নয়াদিল্লি, 9 জানুয়ারি: আসন্ন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছেন প্যারালিম্পিকের অংশগ্রহণকারী খেলোয়াড় থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের পঞ্চায়েত-প্রধানরা ৷ এছাড়া থাকছেন দেশের সবচেয়ে উন্নতমানের গ্রামের বাসিন্দারা। পাশাপাশি হ্যান্ডলুম শিল্পী থেকে শুরু করে বন দফতরের কর্মীরাও থাকছেন অনুষ্ঠানে ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সব মিলিয়ে 76তম প্রজাতন্ত্র দিবসে কর্তব্য পথে আমন্ত্রিত হয়েছেন এরকম 10 হাজার বিশেষ অতিথি ৷
প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, "'স্বর্ণিম ভারত'-এর বৈচিত্র্যময় প্রেক্ষাপটের এই স্থপতিদের মধ্যে অনেকে বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো অবদান রেখেছেন ৷ তাঁরা সরকারের প্রকল্পগুলিকে সবচেয়ে ভালোভাবে কাজেও লাগিয়েছেন ৷" জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলিতে সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধি করতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রায় 10 হাজার বিশেষ অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ এই বিশেষ অতিথিরা দেশের নানারকম ক্ষেত্রে কাজ করেন ৷ তাঁদের নিয়ে 31টি বিভাগ করা হয়েছে ৷
দেশের সবচেয়ে উন্নত গ্রামের পঞ্চায়েত প্রধান , বিপর্যয় মোকাবিলা কর্মী, সবচেয়ে ভালো জলযোদ্ধারা, বিভিন্ন গ্রাম থেকে আসা অতিথি, উত্তর-পূর্ব রাজ্যগুলি থেকে অতিথি, পেটেন্ট হোল্ডার, স্টার্টআপ, সড়ক নির্মাণকারী শ্রমিকরাও এই বিভাগের মধ্যে রয়েছেন ৷ তাঁদের মধ্যে রয়েছেন হ্যান্ডলুম শিল্পীরা, প্যারালিম্পিক খেলতে যাওয়া কনটিনজেন্টের সদস্যরা, জানানো হয়েছে বিবৃতিতে ৷
প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে এই বিশেষ অতিথিরা ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, প্রধানমন্ত্রী সংগ্রহালয় এবং রাজধানীর অন্য সব গুরুত্বপূর্ণ জায়গাগুলি দেখার সুযোগ পাবেন ৷ তাঁরা বিভিন্ন মন্ত্রীদের সঙ্গেও কথা বলতে পারবেন ৷ মন্ত্রক জানিয়েছে, অলিম্পিকে পদকজয়ী দাবাড়ু, ব্রিজ ওয়ার্ল্ড গেমসে রুপো জয়ী এবং স্নুকার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী খেলোয়াড়ও রয়েছেন বিশেষ অতিথির তালিকায় ৷ কারণ তাঁরা দেশকে বিশ্বের কাছে গর্বিত করেছেন ৷