মুম্বই, 28 ডিসেম্বর: মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনা ৷ পথচলতি মানুষকে পিষে দিল দ্রুতগামী টেম্পো ৷ ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার ৷ 10 ডিসেম্বর রাতে কুরলা স্টেশনের কাছে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের ৷ আহত 49 ৷ চার জনের অবস্থা আশঙ্কাজনক ৷ দিনকয়েক পরেই ফের একই ধরনের দুর্ঘটনা বাণিজ্যনগরীতে ৷
শুক্রবার সন্ধ্যায় কুরলার কাছেই ঘাটকোপারে ঘটে গিয়েছে আরেকটি দুর্ঘটনা । ঘাটকোপার পশ্চিমের চেরাগনগর বাজারে একটি দ্রুতগামী টেম্পো ছ- সাতজনকে পিষে দেয় । এই দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে । মৃত মহিলার নাম প্রীতি প্যাটেল ৷ বছর পঁয়ত্রিশের প্রীতি ঘাটকোপার পশ্চিমেরই বাসিন্দা ৷ প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, টেম্পো চালক স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । তারপরেই পথচারীদের পিষে দেয় ওই টেম্পো ।
টেম্পো চালকের নাম উত্তম বাবন খরাত । এই দুর্ঘটনার পর বছর পঁচিশের উত্তম খরাতকে পুলিশ হেফাজতে নিয়েছে । কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা । ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রেশমা শেখ (23), মারুফা শেখ (27), তোফা উজহার শেখ (38), মহরম আলি আব্দুল রহিম শেখ (28) । আহতদের নিকটবর্তী রাজাওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ঘাটকোপারের চেরাগনগরে সবজির বাজার ও মাছের বাজার রয়েছে । সবসময় মানুষের ভিড় লেগেই থাকে। স্থানীয়রা বলছেন, গাড়ি চালানোর সময় সাবধানে চালাতে হয় । তবে এক্ষেত্রে চালক মদ্যপ থাকাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ । চালক দ্রুতগতিতে টেম্পোটি বাজারে ঢুকে যায় ৷ কয়েকটি স্টলও ক্ষতিগ্রস্থ হয়েছে । তারপরেই টেম্পোটি পথচারীদের চাপা দেয় ।