ভদোদরা, 9 জানুয়ারি: আগামী 12 জানুয়ারির মধ্যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে যাওয়ার কথা ৷ তার আগে প্রস্তুতি হিসেবে ঘরোয়া ক্রিকেটে শেষ ম্য়াচটা খেলে ফেললেন মহম্মদ শামি ৷ সেই ম্য়াচে তিন উইকেট নিলেও যথেচ্ছ রান খরচ করলেন জাতীয় দলের পেসার ৷ বৃহস্পতিবার ভদোদরায় বিজয় হাজারে ট্রফির কোয়ার্টারে জায়গা পাকা করতে প্লে-অফসে হরিয়ানার বিরুদ্ধে নেমেছিল বাংলা ৷ ম্য়াচে 72 রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাও ৷
বাংলা ছিটকে যাওয়ায় চ্য়াম্পিয়ন্স ট্রফির দলঘোষণার আগে নিজেকে আর প্রমাণের সুযোগ পাবেন না শামি ৷ সেক্ষেত্রে বিজয় হাজারেতে তিন ম্য়াচের পারফরম্যান্স বাংলা পেসারকে আইসিসি টুর্নামেন্টের দলে সুযোগ করে দিতে পারে কি না, সেটাই দেখার ৷ অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের শেষদিকে উত্তরপ্রদেশ পেসারকে দলের সঙ্গে অন্তর্ভুক্ত না-করায় বোর্ডের সমালোচনায় সরব হয়েছিলেন রবি শাস্ত্রী ৷ শামি থাকলে ভারতের তরফে আরও লড়াই আসত বলে মত শাস্ত্রী, রিকি পন্টিংদের ৷ এমতাবস্থায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোটমুক্ত থাকলে শামি স্কোয়াডের নিশ্চিত পছন্দ ৷
কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মত বড় আসরে নামার আগে ম্য়াচ প্র্য়াকটিসও জরুরি ৷ সেই লক্ষ্যে সম্ভবত শেষ ম্য়াচ প্র্য়াকটিসটা হয়তো শামি সেরে ফেললেন এদিনই ৷ কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ পেলেও চলতি মাসের শেষে বাংলার হয়ে ডানহাতি পেসার রঞ্জি খেলবেন কি না, তা স্পষ্ট নয় ৷ উল্লেখ্য, গোড়ালির চোট থেকে পুরোপুরি মুক্ত হলেও হাঁটুর ব্যথা সারিয়ে বিজয় হাজারে ট্রফির মাঝপথে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন 2023 বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারি ৷ এদিন বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টারে বেধড়ক মার খেলেন বাংলা পেসার ৷ ওপেনার হিমাংশু রানা-সহ হরিয়ানার তিন ব্যাটারকে ফেরালেও 10 ওভার হাত ঘুরিয়ে 61 রান খরচ করলেন তিনি ৷
Haryana Won by 72 Run(s) (Qualified) #HARvBEN #VijayHazareTrophy #PQF1 Scorecard:https://t.co/jZktynlU1N
— BCCI Domestic (@BCCIdomestic) January 9, 2025
প্রথমে ব্যাট করে এদিন স্কোরবোর্ডে নয় উইকেট হারিয়ে 298 রান তোলে হরিয়ানা ৷ সর্বোচ্চ 64 রান করেন নিশান্ত সিন্ধু ৷ জবাবে 43.1 ওভারে 226 রানে অলআউট হয়ে যায় বাংলা ৷ জলে যায় অভিষেক পোড়েলের 57 রান ৷ 72 রানে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির পর বিজয় হাজারে থেকেও বিদায় নিল বাংলা ৷