পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পঞ্জাব 'বধে' শীর্ষস্থান মজবুত বাগানের, একনজরে আইএসএলের পয়েন্ট টেবিল - ISL 2024 25

পঞ্জাবকে হারিয়ে লিগের শীর্ষস্থান মজবুত করল বাগান ৷ কত নম্বরে কলকাতার বাকি দুই প্রধান ৷ একনজরে দেখে নিন পয়েন্ট তালিকা ৷

ALBERTO RODRIGUEZ
গোলের উচ্ছ্বাস রড্রিগেজের (mohun bagan sg media)

By ETV Bharat Sports Team

Published : Dec 27, 2024, 1:57 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর: এফসি গোয়ার বিরুদ্ধে হারের হতাশা সরিয়ে ফের জয়ের আলো মোহনবাগান সুপার জায়ান্টে ৷ বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে পঞ্জাব এফসি'কে হারিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান মজবুত করল হোসে মোলিনাব্রিগেড ৷ প্রথমার্ধে পিছিয়ে থেকেও 3-1 গোলে জিতল কলকাতা জায়ান্টরা ৷ জোড়া গোলে বাগানের জয়ের নায়ক আলবার্তো রড্রিগেজ ৷ জয়ের ফলে 13 ম্য়াচে সবুজ-মেরুনের সংগ্রহে 29 পয়েন্ট ৷ এক ম্য়াচ কম খেলা বেঙ্গালুরু এফসি'র থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে তাঁরা ৷

একক দক্ষতায় রিকি স্য়াবংয়ের দুর্ধর্ষ গোলে বৃহস্পতিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এগিয়ে যায় পঞ্জাব ৷ গোলদুর্গ অক্ষুণ্ণ রেখে বিরতিতে লিড ধরে রাখেন লুকা মাচেনরা ৷ কিন্তু বিরতি থেকে ফিরে এসেই সমতা ফেরায় বাগান ৷ জেসন কামিংসের ভাসানো কর্নারে মাথা ছুঁইয়ে 1-1 করেন রড্রিগেজ ৷ নিজেকে ক্রমশ গোলস্কোরিং ডিফেন্ডারে পরিণত করছেন এই স্প্যানিয়ার্ড ৷ এরপর পঞ্জাবের পুলগা ভিদাল লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় অ্যাডভান্টেজ পেয়ে যায় 'মেরিনার্স' ৷ অবশ্য ভিদালের লাল কার্ড দেখা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে ৷

বাকি সময়টা সেই অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে বাগান ৷ 64 মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন জেমি ম্যাকলারেন। অজি বিশ্বকাপার পঞ্চম গোলটি করে ফেললেও তাঁকে অবশ্য কৃতিত্ব দেওয়া যায় না এই গোলের ক্ষেত্রে। ম্যাচের কোনও সময়েই বিশেষ ছাপ ফেলতে পারেননি তিনি। এক্ষেত্রে খানিকটা প্লে-অ্যাক্টিং করে স্পটকিক আদায় করেন অনিরুদ্ধ থাপা। তা থেকে গোল ম্যাকলারেনের । বাগান ঘুরে দাঁড়াতেই ম্যাচের ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল। তবে এরপর লিস্টন কোলাসোর সেন্টারে মাথা ছুঁইয়ে জয়ের ব্যবধান বাড়ান রড্রিগেজ। ম্যাচের সেরাও তিনি।

একনজরে পয়েন্ট তালিকা:

  1. মোহনবাগান সুপার জায়ান্ট- 13 ম্য়াচে 29 পয়েন্ট
  2. বেঙ্গালুরু এফসি- 12 ম্য়াচে 24 পয়েন্ট
  3. এফসি গোয়া- 12 ম্য়াচে 22 পয়েন্ট
  4. মুম্বই সিটি এফসি- 12 ম্য়াচে 20 পয়েন্ট
  5. ওড়িশা এফসি- 12 ম্য়াচে 19 পয়েন্ট
  6. নর্থ-ইস্ট ইউনাইটেড- 12 ম্য়াচে 18 পয়েন্ট
  7. পঞ্জাব এফসি- 12 ম্য়াচে 18 পয়েন্ট
  8. জামশেদপুর এফসি- 11 ম্য়াচে 18 পয়েন্ট
  9. চেন্নাইয়িন এফসি- 13 ম্য়াচে 15 পয়েন্ট
  10. কেরালা ব্লাস্টার্স এফসি- 13 ম্য়াচে 14 পয়েন্ট
  11. ইস্টবেঙ্গল- 12 ম্য়াচে 13 পয়েন্ট
  12. হায়দরাবাদ এফসি- 12 ম্য়াচে 7 পয়েন্ট
  13. মহামেডান স্পোর্টিং- 12 ম্য়াচে 5 পয়েন্ট

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details