পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতে এল ক্লাসিকো কতটা জনপ্রিয়? স্পেনের প্রধানমন্ত্রীকে শোনালেন মোদি - PEDRO SANCHEZ INDIA VISIT

ভারত-স্পেনের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে ফুটবলকে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি ৷ স্প্যানিশ কাউন্টার-পার্টকে শোনালের এদেশে স্প্য়ানিশ ফুটবলের জনপ্রিয়তার কথা ৷

PEDRO SANCHEZ INDIA VISIT
ভদোদরায় পেদ্রো স্যাঞ্চেজের সঙ্গে রোড শো মোদির (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 28, 2024, 4:43 PM IST

ভদোদরা, 28 অক্টোবর: স্পেনের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির আলোচনায় জায়গা করে নিল ফুটবল ৷ রবিবার রাতে তিনদিনের সফরে ভারতে পা রেখেছেন নরেন্দ্র মোদির স্প্য়ানিশ কাউন্টার-পার্ট পেদ্রো স্য়াঞ্চেজ ৷ সোমবার সকালে ভদোদরায় টাটা এয়ারক্র্যাফ্ট কমপ্লেক্সের উদ্বোধনে মোদির সঙ্গে হাজির ছিলেন স্পেনের প্রধানমন্ত্রী ৷ যেখানে টাটা ও এয়ারবাসের যৌথ উদ্যোগে তৈরি হবে সি-295 এয়ারক্র্যাফ্ট ৷ সেখানেই স্যাঞ্চেজকে ভারতে স্প্য়ানিশ ফুটবলের জনপ্রিয়তার কথা বলেন মোদি ৷

টাটা এয়ারক্র্যাফ্ট কমপ্লেক্সে নরেন্দ্র মোদি ভাষণে উঠে আসে সম্প্রতি লা-লিগায় অনুষ্ঠিত এল ক্লাসিকোয় বার্সেলোনার 4-0 ব্যবধানে জয়ের কথা ৷ প্রধানমন্ত্রী বলেন, "স্প্যানিশ ফুটবল ভারতেও সমান জনপ্রিয় ৷ গতকাল বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্য়াচ নিয়ে এদেশে জোর চর্চা হয়েছে ৷ বার্সেলোনার জয় নিয়ে এদেশের ফুটবল অনুরাগীরাও যথেষ্ট আলোচনা করেছে ৷ আমি আপনাকে এটাও বলছি স্পেনের মতই এখানে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে কাদা ছোড়াছুড়িও হয় ৷"

এরপর স্পেনে যোগার জনপ্রিয়তা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী বলেন, "খাবার, সিনেমা এবং ফুটবল নিয়ে মানুষে-মানুষে দৃঢ় সংযোগ দু'দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে ৷" উল্লেখ্য, ভারত এবং স্পেন যৌথ সিদ্ধান্ত নিয়েছে 2026 সালকে দু'দেশের সংস্কৃতি, পর্যটন এবং এআই বছর হিসেবে উদযাপন করার ৷ বিষয়টি নিয়ে উচ্ছ্বাস গোপন করেননি মোদি ৷

স্ত্রী বেগোনা গোমেজকে সঙ্গে নিয়ে রবিবার রাতে ভারত সফরে এসেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ ৷ এরইসঙ্গে 18 বছর পর ভারত সফরে এলেন কোনও স্প্য়ানিশ প্রধানমন্ত্রী ৷ বাণিজ্য, প্রযুক্তি এবং প্রতিরক্ষা বিষয়েই মূলত দু'দেশের সম্পর্ক দৃঢ় করতে স্য়াঞ্চেজের এই ভারত সফর ৷

ABOUT THE AUTHOR

...view details