ভাবনগর (গুজরাত), 3 জানুয়ারি: বর্ডার-গাভাসকর ট্রফির অন্তিম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রোহিত শর্মা ৷ তাহলে কি ভারত অধিনায়কের টেস্ট কেরিয়ারে ইতি এখানেই? বর্তমানে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় জল্পনা এটাই ৷ তবে রোহিতকে নিয়ে জল্পনার মাঝেই অবসর ঘোষণা করলেন আরেক ভারতীয় ক্রিকেটার ৷ সংক্ষিপ্ত ফর্ম্যাটের ক্রিকেটকে বিদায় জানালেন শেলডন জ্যাকসন ৷
বিজয় হাজারে ট্রফিতে সৌরাষ্ট্র স্কোয়াডেও ছিলেন তিনি ৷ 31 ডিসেম্বর পঞ্জাব ম্য়াচের ঠিক আগে টিম ম্যানেজমেন্টকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন শেলডন ৷ জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো'কে দেওয়া সাক্ষাৎকারে শেলডন জানান, বেশ কিছু সময় ধরেই অবসরের ভাবনা তাঁর মাথায় ঘুরছিল ৷ কিন্তু পঞ্জাব ম্যাচের আগে শেলডন ম্যানেজমেন্টকে তাঁর সিদ্ধান্ত জানিয়ে দেন ৷ তবে লাল বলের ক্রিকেট নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি বলে জানান শেলডন ৷
38 বছর বয়সি সৌরাষ্ট্র তারকা ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষাও করতেন নিয়মিত ৷ 86টি লিস্ট-এ ম্য়াচে 9টি শতরান সহযোগে 2,792 রান রয়েছে শেলডনের ঝুলিতে ৷ নিয়েছেন 42টি ক্যাচও ৷ পাশাপাশি 84টি টি-20 ম্য়াচে একটি শতরান-সহ শেলডনের নামের পাশে রয়েছে 1,812 রান ৷ 2022-23 মরশুমে সৌরাষ্ট্রর বিজয় হাজারে ট্রফি জয়ে অন্যতম ভূমিকা নিয়েছিলেন তিনি ৷
📢 End of an Era: Sheldon Jackson Retires from White-Ball Cricket
— Doordarshan Sports (@ddsportschannel) January 3, 2025
Saurashtra’s stalwart Sheldon Jackson has announced his retirement from white-ball cricket, bringing down the curtains on a remarkable career in the shorter formats.
🏏 List A Stats
Matches: 84
Runs: 2,792… pic.twitter.com/En5KDoNIY1
ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটেও অংশ নিয়েছেন শেলডন ৷ 2017, 2022 কোটিপতি লিগে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে ছিলেন তিনি ৷ সর্বমোট 9টি আইপিএল ম্যাচ খেললেও তাঁর পারফরম্যান্স যদিও আহামরি নয় ৷ স্কোয়াডে থাকলেও চলতি বছর সৌরাষ্ট্রের হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-20'তে কোনও ম্য়াচ খেলেননি তিনি ৷ গত দু'বছর আইপিএলে রেজিস্টার হলেও কোনও দলে ডাক পড়েনি তাঁর ৷ স্বাভাবিকভাবেই সাদা-বলের ক্রিকেটে শেষের ডাক শুনতে পেয়ে গিয়েছিলেন প্রাক্তন নাইট ক্রিকেটার ৷ তাই তরুণদের জায়গা ছেড়ে দিতেই তাঁর এই সিদ্ধান্ত বলে বিদায়বেলায় জানিয়েছেন সৌরাষ্ট্র স্টাম্পার-ব্যাটার ৷