ডায়মন্ড হারবার, 9 জানুয়ারি: তপসিয়ার ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কিছুদিন আগে। তারপরই নিউ আলিপুরের ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে ৷ আর বৃহস্পতিবার জোকা মেট্রো স্টেশনের কাছে খালপোলের ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগল! মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি ঝুপড়িতেও। ঝুপড়ির মধ্যে থাকা একের পর এক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হতে থাকে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।
আতঙ্ক ছড়ায় আশপাশের ঝুপড়িগুলিতেও। এর মধ্যে অনেকগুলিতেই দুর্ঘটনার সময় অনেকে ছিলেন। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মনে। যদিও এদিন সন্ধ্যার আগুন লাগার ঘটনায় কারও আহত হওয়ার খবর মেলেনি। ডায়মন্ড হারবার 117 নম্বর জাতীয় সড়কের কাছে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জোকা খালপোলের কাছে একটি ঝুপড়িতে আগুন লেগে যায় ৷ দমকলের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রায় এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঠিক কী কারণে আগুন লাগল তা পুরোপুরি পরিস্থিতি আয়ত্তে আসার পর জানা যাবে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। এর আগে গতবছর 20 ডিসেম্বরে তপসিয়ার বিএন রোডের কাছে বহুতলের পাশের বস্তিতে বিধ্বংসী আগুন লাগে ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় পার্শবর্তী এলাকা ৷ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়ে একের পর এক বাড়ি এবং দোকান । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 18টি ইঞ্জিন ৷ আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ ৷