পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পিচের মাঝে সতীর্থের সঙ্গে ধাক্কা, 12 বছর পর রান-আউট উইলিয়ামসন - কেন উইলিয়ামসন

New Zealand vs Australia 1st Test: বেসিন রিজার্ভে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলা প্রথম টেস্টে ভালো শুরু করেও, দ্বিতীয় দিনের শেষে পিছিয়ে পড়ল নিউজিল্যান্ড ৷ যেখানে জঘন্য রান-আউটের শিকার প্রাক্তন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ দ্বিতীয় ইনিংসে 217 রানে এগিয়ে অস্ট্রেলিয়া ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 1:05 PM IST

ওয়েলিংটন, 1 মার্চ: 2012 সাল থেকে টেস্ট ক্রিকেটে একবারের জন্যও রান আউট হননি কেন উইলিয়ামসন ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সেই রেকর্ড ভেঙে গেল ৷ তাও সতীর্থ উইল ইয়ং এর সঙ্গে সংঘর্ষের জেরে রান-আউট হতে হল উইলিয়ামসনকে ৷ দিনের শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে 217 রানে এগিয়ে রয়েছে ৷ অজিরা দ্বিতীয় ইনিংসে 2 উইকেট হারিয়ে 13 রান তুলেছে ৷

ওয়েলিংটন টেস্টের প্রথমদিনটা নিউজিল্যান্ডের নামেই ছিল ৷ কিন্তু, প্রথমদিনে 103 রানে অপরাজিত থাকা ক্যামরন গ্রিন শেষ উইকেটে জস হেজলউডের সঙ্গে 116 রানের চতুর্থ সর্বোচ্চ পার্টনারশিপ করে অস্ট্রেলিয়াকে 383 রানে পৌঁছে দেন ৷ গ্রিন 174 রানে অপরাজিত থাকেন ৷ জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই টন ল্যাথামের উইকেট তুলে নেন প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ খেলা মিচেল স্টার্ক ৷ এরপর ক্রিজে আসেন কেন উইলিয়ামসন ৷

কিন্তু, তিনি দু’বলের বেশি টিকতে পারেননি ৷ স্টার্কের ফুল লেন্থ বল মিড-অফে ঠেলে সিঙ্গলের জন্য দৌড়ান ৷ কিন্তু, নন-স্ট্রাইকারে থাকা ইয়ং উইলিয়ামসনের কলে সাড়া না দিয়ে, বল দেখতে থাকেন ৷ এর ফলে মাঝপিচে দু’জনের মধ্যে ধাক্কা লাগে ৷ যার জেরে নন-স্ট্রাইকার এন্ডে মারনাস লাবুশানের থ্রো উইকেট ভেঙে দেয় এবং উইলিয়ামসনকে রান-আউট হতে হয় ৷ যে ঘটনার পর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে মাঠ ছাড়েন প্রাক্তন কিউয়ি অধিনায়ক ৷

উইলিয়ামসন ফিরতেই নিউজিল্যান্ডের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে ৷ 12 রানের স্কোরে প্রথম তিন উইকেট হারায় কিউয়িরা ৷ আর 29 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড ৷ সেখান থেকে টন ব্লান্ডেল (33) এবং গ্লেন ফিলিপস (71) কিছুটা প্রতিরোধ তৈরি করেন ৷ কিন্তু, 179 রানের বেশি প্রথম উইকেটে তুলতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড ৷ প্রথম ইনিংসে 204 রানে এগিয়ে থাকে অস্ট্রেলিয়া ৷ অজিদের হয়ে 4 উইকেট নেন অফস্পিনার নাথন লায়েন, 2 উইকেট হেজলউড ও 1টি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং মিচেল মার্শ ৷

আরও পড়ুন:

  1. ময়দানে গড়াপেটা, রিপোর্ট চেয়ে বুধে বৈঠক সিএবি'র
  2. বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ শ্রেয়স-ঈশান, এলিট ক্যাটেগরিতে নাম জুড়ল জাদেজার
  3. 'রাজনীতির শিকার', বোমা ফাটিয়ে হনুমা জানালেন অন্ধ্রের হয়ে আর খেলবেন না

ABOUT THE AUTHOR

...view details