ETV Bharat / sports

ম্য়ান সিটির কথা বলে তাতাচ্ছেন চের্নিশভ, জয়ে ফিরতে মরিয়া সাদা-কালো - ISL 2024 25

রবিবার কোচিতে কেরালা ব্লাস্টার্সের সামনে মহামেডান ৷ জয়ে ফিরতে মরিয়া দলকে আর্লিং হ্য়ালান্ডদের কথা শোনাচ্ছেন কোচ ৷

KBFC VS MSC
অনুশীলনে মহামেডান ফুটবলাররা (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 21, 2024, 8:27 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর: সাড়া জাগিয়ে শুরু ৷ কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গে আইএসএলে যেন কাগুজে বাঘ আইলিগ চ্য়াম্পিয়ন মহামেডান স্পোর্টিং ৷ শেষ আট ম্য়াচের সাতটিতে হার, ড্র একটি ম্য়াচ ৷ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সাদা-কালো শিবির রবিবাসরীয় অ্যাওয়ে ম্য়াচে মুখোমুখি কেরালা ব্লাস্টার্সের ৷ জয়ের সরণিতে ফিরতে কেরালা ম্যাচের আগে ছেলেদের ম্য়াঞ্চেস্টার সিটির সাম্প্রতিক ফর্মের কথা বলে উদ্বুদ্ধ করছেন সাদা-কালো হেডস্যর আন্দ্রে চের্নিশভ ৷

চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়র লিগ মিলিয়ে শেষ কয়েক ম্য়াচে টানা হারের মুখ দেখেছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা ৷ তাই প্রিমিয়র লিগ জায়ান্টদের কথা বলে ছেলেদের আত্মবিশ্বাস ফেরানোর মরিয়া প্রয়াস মহামেডানের রুশ কোচের ৷ দলের যা অবস্থা তাতে চের্নিশভের আসন টলমল ৷ মেহরাজউদ্দিনকে সহকারির চেয়ারে বসিয়ে বার্তাও দিয়ে দেওয়া হয়েছে ৷ এমতাবস্থায় চের্নিশভের পেপটক কাজে আসে কি না, তা জানা যাবে আগামিকালই ৷

কোচি উড়ে যাওয়ার আগে চোটও গ্রাস করেছে করেছে মহামেডান শিবিরকে ৷ বিদেশি ডিফেন্ডার জোসেফ আদজেইকে এই মরশুমে আর পাওয়া যাবে না। গৌরব বোরাও কবে ফিরবেন, স্পষ্ট নয়। মহম্মদ ইরশাদ নেই কার্ড সমস্যায়। তারমধ্যে চোটের শঙ্কা সিজার মাঞ্জোকিকে নিয়ে। শুক্রবার বিকেলে অনুশীলের মাঝে হঠাই গোড়ালিতে চোট লাগে এই আফ্রিকান ফরোয়ার্ডের। এরপর সাইডলাইনে বসে চোটের জায়গায় বরফ দিতে দেখা যায় তাঁকে। পরে অবশ্য তিনি জানিয়েছেন যে, খেলার জন্য তৈরি।

কোচিতে উড়ে যাওয়ার আগে সাদা-কালো কোচ বলেন, "ফুটবলে এমন পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। শুধু যে আমরাই এমন পারফর্ম করছি এমন নয়। যেমন ম্যাঞ্চেস্টার সিটি। জিততেই পারছে না। শেষ দশ ম্যাচে একটা জয় পেয়েছে। ফুটবলে সব ম্যাচ জেতা যায় না। কিছু ম্যাচে ভালো খেলেও হারতে হয় ৷" চের্নিশভ আরও বলেন, "আমাদের ফলাফল নিয়ে না-ভেবে পরিশ্রম করতে হবে। ফুটবলারদের বোঝাতে হবে একমাত্র পরিশ্রমই পারে পরিস্থিতির পরিবর্তন করতে। আমি ফুটবলারদের সঙ্গে কথা বলেছি। ওরা পেশাদার। নিশ্চিতভাবেই ওরা ঘুরে দাঁড়াবে।"

ফুটবলারদের পেশাদারিত্বের কথা কোচ বলছেন বটে ৷ তবে ফুটবলারদের বেতন আটকে থাকা নিয়ে যে জল্পনা শোনা যাচ্ছে, তা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। আইএসএলে প্রথম সাক্ষাতে ঘরের মাঠে কেরালার কাছে হেরেছে মহামেডান। এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেননি চের্নিশভের ছেলেরা। রবিতে ফলাফল নিজেদের নামে করে জয়ার সরণিতে হাঁটবে দল ? উত্তরের অপেক্ষায় আপামর সাদা-কালো জনতা ৷

