ভদোদরা, 28 অক্টোবর: স্পেনের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির আলোচনায় জায়গা করে নিল ফুটবল ৷ রবিবার রাতে তিনদিনের সফরে ভারতে পা রেখেছেন নরেন্দ্র মোদির স্প্য়ানিশ কাউন্টার-পার্ট পেদ্রো স্য়াঞ্চেজ ৷ সোমবার সকালে ভদোদরায় টাটা এয়ারক্র্যাফ্ট কমপ্লেক্সের উদ্বোধনে মোদির সঙ্গে হাজির ছিলেন স্পেনের প্রধানমন্ত্রী ৷ যেখানে টাটা ও এয়ারবাসের যৌথ উদ্যোগে তৈরি হবে সি-295 এয়ারক্র্যাফ্ট ৷ সেখানেই স্যাঞ্চেজকে ভারতে স্প্য়ানিশ ফুটবলের জনপ্রিয়তার কথা বলেন মোদি ৷
টাটা এয়ারক্র্যাফ্ট কমপ্লেক্সে নরেন্দ্র মোদি ভাষণে উঠে আসে সম্প্রতি লা-লিগায় অনুষ্ঠিত এল ক্লাসিকোয় বার্সেলোনার 4-0 ব্যবধানে জয়ের কথা ৷ প্রধানমন্ত্রী বলেন, "স্প্যানিশ ফুটবল ভারতেও সমান জনপ্রিয় ৷ গতকাল বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্য়াচ নিয়ে এদেশে জোর চর্চা হয়েছে ৷ বার্সেলোনার জয় নিয়ে এদেশের ফুটবল অনুরাগীরাও যথেষ্ট আলোচনা করেছে ৷ আমি আপনাকে এটাও বলছি স্পেনের মতই এখানে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে কাদা ছোড়াছুড়িও হয় ৷"