পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সমস্যার চক্রব্যুহে মহমেডান ! ঘুরে দাঁড়ানোর কথা বলছেন চের্নিশভ - MOHAMMEDAN SC IN ISL

হারের সরণিতে মহমেডান স্পোর্টিং । পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে চোট-আঘাত সমস্যা চের্নিশভের চিন্তার বড় কারণ ।

mohammedan sc
সমস্যার চক্রব্যুহে মহমেডান (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Dec 6, 2024, 7:39 AM IST

কলকাতা, 6 ডিসেম্বর: এফএসডিএলের কাছে অভিযোগ জানাল মহমেডান স্পোর্টিং । জামশেদপুরে খেলা দেখতে গিয়েছিলেন মহমেডান ক্লাবের কর্তারা । সেই সময় আয়োজক জামশেদপুর এফসি তাদের বসার জন্য হসপিটালিটি বক্সের ব্যবস্থা করেনি । গাড়ি রাখার জন্য প্রয়োজনীয় কার পার্কিং পাস দেয়নি । এমনকী সমর্থকরা ‘জান জান মহমেডান’ স্লোগান দিলে পালটা ‘জয় শ্রীরাম’ শুনতে হয়েছে ।

মহমেডান স্পোর্টিংয়ের সরকারি স্লোগান জান জান মহমেডান । তার পালটা হিসেবে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনতে হওয়ায় বিচলিত সাদা-কালো ক্লাব কর্তারা । তাঁদের দাবি, ফুটবল মাঠে মেরুকরণের চেষ্টা হচ্ছে । এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এফএসডিএলের দ্বারস্থ হয়েছে কলকাতার তৃতীয় প্রধান । প্রতিবাদ স্বরূপ চিঠিও দেওয়া হয়েছে ৷ জানিয়েছেন ক্লাব সচিব ইস্তেয়াক রাজু আহমেদ।

হারের সরণিতে মহমেডান স্পোর্টিং । পরাজয়ের এই ধারাবাহিকতায় কীভাবে রাশ টানা যাবে তা বুঝতে পারছেন না কোচ আন্দ্রে চের্নিশভ । ইতিমধ্যেই জামশেদপুর এফসির বিরুদ্ধে হারের পরে কোচ দলের কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে দায়সারা মনোভাবের অভিযোগ তুলেছেন । এবার সাদা-কালো শিবির মুখোমুখি পঞ্জাব এফসির । আই লিগ চ্যাম্পিয়নের স্বাদ পাওয়া দু’দল প্রথমবার আইএসএলের মঞ্চে মুখোমুখি । আইএসএলে খেলার অভিজ্ঞতায় পঞ্জাব এফসি এগিয়ে রয়েছে । শুধু অভিজ্ঞতাই নয়, পঞ্জাব এফসি এখন পারফরম্যান্সেও শীর্ষে থাকা দলগুলিকে পাল্লা দিচ্ছে । সেদিক থেকে অভিজ্ঞতা এবং পারফরম্যান্সে মহমেডান স্পোর্টিং তলানিতে ।

আশা জাগিয়ে শুরু করেও সাদা-কালো শিবির ক্রমশ বিবর্ণ । পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে চোট-আঘাত সমস্যা চের্নিশভের চিন্তার বড় কারণ । গৌরব বোরার চোট গুরুতর । তাঁকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে । ফলে রক্ষণের বোঝাপড়া নতুনভাবে গড়ে তুলতে হবে । চোট সারিয়ে জোসেফ আদজাই ফিরেছেন । তার সঙ্গে ফ্লোরেন্ট ওগিয়েরকে জুড়ে দিলে কাশিমভ, ফ্রাঙ্কা, মাঞ্জোকি এবং অ্যালেক্সিসের মধ্যে যেকোনও দু’জনকে বসাতে হবে ।

রক্ষণের রোগ সারাতে মাঝমাঠে কাশিমভ অপরিহার্য । অ্যালেক্সিস, ফ্রাঙ্কা এবং মাঞ্জোকির মধ্যে যদি দু’জনকে খেলান চের্নিশভ, তাহলে জোসেফ আদজাইয়ের পাশে মহম্মদ ইরশাদকে জুড়তে হবে । সেক্ষেত্রে আক্রমণভাগে অ্যালেক্সিসের সঙ্গে ফ্রাঙ্কা বা মাঞ্জোকির মধ্যে একজনকে ব্যবহার করা যাবে । কিংবা অ্যালেক্সিসকে ডাগ-আউটে রেখে ফ্রাঙ্কা এবং মাঞ্জোকিকে খেলিয়ে জোড়া স্ট্রাইকার ব্যবহার করতে পারেন চের্নিশভ ।

হারের ধাক্কায় ক্ষতবিক্ষত মহমেডানে এখনও কোচ বদলের হাওয়া জোরালো হয়নি । না-হওয়ার অন্যতম কারণ বিশাল অঙ্কের ক্ষতিপূরণের ধাক্কা । পাশাপাশি মহমেডান স্পোর্টিংয়ের লগ্নিকারী সংস্থা মনে করে, কোচ বদলে সমস্যা মিটবে না । দরকার ভালো ফুটবলার । যা তারা দলবদলের দ্বিতীয় উইন্ডোতে করতে চান । এই অবস্থায় সাদা-কালো সাবেক কর্তারা বলছেন, কোচ স্বেচ্ছায় দায়িত্ব ছাড়লে আটকানোর চেষ্টা করবেন না । অন্যদিকে, এতকিছুর পরেও মহমেডানের অন্দরে ফুটবলারদের মাইনে বকেয়ার গুঞ্জন রয়েছে । তাই আইএসএলের মঞ্চে সমস্যার চক্রব্যুহে সাদা-কালো শিবির ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details