ETV Bharat / sports

অজি মিডিয়াকে সাক্ষাৎকারে 'না', মেলবোর্নে এবার বিতর্কে জাদেজা - BORDER GAVASKAR TROPHY

কোহলির পর এবার বিতর্কে জাদেজা ৷ মেলবোর্নে শনিবার অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের সামনে বিতর্কে জড়ালেন ভারতীয় ক্রিকেটার ৷ কিন্তু কেন ?

RAVINDRA JADEJA
রবীন্দ্র জাদেজা (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : 12 hours ago

মেলবোর্ন, 21 ডিসেম্বর: বক্সিং-ডে টেস্টের আগে মেলবোর্নের হাওয়া গরম হয়ে উঠছে ক্রমশ ৷ দিনদু'য়েক আগে না-জানিয়ে সন্তানদের ছবি তোলায় অজি মিডিয়ায় উপর ক্ষুব্ধ হয়েছিলেন বিরাট কোহলি ৷ মেলবোর্ন বিমানবন্দর চত্বরেই উগরে দিয়েছিলেন ক্ষোভ ৷ এবার অজি মিডিয়ার সামনে বিতর্কে জড়ালেন রবীন্দ্র জাদেজা ৷ শনিবার এমসিজি'তে উপস্থিত অজি সংবাদমাধ্যমকে ইংরেজিতে সাক্ষাৎকার দিতে অস্বীকার করেন বাঁ- হাতি অলরাউন্ডার ৷ যা ঘিরে মাথাচাড়া দিয়েছে বিতর্ক ৷

শনিবার অনুশীলনের শেষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল রবীন্দ্র জাদেজার ৷ সেইমত ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সঙ্গে হাজির ছিল অজি সংবাদমাধ্যমও ৷ কিন্তু 9 নিউজ মেলবোর্নের রিপোর্ট অনুযায়ী এমসিজি'তে হাজির ভারতীয় সংবাদমাধ্যমকে হিন্দিতে সাক্ষাৎকার দিলেও অজি মিডিয়াকে নিরাশ করেন তারকা অলরাউন্ডার ৷ অজি মিডিয়ার অনুরোধ সত্ত্বেও সেখানে ইংরেজি সাক্ষাৎকার দিতে অস্বীকার করে মাঠ ছাড়েন জাদেজা ৷

জাদেজার আচরণে যারপরনাই হতাশা প্রকাশ করেন সেখানে উপস্থিত অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম ৷ এরপর ভারতীয় দলের ম্যানেজার অজি সংবাদমাধ্যমের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয় ৷ টিম বাস ছেড়ে যাচ্ছে তাই জাদেজার পক্ষে আর কোনও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় বলে ভারতীয় দলের ম্যানেজারের তরফে জানানো হয় ৷ গোটা ঘটনাটি ক্য়ামেরাবন্দি হয় স্থানীয় সংবাদমাধ্যমে ৷ সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো ৷

গত বৃহস্পতিবার ব্রিসবেন ছেড়ে মেলবোর্ন এসে পৌঁছয় ভারতীয় দল ৷ ওইদিন বিমানবন্দরে এক অজি মহিলা সাংবাদিকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন বিরাট কোহলি ৷ ভারতীয় ক্রিকেটারের অভিযোগ, তাঁর অনুমতি না-নিয়েই সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাঁর সন্তানদের ছবি ক্য়ামেরাবন্দি করেছে ৷ ঘটনার প্রতিবাদ করে কোহলি বলেন, "সন্তানদের বিষয়ে আমি সবসময় প্রাইভেসি রাখতে পছন্দ করি ৷ তাই আমাকে না-জানিয়ে তাঁদের ভিডিয়ো আপনি তুলতে পারেন না ৷" সবমিলিয়ে মাঠের বাইরের ঘটনায় বক্সিং-ডে টেস্টের প্রাক্কালে গনগনে আঁচ অনুভূত হচ্ছে মেলবোর্নে ৷ তিন টেস্টের পর পাঁচম্য়াচের সিরিজের ফলাফল আপাতত 1-1 ৷

আরও পড়ুন:

মেলবোর্ন, 21 ডিসেম্বর: বক্সিং-ডে টেস্টের আগে মেলবোর্নের হাওয়া গরম হয়ে উঠছে ক্রমশ ৷ দিনদু'য়েক আগে না-জানিয়ে সন্তানদের ছবি তোলায় অজি মিডিয়ায় উপর ক্ষুব্ধ হয়েছিলেন বিরাট কোহলি ৷ মেলবোর্ন বিমানবন্দর চত্বরেই উগরে দিয়েছিলেন ক্ষোভ ৷ এবার অজি মিডিয়ার সামনে বিতর্কে জড়ালেন রবীন্দ্র জাদেজা ৷ শনিবার এমসিজি'তে উপস্থিত অজি সংবাদমাধ্যমকে ইংরেজিতে সাক্ষাৎকার দিতে অস্বীকার করেন বাঁ- হাতি অলরাউন্ডার ৷ যা ঘিরে মাথাচাড়া দিয়েছে বিতর্ক ৷

শনিবার অনুশীলনের শেষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল রবীন্দ্র জাদেজার ৷ সেইমত ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সঙ্গে হাজির ছিল অজি সংবাদমাধ্যমও ৷ কিন্তু 9 নিউজ মেলবোর্নের রিপোর্ট অনুযায়ী এমসিজি'তে হাজির ভারতীয় সংবাদমাধ্যমকে হিন্দিতে সাক্ষাৎকার দিলেও অজি মিডিয়াকে নিরাশ করেন তারকা অলরাউন্ডার ৷ অজি মিডিয়ার অনুরোধ সত্ত্বেও সেখানে ইংরেজি সাক্ষাৎকার দিতে অস্বীকার করে মাঠ ছাড়েন জাদেজা ৷

জাদেজার আচরণে যারপরনাই হতাশা প্রকাশ করেন সেখানে উপস্থিত অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম ৷ এরপর ভারতীয় দলের ম্যানেজার অজি সংবাদমাধ্যমের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয় ৷ টিম বাস ছেড়ে যাচ্ছে তাই জাদেজার পক্ষে আর কোনও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় বলে ভারতীয় দলের ম্যানেজারের তরফে জানানো হয় ৷ গোটা ঘটনাটি ক্য়ামেরাবন্দি হয় স্থানীয় সংবাদমাধ্যমে ৷ সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো ৷

গত বৃহস্পতিবার ব্রিসবেন ছেড়ে মেলবোর্ন এসে পৌঁছয় ভারতীয় দল ৷ ওইদিন বিমানবন্দরে এক অজি মহিলা সাংবাদিকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন বিরাট কোহলি ৷ ভারতীয় ক্রিকেটারের অভিযোগ, তাঁর অনুমতি না-নিয়েই সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাঁর সন্তানদের ছবি ক্য়ামেরাবন্দি করেছে ৷ ঘটনার প্রতিবাদ করে কোহলি বলেন, "সন্তানদের বিষয়ে আমি সবসময় প্রাইভেসি রাখতে পছন্দ করি ৷ তাই আমাকে না-জানিয়ে তাঁদের ভিডিয়ো আপনি তুলতে পারেন না ৷" সবমিলিয়ে মাঠের বাইরের ঘটনায় বক্সিং-ডে টেস্টের প্রাক্কালে গনগনে আঁচ অনুভূত হচ্ছে মেলবোর্নে ৷ তিন টেস্টের পর পাঁচম্য়াচের সিরিজের ফলাফল আপাতত 1-1 ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.