ETV Bharat / sports

পাকিস্তানে অনিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফি! জবাব দিল পিসিবি - CHAMPIONS TROPHY 2025

এখনও তৈরি নয় স্টেডিয়াম ৷ তাহলে কি পাকিস্তান থেকে সরছে চ্য়াম্পিয়ন্স ট্রফি? জল্পনার জবাব দিল পিসিবি ৷

CHAMPIONS TROPHY
2017 চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের উচ্ছ্বাস পাকিস্তানের (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : 10 hours ago

করাচি, 9 জানুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে হাতে একমাসের মত সময় ৷ কিন্তু এখনও তৈরি নয় পাকিস্তানের স্টেডিয়ামগুলো ৷ সংস্কারের কাজ এখনও চলছে ৷ পরিস্থিতি এমন যে টুর্নামেন্ট শুরুর আগে সংস্কারের কাজ শেষ হবে কি না, তা নিয়ে দানা বেঁধেছে প্রশ্নচিহ্ন ৷ এমতাবস্থায় পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিয়ে যেতে পারে আইসিসি, এমন সম্ভাবনার কথা প্রকাশিত হয়েছে বিভিন্ন রিপোর্টে ৷ মৌনতা ভেঙে সেইসব রিপোর্টের জবাব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই স্টেডিয়াম সম্পূর্ণ তৈরি হয়ে যাবে বলে জানাল তাঁরা ৷

চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে গত অগস্টে পাকিস্তানের স্টেডিয়ামগুলোর সংস্কারের কাজ শুরু হয় ৷ যা গতবছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কাজ শেষ হয়নি রাওয়ালপিন্ডি স্টেডিয়াম, লাহোরের গদ্দাফি স্টেডিয়াম এবং করাচির জাতীয় স্টেডিয়ামে ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ, তিন স্টেডিয়ামের কাজ দেখতে প্রতিনিধি দল পাঠাবে আইসিসি ৷ 12 ফেব্রুয়ারির মধ্যে কাজ সম্পূর্ণ না-হলে টুর্নামেন্ট সরতে পারে পাকিস্তান থেকে ৷

সেক্ষেত্রে পুরো টুর্নামেন্টই সংযুক্ত আরব আমিরশাহীতে হতে পারে বলে প্রকাশ রিপোর্টে ৷ কিন্তু এই রিপোর্টের সত্যতা উড়িয়ে দিল পিসিবি ৷ সংবাদসংস্থা আইএএনএস'কে এক পিসিবি আধিকারিক বলেন, "স্টেডিয়াম সংক্রান্ত সমস্ত কাজ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে ৷ সফলভাবেই চ্য়াম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান ৷ সুতরাং কোনও গুজবে কান দেওয়ার দরকার নেই ৷ সোশাল মিডিয়ায় পাকিস্তানের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে ৷ কিন্তু আমরা আমাদের সেরাটা দেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ৷ আমরা এটাও জানি কারা পাকিস্তানকে টেনে নামানোর চেষ্টা করছে ৷"

এরইমধ্যে বুধবার দেশের মাটিতে আসন্ন ত্রিদেশীয় সিরিজের ভেন্যু বদল করল পিসিবি ৷ পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজ প্রাথমিকভাবে মুলতানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়াম ও করাচির জাতীয় স্টেডিয়ামে ৷ আগামী 8 ফেব্রুয়ারি থেকে শুরু ত্রিদেশীয় সিরিজ ৷ তার আগে চলতি মাসেই লাহোর ও করাচি স্টেডিয়ামের কাজ শেষের ব্য়াপারে আশাবাদী পিসিবি ৷ এই সিদ্ধান্ত তাঁদের আত্মবিশ্বাসেরই পরিচায়ক বলে জানিয়েছে পিসিবি ৷

আরও পড়ুন:

করাচি, 9 জানুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে হাতে একমাসের মত সময় ৷ কিন্তু এখনও তৈরি নয় পাকিস্তানের স্টেডিয়ামগুলো ৷ সংস্কারের কাজ এখনও চলছে ৷ পরিস্থিতি এমন যে টুর্নামেন্ট শুরুর আগে সংস্কারের কাজ শেষ হবে কি না, তা নিয়ে দানা বেঁধেছে প্রশ্নচিহ্ন ৷ এমতাবস্থায় পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিয়ে যেতে পারে আইসিসি, এমন সম্ভাবনার কথা প্রকাশিত হয়েছে বিভিন্ন রিপোর্টে ৷ মৌনতা ভেঙে সেইসব রিপোর্টের জবাব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই স্টেডিয়াম সম্পূর্ণ তৈরি হয়ে যাবে বলে জানাল তাঁরা ৷

চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে গত অগস্টে পাকিস্তানের স্টেডিয়ামগুলোর সংস্কারের কাজ শুরু হয় ৷ যা গতবছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কাজ শেষ হয়নি রাওয়ালপিন্ডি স্টেডিয়াম, লাহোরের গদ্দাফি স্টেডিয়াম এবং করাচির জাতীয় স্টেডিয়ামে ৷ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ, তিন স্টেডিয়ামের কাজ দেখতে প্রতিনিধি দল পাঠাবে আইসিসি ৷ 12 ফেব্রুয়ারির মধ্যে কাজ সম্পূর্ণ না-হলে টুর্নামেন্ট সরতে পারে পাকিস্তান থেকে ৷

সেক্ষেত্রে পুরো টুর্নামেন্টই সংযুক্ত আরব আমিরশাহীতে হতে পারে বলে প্রকাশ রিপোর্টে ৷ কিন্তু এই রিপোর্টের সত্যতা উড়িয়ে দিল পিসিবি ৷ সংবাদসংস্থা আইএএনএস'কে এক পিসিবি আধিকারিক বলেন, "স্টেডিয়াম সংক্রান্ত সমস্ত কাজ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে ৷ সফলভাবেই চ্য়াম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান ৷ সুতরাং কোনও গুজবে কান দেওয়ার দরকার নেই ৷ সোশাল মিডিয়ায় পাকিস্তানের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে ৷ কিন্তু আমরা আমাদের সেরাটা দেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ৷ আমরা এটাও জানি কারা পাকিস্তানকে টেনে নামানোর চেষ্টা করছে ৷"

এরইমধ্যে বুধবার দেশের মাটিতে আসন্ন ত্রিদেশীয় সিরিজের ভেন্যু বদল করল পিসিবি ৷ পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজ প্রাথমিকভাবে মুলতানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়াম ও করাচির জাতীয় স্টেডিয়ামে ৷ আগামী 8 ফেব্রুয়ারি থেকে শুরু ত্রিদেশীয় সিরিজ ৷ তার আগে চলতি মাসেই লাহোর ও করাচি স্টেডিয়ামের কাজ শেষের ব্য়াপারে আশাবাদী পিসিবি ৷ এই সিদ্ধান্ত তাঁদের আত্মবিশ্বাসেরই পরিচায়ক বলে জানিয়েছে পিসিবি ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.