ETV Bharat / sports

আর্থিক কারচুপির অভিযোগ, বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা - UTHAPPA FACES ARREST WARRANT

সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা না-দেওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি বিশ্বকাপ ও আইপিএল জয়ী ক্রিকেটারের বিরুদ্ধে ৷ বেঁধে দেওয়া হল সময় ৷

ROBIN UTHAPPA
রবিন উথাপ্পা (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

বেঙ্গালুরু, 21 ডিসেম্বর: সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে রাখার গুরুতর অভিযোগ ৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা ৷ 2007 টি-20 বিশ্বজয়ী ক্রিকেটারের বিরুদ্ধে সংস্থার কর্মীদের প্রায় 23 লক্ষ বকেয়া টাকা আটকে রাখার অভিযোগ ৷ বেঙ্গালুরুর কেআর পুরম শাখার আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার শদক্ষরা গোপালা রেড্ডি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ৷

বেঙ্গালুরুতে একটি নামী লাইফস্টাইল ব্র্যান্ডের মালিক রবিন উথাপ্পা ৷ তাঁর সেই সংস্থারই কর্মীরা দীর্ঘদিন ধরে পিএফের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ ৷ আর সে কারণেই উথাপ্পার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা ৷ তবে এক্ষেত্রে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সের মত একাধিক আইপিএল ফ্র্য়াঞ্চাইজির হয়ে খেলা ক্রিকেটারকে সময় বেঁধে দেওয়া হয়েছে ৷ বকেয়া 23,36,602 টাকা উথাপ্পাকে আগামী 27 ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দিতে হবে ৷ নচেৎ গ্রেফতার করা হবে ডানহাতি এই ব্যাটারকে ৷

1961 আয়কর আইন, 1962 আয়কর আইন এবং 1952 বিবিধ বিধান আইনের একাধিক ধারায় উথাপ্পাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ সময়ের মধ্যে সংস্থার কর্মীরা বকেয়া না-পেলে ক্রিকেটারকে গ্রেফতারের কথা আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনারের জারি করা বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে ৷ তবে এক্ষেত্রে একটি সমস্য়ায় পড়তে হয়েছে পুলিশকে ৷ সংবাদসংস্থা পিটিআই'য়ের রিপোর্ট অনুযায়ী আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনারের তরফে করা গ্রেফতারির পরোয়ানায় উল্লিখিত ঠিকানায় এখন আর থাকেন না উথাপ্পা ৷

পুলিশ কমিশনারের তরফে জানানো হয়েছে অ্যারেস্ট ওয়ারেন্টে উল্লিখিত ঠিকানায় গিয়ে তাঁরা যাচাই করে এসেছেন ৷ কিন্তু সেই ঠিকানায় অভিযুক্ত এখন আর থাকেন না ৷ এক বছর আগেই ওই ঠিকানা উথাপ্পা ছেড়েছেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ এমনকী এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানানো হয়েছে পুলিশের তরফে ৷

20 বছরের কেরিয়ারে ভারতের হয়ে 59টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন উথাপ্পা ৷ এর মধ্যে 2007 টি-20 বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি ৷ কর্ণাটক, সৌরাষ্ট্র এবং কেরালার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই ক্রিকেটার 2014 কেকেআরের আইপিএল জয়ী দলেও ছিলেন ৷ এছাড়া মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংসের মত একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি ৷

আরও পড়ুন:

বেঙ্গালুরু, 21 ডিসেম্বর: সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে রাখার গুরুতর অভিযোগ ৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা ৷ 2007 টি-20 বিশ্বজয়ী ক্রিকেটারের বিরুদ্ধে সংস্থার কর্মীদের প্রায় 23 লক্ষ বকেয়া টাকা আটকে রাখার অভিযোগ ৷ বেঙ্গালুরুর কেআর পুরম শাখার আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনার শদক্ষরা গোপালা রেড্ডি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ৷

বেঙ্গালুরুতে একটি নামী লাইফস্টাইল ব্র্যান্ডের মালিক রবিন উথাপ্পা ৷ তাঁর সেই সংস্থারই কর্মীরা দীর্ঘদিন ধরে পিএফের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ ৷ আর সে কারণেই উথাপ্পার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা ৷ তবে এক্ষেত্রে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সের মত একাধিক আইপিএল ফ্র্য়াঞ্চাইজির হয়ে খেলা ক্রিকেটারকে সময় বেঁধে দেওয়া হয়েছে ৷ বকেয়া 23,36,602 টাকা উথাপ্পাকে আগামী 27 ডিসেম্বরের মধ্যে মিটিয়ে দিতে হবে ৷ নচেৎ গ্রেফতার করা হবে ডানহাতি এই ব্যাটারকে ৷

1961 আয়কর আইন, 1962 আয়কর আইন এবং 1952 বিবিধ বিধান আইনের একাধিক ধারায় উথাপ্পাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ৷ সময়ের মধ্যে সংস্থার কর্মীরা বকেয়া না-পেলে ক্রিকেটারকে গ্রেফতারের কথা আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনারের জারি করা বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে ৷ তবে এক্ষেত্রে একটি সমস্য়ায় পড়তে হয়েছে পুলিশকে ৷ সংবাদসংস্থা পিটিআই'য়ের রিপোর্ট অনুযায়ী আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কমিশনারের তরফে করা গ্রেফতারির পরোয়ানায় উল্লিখিত ঠিকানায় এখন আর থাকেন না উথাপ্পা ৷

পুলিশ কমিশনারের তরফে জানানো হয়েছে অ্যারেস্ট ওয়ারেন্টে উল্লিখিত ঠিকানায় গিয়ে তাঁরা যাচাই করে এসেছেন ৷ কিন্তু সেই ঠিকানায় অভিযুক্ত এখন আর থাকেন না ৷ এক বছর আগেই ওই ঠিকানা উথাপ্পা ছেড়েছেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ এমনকী এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানানো হয়েছে পুলিশের তরফে ৷

20 বছরের কেরিয়ারে ভারতের হয়ে 59টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন উথাপ্পা ৷ এর মধ্যে 2007 টি-20 বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি ৷ কর্ণাটক, সৌরাষ্ট্র এবং কেরালার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই ক্রিকেটার 2014 কেকেআরের আইপিএল জয়ী দলেও ছিলেন ৷ এছাড়া মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, চেন্নাই সুপার কিংসের মত একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.