আরও পড়ুন:

কলকাতা, 21 ডিসেম্বর: সাড়া জাগিয়ে শুরু ৷ কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গে আইএসএলে যেন কাগুজে বাঘ আইলিগ চ্য়াম্পিয়ন মহামেডান স্পোর্টিং ৷ শেষ আট ম্য়াচের সাতটিতে হার, ড্র একটি ম্য়াচ ৷ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সাদা-কালো শিবির রবিবাসরীয় অ্যাওয়ে ম্য়াচে মুখোমুখি কেরালা ব্লাস্টার্সের ৷ জয়ের সরণিতে ফিরতে কেরালা ম্যাচের আগে ছেলেদের ম্য়াঞ্চেস্টার সিটির সাম্প্রতিক ফর্মের কথা বলে উদ্বুদ্ধ করছেন সাদা-কালো হেডস্যর আন্দ্রে চের্নিশভ ৷

চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়র লিগ মিলিয়ে শেষ কয়েক ম্য়াচে টানা হারের মুখ দেখেছে পেপ গুয়ার্দিওলার ছেলেরা ৷ তাই প্রিমিয়র লিগ জায়ান্টদের কথা বলে ছেলেদের আত্মবিশ্বাস ফেরানোর মরিয়া প্রয়াস মহামেডানের রুশ কোচের ৷ দলের যা অবস্থা তাতে চের্নিশভের আসন টলমল ৷ মেহরাজউদ্দিনকে সহকারির চেয়ারে বসিয়ে বার্তাও দিয়ে দেওয়া হয়েছে ৷ এমতাবস্থায় চের্নিশভের পেপটক কাজে আসে কি না, তা জানা যাবে আগামিকালই ৷

কোচি উড়ে যাওয়ার আগে চোটও গ্রাস করেছে করেছে মহামেডান শিবিরকে ৷ বিদেশি ডিফেন্ডার জোসেফ আদজেইকে এই মরশুমে আর পাওয়া যাবে না। গৌরব বোরাও কবে ফিরবেন, স্পষ্ট নয়। মহম্মদ ইরশাদ নেই কার্ড সমস্যায়। তারমধ্যে চোটের শঙ্কা সিজার মাঞ্জোকিকে নিয়ে। শুক্রবার বিকেলে অনুশীলের মাঝে হঠাই গোড়ালিতে চোট লাগে এই আফ্রিকান ফরোয়ার্ডের। এরপর সাইডলাইনে বসে চোটের জায়গায় বরফ দিতে দেখা যায় তাঁকে। পরে অবশ্য তিনি জানিয়েছেন যে, খেলার জন্য তৈরি।

কোচিতে উড়ে যাওয়ার আগে সাদা-কালো কোচ বলেন, "ফুটবলে এমন পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। শুধু যে আমরাই এমন পারফর্ম করছি এমন নয়। যেমন ম্যাঞ্চেস্টার সিটি। জিততেই পারছে না। শেষ দশ ম্যাচে একটা জয় পেয়েছে। ফুটবলে সব ম্যাচ জেতা যায় না। কিছু ম্যাচে ভালো খেলেও হারতে হয় ৷" চের্নিশভ আরও বলেন, "আমাদের ফলাফল নিয়ে না-ভেবে পরিশ্রম করতে হবে। ফুটবলারদের বোঝাতে হবে একমাত্র পরিশ্রমই পারে পরিস্থিতির পরিবর্তন করতে। আমি ফুটবলারদের সঙ্গে কথা বলেছি। ওরা পেশাদার। নিশ্চিতভাবেই ওরা ঘুরে দাঁড়াবে।"

ফুটবলারদের পেশাদারিত্বের কথা কোচ বলছেন বটে ৷ তবে ফুটবলারদের বেতন আটকে থাকা নিয়ে যে জল্পনা শোনা যাচ্ছে, তা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। আইএসএলে প্রথম সাক্ষাতে ঘরের মাঠে কেরালার কাছে হেরেছে মহামেডান। এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেননি চের্নিশভের ছেলেরা। রবিতে ফলাফল নিজেদের নামে করে জয়ার সরণিতে হাঁটবে দল ? উত্তরের অপেক্ষায় আপামর সাদা-কালো জনতা ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.