোজক মহেন্দ্র সোনি মিমি ও বাংলাদেশের মেগাস্টার শাকিব খান অভিনীত নায়িকার সর্বশেষ ছবি 'তুফান'-এর ‘দুষ্টু কোকিল ডাকে রে কু কু কু…’ গানের প্রসঙ্গ টেনে লিখেছেন, "দুষ্টু কোকিল থেকে ডাইনি - জন্মদিনে মিমি চক্রবর্তীর কী অসাধারণ পরিবর্তন ।"

'ডাইনি'র পরিচালনায় নির্ঝর মিত্র । তাঁর এই সিরিজের পরতে পরতে রয়েছে নানা চমক । এই সিরিজে শ্রুতি দাসকে মিমি চক্রবর্তীর বোনের চরিত্রে দেখা যাবে । ডাকিনীতন্ত্রের জালে এই দুই বোনের জড়িয়ে পড়া নিয়েই এই সিরিজের গল্প এগিয়েছে । কিন্তু এই জাল থেকে কীভাবে মুক্তি পাবে মিমি ও শ্রুতি ? উত্তর রয়েছে সিরিজের মধ্যেই । তাই অপেক্ষাই কাম্য । সামাজিক মাধ্যমে শ্রুতি লিখেছেন, "কতদিন ধরে অপেক্ষায় আছি গো...।"

অবশেষে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বহু প্রতীক্ষিত 'ডাইনি'র পোস্টারের পাশাপাশি মুক্তির দিনক্ষণও জানানো হয়েছে । চলতি বছরের 14 মার্চ হইচইয়ের পর্দায় মুক্তি পাবে এই সিরিজ ।

কলকাতা, 11 ফেব্রুয়ারি: বসন্তকালে কোকিল ডাকে । আর দুষ্টু কোকিল হয়ে গতবছর ডেকেছিলেন মিমি । এবার তিনি ডাইনি রূপে আসবেন দর্শকের সামনে । এসে গিয়েছে হইচইয়ের আসন্ন ওয়েব সিরিজ 'ডাইনি'র পোস্টার । প্রযোজক মহেন্দ্র সোনি নিজেই মিমি চক্রবর্তীর আসন্ন সিরিজ 'ডাইনি'-র পোস্টার ভাগ করে নিয়ে লিখেছেন, 'দুষ্টু কোকিল থেকে ডাইনি !' সত্যিই এবার একেবারে অন্য ইমেজে ধরা দেবেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী । মিমির আজ জন্মদিন । আর এই জন্মদিনেই দর্শকের সামনে অন্য মেজাজে ধরা দিলেন তিনি । হইচইয়ের কাছ থেকে এটাই তাঁর জন্মদিনের উপহার ৷

গত বছরেই এই সিরিজের খবর আসে । আর আজ হাজির পোস্টার । মিমির পরনে লাল সালোয়ার কামিজ । ক্ষত-বিক্ষত রক্তাক্ত মুখ, হাতে কাটারি নিয়ে হাজির হয়েছেন মিমি । মাথায় উস্কোখুস্কো চুল, চোখে মুখে দৃপ্ত সাহস আর জেদ । তাছাড়াও পোস্টার জুড়ে ছুটছে একরাশ আগুনের ফুলকি । আর কিছু উত্তেজিত মানুষের অস্পষ্ট চেহারা ফুটে উঠেছে পোস্টারে । কারা তারা ? জানা নেই । তবে, বোঝাই যাচ্ছে 'ডাইনি'তেও অন্য কায়দায় নিজেকে মেলে ধরবেন মিমি ।

সামাজিক মাধ্যমে হইচইয়ের তরফে লেখা হয়েছে, "ভয় আর জমাট বাঁধা অন্ধবিশ্বাসের অন্ধকারের মাঝে অদম্য জেদকে আঁকড়ে ধরে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা..., ফিরছে হইচই-তে মিমি চক্রবর্তী, 'ডাইনি' নিয়ে !" এখানেই শেষ নয়, আর সেটি শেয়ার করে প্রযোজক মহেন্দ্র সোনি মিমি ও বাংলাদেশের মেগাস্টার শাকিব খান অভিনীত নায়িকার সর্বশেষ ছবি 'তুফান'-এর ‘দুষ্টু কোকিল ডাকে রে কু কু কু…’ গানের প্রসঙ্গ টেনে লিখেছেন, "দুষ্টু কোকিল থেকে ডাইনি - জন্মদিনে মিমি চক্রবর্তীর কী অসাধারণ পরিবর্তন ।"

'ডাইনি'র পরিচালনায় নির্ঝর মিত্র । তাঁর এই সিরিজের পরতে পরতে রয়েছে নানা চমক । এই সিরিজে শ্রুতি দাসকে মিমি চক্রবর্তীর বোনের চরিত্রে দেখা যাবে । ডাকিনীতন্ত্রের জালে এই দুই বোনের জড়িয়ে পড়া নিয়েই এই সিরিজের গল্প এগিয়েছে । কিন্তু এই জাল থেকে কীভাবে মুক্তি পাবে মিমি ও শ্রুতি ? উত্তর রয়েছে সিরিজের মধ্যেই । তাই অপেক্ষাই কাম্য । সামাজিক মাধ্যমে শ্রুতি লিখেছেন, "কতদিন ধরে অপেক্ষায় আছি গো...।"

অবশেষে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বহু প্রতীক্ষিত 'ডাইনি'র পোস্টারের পাশাপাশি মুক্তির দিনক্ষণও জানানো হয়েছে । চলতি বছরের 14 মার্চ হইচইয়ের পর্দায় মুক্তি পাবে এই সিরিজ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.