ETV Bharat / bharat

প্রয়াত বিশিষ্ট সাংবাদিক-চলচ্চিত্র নির্মাতা প্রীতিশ নন্দী - PRITISH NANDY DEMISE

মুম্বইয়ে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাংবাদিক-চলচ্চিত্র নির্মাতা প্রীতিশ নন্দী ৷ ন'য়ের দশকে তাঁর টক-শো যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল ৷

Pritish Nandy Demise
প্রয়াত প্রীতিশ নন্দী (ছবি: প্রয়াত প্রীতিশ নন্দীর এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : 13 hours ago

Updated : 13 hours ago

মুম্বই, 9 জানুয়ারি: প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের খ্যাতনামা পরিচালক তথা বিশিষ্ট সাংবাদিক-সম্পাদক প্রীতিশ নন্দী ৷ বুধবার রাতে তাঁর মৃত্যুর খবরটি সোশাল মিডিয়ায় প্রথম জানান বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ৷ তিনি ইনস্টাগ্রামে লেখেন, "আমার অন্যতম প্রিয় এবং কাছের বন্ধু প্রীতিশ নন্দীর প্রয়াণের খবরে আমি গভীর শোকাহত ৷"

আর একসপ্তাহ পরেই জন্মদিন ছিল একাধারে কবি, সাংবাদিক, অন্য়দিকে চলচ্চিত্র সমালোচক প্রীতিশ নন্দীর ৷ তার আগেই প্রয়াত হলেন তিনি ৷ 1951 সালের 15 জানুয়ারি বিহারের ভাগলপুরে জন্মগ্রহণ করেন ৷ তিনি কলকাতার লা মার্টিনিয়ার কলেজে কিছুদিন পড়াশোনা করেন ৷ পরে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে (অধুনা বিশ্ববিদ্যালয়) ৷

Anupam Kher Insta Post on Pritish Nandy Demise
প্রীতিশ নন্দীর মৃত্যুর খবর প্রথম জানান অভিনেতা অনুপম খের (ছবি: অনুপম খেরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট)

1982 সাল থেকে 1991 সাল পর্যন্ত প্রীতিশ নন্দী টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার পাবলিশিং ডিরেক্টর ছিলেন ৷ এছাড়া 'দ্য ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া' গ্রুপের ম্যানেজিং এডিটর এবং সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব সামলেছেন ৷ বিনোদন জগতের জনপ্রিয় ম্যাগাজিন 'ফিল্মফেয়ার'-এর সম্পাদক ও প্রকাশক হিসাবে কাজ করেছেন ৷

এই গ্রুপেরই 'দ্য ইন্ডিপেনডেন্ট' পত্রিকার সম্পাদনা ও প্রকাশনার কাজও দেখাশোনা করেছেন প্রীতিশ ৷ এরপর 1993 সালে তিনি নিজের মিডিয়া কোম্পানি প্রীতিশ নন্দী কমিউনিকেশনস-এর প্রতিষ্ঠা করেন ৷ তাঁর এই কোম্পানিটি একাধিক চলচ্চিত্র, টিভি শো-সহ নানাবিধ কনটেন্টের প্রযোজনা থেকে শুরু করে সম্প্রচার করেছে ৷ তিনি এই কোম্পানির বর্তমান চেয়ারম্যান ছিলেন ৷ 1998 সালের জুলাই মাসে মহারাষ্ট্র থেকে শিবসেনার রাজ্যসভার চেয়ারম্যান হয়েছিলেন প্রীতিশ নন্দী ৷

ন'য়ের দশকে তাঁর টক-শো 'প্রীতিশ নন্দী শো'-তে তিনি অনেক সেলিব্রিটির সাক্ষাৎকার নেন ৷ তৎকালীন দূরদর্শনে এই টক-শোটি জনপ্রিয়তা পেয়েছিল ৷ মিলেনিয়াম যুগে অর্থাৎ 2000 সালের পরবর্তী সময়েও প্রীতিশ নন্দী সুর, কাঁটে, ঝাঁকর বিটস, চামেলি, হাজারো খোয়ায়েশি অ্য়ায়সি, পেয়ার কে সাইড এফেক্টস-এর মতো বহু সিনেমা প্রযোজনা করেছেন ৷ সম্প্রতি তাঁর প্রীতিশ নন্দী কমিউনিকেশনস 'ফোর মোর শটস প্লিজ', 'মডার্ন লাভ মুম্বই'- এর মতো ওয়েব সিরিজ প্রযোজনা করে ৷

