কলকাতা, 9 জানুয়ারি: আইএসএলে বড় ম্য়াচে এখনও মোহনবাগানের বিরুদ্ধে জয় পায়নি ইস্টবেঙ্গল ৷ শনিবার আরও একটা ডার্বি ৷ সেখানে লড়াই লিগ টেবিলে শীর্ষে থাকা সবুজ-মেরুনের সঙ্গে একাদশ স্থানে থাকা লাল-হলুদের ৷ স্বাভাবিকভাবেই ম্য়াচে খানিকটা হলেও আন্ডারডগ ইস্টবেঙ্গল ৷ গুয়াহাটি উড়ে যাওয়ার আগেরদিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচের কাছে ধেয়ে এসেছিল প্রশ্ন ৷ কিন্তু নিজেদের আন্ডারডগ কোনওভাবেই বলতে নারাজ অস্কার ব্রুজোঁ ৷
স্প্যানিয়ার্ড বলেন, "এই ধরনের ম্যাচে কি কোনও আন্ডারডগ সত্যিই থাকে? একদমই না। জানি না আপনারা উত্তেজিত করতে চাইছেন কি না। তবে দু'দলেরই সুযোগ 50-50। মোহনবাগান সুপার জায়ান্টও কিছু সমস্যায় ছিল, বেশ কিছু ম্যাচ তারা শেষ মিনিটে জিতেছে। তাই আমার মনে হয় না এরকম ম্য়াচে সত্য়িই আন্ডারডগ বলে কিছু হয় কি না ৷" কীভাবে থামাবেন মোহনবাগানকে? সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার এমন প্রশ্নের উত্তরেও কৌশলী অস্কার ৷
লাল-হলুদ কোচ বলেন, "ওদেরও ইস্টবেঙ্গলকে থামাতে হবে ৷ ফুটবল দু'টো দলের খেলা ৷ আমাদের আক্রমণ রয়েছে, রক্ষণ রয়েছে ৷ পক্ষান্তরে তাঁদেরও তাই ৷ তবে এটা ঠিক দলে বেশ কিছু সমস্য়া রয়েছে ৷ আমার মাঠে আরও প্রতিক্রিয়াশীল হতে চাই ৷" এদিকে ডার্বি চ্যালেঞ্জ সামলানোর আগে লাল-হলুদ শিবিরে ফেট চোট শঙ্কা। মহম্মদ রাকিপ, প্রভাত লাকরা, সল ক্রেসপো নেই। এরই মধ্যে গত ম্যাচে চোটের কবলে পড়েছেন ডিফেন্ডার আনোয়ার আলি। তাঁর চোট গুরুতর নয় বটে কিন্তু বড় ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে রয়েছে প্রশ্ন ৷ কারণ, বৃহস্পতিবার টিম হাডল সেরেই বেরিয়ে গেলেন তিনি ৷ তবে সৌভিক চক্রবর্তীকে পাওয়ার ব্য়াপারে আশাবাদী অস্কার। ISL 2024 25
আনোয়ারকে আগামী 48 ঘণ্টা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা কোচ বললেও, ডিফেন্ডারের খেলার সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে প্ল্যান বি'তে যেতে হবে অস্কারকে। ক্রেসপোরও খেলার কোনও সুযোগ নেই বলে জানালেন লাল-হলুদ হেডস্যর। সবমিলিয়ে কোচ নিজেদের আন্ডারডগ না-মানলেও ডার্বি জিততে ইস্টবেঙ্গলকে যে পাহাড় ডিঙোতে হবে, তা নিশ্চিত ৷