হায়দরাবাদ: ভারতীয় মহাকাশ গবেষণাকারী সংস্থা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ 2025 ৷ এই বছরেই আমেরিকান যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি শুরু করেছে ৷ এই উপগ্রহ স্থাপন হয়ে গেলে মহাকাশে সরাসরি সংযোগ স্থাপন করা যাবে মোবাইলের মাধ্যমে ৷
বলা যায়, আমেরিকান স্যাটেলাইট উৎক্ষেপণের পর ফোন কল করার জন্য টাওয়ারের প্রয়োজন নেই ৷ মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ফোন কল করা যাবে । শুধু মহাকাশ নয়, নতুন এই প্রযুক্তির মাধ্যমে পাহাড়, জঙ্গল বা যেকোনও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী নাগরিকরাও তাদের সাধারণ ফোন থেকে যে কাউকে কল করতে পারবেন ৷ এই প্রথমবারের আমেরিকান যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে ইসরো ।
আমেরিকান স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ISRO
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিজ্ঞানমন্ত্রী ড. জিতেন্দ্র সিং বলেন, "ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই মোবাইলে সরাসরি যোগাযোগের জন্য একটি মার্কিন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ৷ যা মোবাইল ফোনের মাধ্যমে মহাকাশ থেকে ভয়েস কলে সাহায্য করবে।" তবে এখনও পর্যন্ত ইসরোর তরফে জানানো হয়নি আমেরিকান স্যাটেলাইটটি কিভাবে অপারেট করা হবে ৷
বিশেষজ্ঞদের মতে, টেক্সাস ভিত্তিক সংস্থা AST SpaceMobile আমেরিকান স্যাটেলাইটের অপারেটর হতে পারে ৷ এটির উৎক্ষেপণ শ্রীহরিকোটা থেকে হবে ৷ এটি সব থেকে বড় স্যাটেলাইট ৷ আমেরিকান কোম্পানি দাবি করেছে, এই কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণের পর যে কেউ স্পেস কানেক্টিভিটির মাধ্যমে তাঁদের যেকোনও স্মার্টফোন থেকে সরাসরি ভয়েস কল করতে পারবে।
বৃহত্তর স্যাটেলাইট
আমেরিকান মিডিয়া রিপোর্ট অনুযায়ী, AST SpaceMobile CEO অ্যাবেল অ্যাভেলান (Abel Avellan) গত বছর জানিয়েছিলেন ব্লুবার্ড স্যাটেলাইটের ব্লক 2 জিও-সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (GSLV) ব্যবহার করে লঞ্চ করা হবে । প্রতিটি ব্লুবার্ড স্যাটেলাইটে 64 বর্গ মিটার আকারের একটি অ্যান্টেনা থাকবে। ব্লুবার্ড স্যাটেলাইটের এই অ্যান্টেনার আকার অর্ধেক ফুটবল মাঠের সমান ৷ এর ওজন প্রায় 6000 কেজি ৷
মহাকাশ থেকে সরাসরি মোবাইল যোগাযোগ
AST SpaceMobile-এর মিশন সম্পর্কে, অ্যাবেল অ্যাভেলান জানান, বিশ্বব্যাপী উন্নত সংযোগ স্থাপন করা এবং দেশগুলিকে ডিজিটালভাবে উন্নত করা ৷ যাতে মহাকাশ থেকে সাশ্রয়ী মূল্যের 5G ব্রডব্যান্ড পরিষেবা প্রতিদিন বিশ্বের কোটি কোটি মানুষের স্মার্টফোনে পৌঁছাতে পারে।
এই প্রসঙ্গেই এক ISRO-র এক বিশেষজ্ঞ বলেন, "এই স্যাটেলাইটটির মাধ্যমে মোবাইল থেকে সরাসরি যোগাযোগ আরও সহজ হবে ৷ উদ্ভাবনী প্রযুক্তিকে আরও শক্তিশালী করার জন্য পৃথিবীর কক্ষপথে বেশ কিছু বড় উপগ্রহ স্থাপন করা হবে ।"
পিছিয়ে গেল Proba-3 মিশন, লক্ষ্মীবারে মহাশূন্য়ে রওনা দেবে PSLV-C59