মুম্বই, 9 জানুয়ারি: প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের খ্যাতনামা পরিচালক তথা বিশিষ্ট সাংবাদিক-সম্পাদক প্রীতিশ নন্দী ৷ বুধবার রাতে তাঁর মৃত্যুর খবরটি সোশাল মিডিয়ায় প্রথম জানান বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ৷ তিনি ইনস্টাগ্রামে লেখেন, "আমার অন্যতম প্রিয় এবং কাছের বন্ধু প্রীতিশ নন্দীর প্রয়াণের খবরে আমি গভীর শোকাহত ৷"

আর একসপ্তাহ পরেই জন্মদিন ছিল একাধারে কবি, সাংবাদিক, অন্য়দিকে চলচ্চিত্র সমালোচক প্রীতিশ নন্দীর ৷ তার আগেই প্রয়াত হলেন তিনি ৷ 1951 সালের 15 জানুয়ারি বিহারের ভাগলপুরে জন্মগ্রহণ করেন ৷ তিনি কলকাতার লা মার্টিনিয়ার কলেজে কিছুদিন পড়াশোনা করেন ৷ পরে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে (অধুনা বিশ্ববিদ্যালয়) ৷

Anupam Kher Insta Post on Pritish Nandy Demise
প্রীতিশ নন্দীর মৃত্যুর খবর প্রথম জানান অভিনেতা অনুপম খের (ছবি: অনুপম খেরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট)

1982 সাল থেকে 1991 সাল পর্যন্ত প্রীতিশ নন্দী টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার পাবলিশিং ডিরেক্টর ছিলেন ৷ এছাড়া 'দ্য ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়া' গ্রুপের ম্যানেজিং এডিটর এবং সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব সামলেছেন ৷ বিনোদন জগতের জনপ্রিয় ম্যাগাজিন 'ফিল্মফেয়ার'-এর সম্পাদক ও প্রকাশক হিসাবে কাজ করেছেন ৷

এই গ্রুপেরই 'দ্য ইন্ডিপেনডেন্ট' পত্রিকার সম্পাদনা ও প্রকাশনার কাজও দেখাশোনা করেছেন প্রীতিশ ৷ এরপর 1993 সালে তিনি নিজের মিডিয়া কোম্পানি প্রীতিশ নন্দী কমিউনিকেশনস-এর প্রতিষ্ঠা করেন ৷ তাঁর এই কোম্পানিটি একাধিক চলচ্চিত্র, টিভি শো-সহ নানাবিধ কনটেন্টের প্রযোজনা থেকে শুরু করে সম্প্রচার করেছে ৷ তিনি এই কোম্পানির বর্তমান চেয়ারম্যান ছিলেন ৷ 1998 সালের জুলাই মাসে মহারাষ্ট্র থেকে শিবসেনার রাজ্যসভার চেয়ারম্যান হয়েছিলেন প্রীতিশ নন্দী ৷

ন'য়ের দশকে তাঁর টক-শো 'প্রীতিশ নন্দী শো'-তে তিনি অনেক সেলিব্রিটির সাক্ষাৎকার নেন ৷ তৎকালীন দূরদর্শনে এই টক-শোটি জনপ্রিয়তা পেয়েছিল ৷ মিলেনিয়াম যুগে অর্থাৎ 2000 সালের পরবর্তী সময়েও প্রীতিশ নন্দী সুর, কাঁটে, ঝাঁকর বিটস, চামেলি, হাজারো খোয়ায়েশি অ্য়ায়সি, পেয়ার কে সাইড এফেক্টস-এর মতো বহু সিনেমা প্রযোজনা করেছেন ৷ সম্প্রতি তাঁর প্রীতিশ নন্দী কমিউনিকেশনস 'ফোর মোর শটস প্লিজ', 'মডার্ন লাভ মুম্বই'- এর মতো ওয়েব সিরিজ প্রযোজনা করে ৷

Last Updated : 13 hours ago
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.