কলকাতা, 23 সেপ্টেম্বর: কোনওরকমে মানরক্ষা। ঘরের মাঠে এতদিন জয় না-পাওয়া মোহনবাগান সুপার জায়ান্টকে বাঁচাল জেসন কামিন্সের গোল। প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র সঙ্গে ড্র করার পর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ে ফিরল সবুজ মেরুন। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের মঞ্চে ডুরান্ড চ্যাম্পিয়ন বনাম রানার্সের ম্যাচের ফলাফল 3-2 ।
দু'বার পিছিয়ে পড়েও ড্র করার মধ্যে মোহনবাগান সুপারজায়ান্ট কোচ সান্ত্বনা খুঁজতে পারেন। নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে গোল বেমামের এবং আলাদিনের। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে গোল করেন দীপেন্দু বিশ্বাস, শুভাশিস বসু এবং জেসন কামিন্স।
যুবভারতীতে বাগান সমর্থকদের উচ্ছ্বাস (নিজস্ব চিত্র) চলতি বছরের ডুরান্ড কাপ ফাইনালের পর থেকেই মোহনবাগান সুপারজায়ান্ট বনাম নর্থ ইস্ট ইউনাটেডের দ্বৈরথ নতুন মাত্রা পেতে শুরু করেছে। সেই দ্বৈরথে মানরক্ষা হোসে মোলিনার মানরক্ষা 87 মিনিটে জেসন কামিন্সের গোলে। তবে জিতলেও দলের সামগ্রিক পারফরম্যান্স সবুজ মেরুন থিঙ্কট্যাঙ্ককে অস্বস্তিতে রাখবে। চার মিনিটে আলাদিনের শটে প্রথমবার মোহনবাগান সুপারজায়ান্টের পোষ্ট কেঁপে যায়। পরের মিনিটেই পিছিয়ে পড়ে তারা। আলাদিনের পাস থেকে দূরপাল্লার শটে গোল করে যান নর্থ ইস্টের বেমামের। অন্তত 22 গজ দূর থেকে নেওয়া বেমামের শটের হদিশ বিশাল কাইথ প্রথম পোষ্টে দাঁড়িয়ে থেকে পাননি।
নর্থ ইস্টকে 3-2 গোলে হারাল মোহনবাগান (নিজস্ব চিত্র) এই সময় মাঠে পুরোটাই নর্থ ইস্টের দাপট। অগোছালো মাঝমাঠ,ভঙ্গুর রক্ষনের অসহায়তা কাজে লাগিয়ে ডুরান্ড চ্যাম্পিয়নরা নিয়ন্ত্রক। এরই মধ্যে খেলার গতির বিপরীতে সমতায় ফেরে সবুজ মেরুন। 9 মিনিটে পেত্রাতোসের ফ্রিকিক থেকে দীপেন্দু বিশ্বাসের গোলে সমতায় ফেরে দল। কিন্তু খেলার রাশ পায়ে থাকায় নর্থ ইস্ট ইউনাইটেড প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে রাখে। 23 মিনিটে জিতিন রাইয়ের পাস থেকে আলাদিনের গোল,এগিয়ে যায় জুয়ান পেড্রো বেনালির ছেলেরা। পিছিয়ে পড়ার ধাক্কা সরিয়ে মোহনবাগান ফিরে আসার চেষ্টা করে। পেত্রাতোসের শট বাঁচায় নর্থ ইস্ট ইউনাইটেড গোলরক্ষক। স্টুয়ার্টের গোল করার চেষ্টা রুখে দেন তিনি।
বল দখলের লড়াই (নিজস্ব চিত্র) বিরতির পরে চার বদলে ম্যাচে ফেরে মোহনবাগান সুপারজায়ান্ট। আক্রমণের চাপ বাড়িয়ে নর্থ ইস্ট ইউনাইটেডকে ব্যাকফুটে ঠেলে দেয় তারা। ফলশ্রতিতে 60 মিনিটে শুভাশিস বসুর গোল এবং সমতায় ফেরে সবুজ-মেরুন। তবে এই গোলটির সময় গোলরক্ষককে ফাউল করা হয়েছে বলে দাবি তোলে নর্থ ইস্ট ইউনাইটেড। তাদের দাবি খারিজ করেন রেফারি। তবে টিভি রিপ্লে দেখে মনে হয়েছে নর্থ ইস্টের দাবী অযৌক্তিক ছিল না। 87 মিনিটে জয় সূচক গোল জেসন কামিন্সের। এদিন আলোচনার কেন্দ্রে ছিলেন জেমি ম্যাকলারেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার পরিবর্ত হিসেবে নেমে স্বল্প সভয়ে নজর কাড়তে ব্যর্থ। ডুরান্ড ফাইনাল, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ,থেকে আইএসএল, তিন ম্যাচ পরে জয়ে ফিরল মোহনবাগান সুপারজায়ান্ট।