পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নিরাশাই সঙ্গী তিরন্দাজিতে, 'নেমেসিস' কোরিয়ার কাছে থামল দীপিকার পদকের আশা - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

DEEPIKA KUMARI KNOCKED OUT: কোরিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে অলিম্পিক্সে অভিযান শেষ হল অভিজ্ঞ ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারীর ৷ সুহিয়ন নামের কাছে লড়ে 6-4 ব্যবধানে হারলেন দীপিকা ৷ সবমিলিয়ে অলিম্পিক্স তিরন্দাজিতে পদকের ভাঁড়ার শূন্যই রইল ভারতের ৷

DEEPIKA KUMARI KNOCKED OUT
কোয়ার্টারে বিদায় দীপিকার (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 3, 2024, 7:24 PM IST

প্যারিস, 3 অগস্ট:আশা জাগিয়ে লড়াই শেষ হল দীপিকা কুমারীর ৷ অলিম্পিক্স তিরন্দাজিতে পদকের খরা অব্য়াহত রইল ভারতের ৷ 1/8 এলিমিনেশন রাউন্ড থেকে ভজন কৌর ছিটকে যাওয়ার পর তিরন্দাজিতে পদকের আশা টিকে ছিল দীপিকার উপরেই ৷ কিন্তু 'নেমেসিস' কোরিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে হেরেই অভিযান শেষ হল অভিজ্ঞ ভারতীয় তিরন্দাজের ৷ সুহিয়ন নামের কাছে লড়ে 6-4 ব্যবধানে হারলেন দীপিকা ৷

কোয়ার্টার ফাইনালে এদিন ভারতীয় তিরন্দাজের শুরুটা দুর্দান্ত হয়েছিল ৷ কোরিয়ানের বিরুদ্ধে 28-26 ব্যবধানে প্রথম সেট ছিনিয়ে নেন তিনি ৷ দ্বিতীয় সেটে যদিও লড়াইয়ে ফেরেন সুহিয়ন ৷ 28-25 ব্যবধানে দীপিকাকে হারিয়ে সমতা ফিরিয়ে আনেন তিনি ৷ তবে তৃতীয় সেটে ফের লিড নিয়ে নেন ভারতীয় তিরন্দাজ ৷ 29-28 পয়েন্টে জিতে 4-2 ব্যবধানে এগিয়ে যান দীপিকা ৷ কিন্তু দ্বিতীয়বার এগিয়ে গিয়েও ফের ছন্দপতন ৷

লাগাতার দু'টি সেট খুইয়ে পদকের দৌড় থেকে ছিটকে যান বিশ্বকাপে চারবারের সোনাজয়ী ৷ চতুর্থ এবং পঞ্চম সেটে দীপিকার বিপক্ষে ম্যাচের ফল 27-29 ৷ এর মধ্যে চতুর্থ সেটে জোড়া 10 মারলেও একটি 7 ছুড়ে ম্যাচ হাতছাড়া করেন 'সুপার মম' ভারতীয় আর্চার ৷ সেইসঙ্গে খালি হাতেই তিরন্দাজিতে শেষ হয় ভারতের পদক অভিযান ৷ এর আগে এদিনই জার্মানির প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে শেষ আটে পৌঁছেছিলেন দীপিকা ৷

মহিলাদের ব্যক্তিগত তিরন্দাজিতে সোনা এবং রুপো গেল কোরিয়ার ঝুলিতে ৷ ফাইনালে দীপিকাকে হারানো সুহিয়ন নামকে 7-3 ব্যবধানে পরাজিত করে সোনা জিতে নেন সিহিয়ন লিম ৷ অন্যদিকে ব্রোঞ্জ পদকের ম্য়াচে কোরিয়ারই হুনিয়ং জিয়নকে হারিয়ে পোডিয়াম ফিনিশ করেন ফ্রান্সের বার্বেলিন লিসা ৷

ABOUT THE AUTHOR

...view details