গ্যাংটক, 8 জানুয়ারি: বছরের শুরুতে পর্যটকদের জন্য মন পছন্দের খবর । প্রবল তুষারপাত উত্তর সিকিমে । বরফের চাদরে মুখ ঢাকল পাহাড় ৷ যা এই মরশুমে ঘুরতে আসা পর্যটকদের জন্য বাড়তি পাওয়া ৷ তাই তো এই সময় উত্তর সিকিমে থাকা পর্যটকদের খুশির কোনও ঠিকানা নেই । বরফে খেলায় মজে তাঁরা ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে প্রত্যাশামতো তাপমাত্রার পারদের পতন হয় । এরপরেই জাঁকিয়ে পড়ে শীত । আর তাপমাত্রার পতন হতেই উত্তর সিকিম জুড়ে শুরু হয় প্রবল তুষারপাত । মোটা সাদা বরফের চাদরে মুখ ঢাকে পাহাড়, রাস্তাঘাট থেকে বিস্তীর্ণ এলাকা । ইতিমধ্যে বছরের শুরুতেই পর্যটকের ব্যাপক ঢল নেমেছে সিকিমে ।
মঙ্গলবার বিকেল নাগাদ প্রথমে ঝিরিঝিরি তুষারপাতকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় পর্যটকদের মধ্যে । কেউ ব্যস্ত হয়ে পড়েন মুঠো ফোনে সেই মুহূর্ত বন্দি করতে, আবার কেউ মোবাইল ফোন থেকে ভিডিয়ো কল করে পরিচিতদের দেখাচ্ছেন তুষারপাতের মনোরম দৃশ্য ।
একদিকে যেমন সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য মন জয় করে, তেমনই তুষারপাত উপভোগ করতেও পর্যটকরা ছোটেন সেখানে । এদিন তুষারপাত দেখে তাই উচ্ছ্বসিত হয়ে পড়েন পর্যটকেরা । হালকা বৃষ্টির সঙ্গে এদিন ব্যাপক তুষারপাত হয় লাচুং, লাচেনের কিছু অংশ ও ছাঙ্গু লেক এলাকায় । বরফে ঢেকে যায় রাস্তা এবং তার পাশে পার্ক করে রাখা গাড়িও । ঠান্ডার তীব্রতা বেড়ে যায় আরও কয়েকগুণ । কিন্তু সেসব উপেক্ষা করেই তুষারপাতের মজা লুটে নেন পর্যটকরা ।
অন্যদিকে, দার্জিলিংয়েও জাঁকিয়ে শীত পড়েছে । মঙ্গলবার রাতে তাপমাত্রা নেমে দাঁড়ায় 4 ডিগ্রিতে । তবে তাপমাত্রার আরও পতন হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে । সব ঠিক থাকলে বুধবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, সুখিয়াপোখরি, মানেভঞ্জন ও সান্দাকফুর মতো এলাকায় ।