বারাণসী, 10 ফেব্রুয়ারি: বারাণসী থেকে কলকাতা যাওয়ার নতুন এক্সপ্রেসওয়ে তৈরি হতে চলেছে। এই এক্সপ্রেসওয়ে বারাণসী-চান্দৌলি রুটের সঙ্গেও সংযুক্ত হবে। এই 27 কিলোমিটার বেল্টটি প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ এর ফলে বারাণসী থেকে কলকাতায় যাত্রা আরও সহজ হবে। এখন সড়ক পথে কলাকাতা থেকে বারাণসী যেতে 12 ঘণ্টা বা তারও বেশি সময় লাগে । সেটা এবার থেকে কমে হবে 6 ঘণ্টা।
আগে কেবল মাত্র জিটি রোডের মাধ্যমেই বারাণসী কলকাতার সঙ্গে যুক্ত ছিল ৷ কিন্তু এই রাস্তায় ভারী যানবাহন চলাচল করে। তাই পণ্যবাহী গাড়ি বা সাধারণ মানু- উভয়েরই সমস্যা হচ্ছিল। নয়া এক্সপ্রেসওয়ে হওয়ায় এখন কলকাতা থেকে বারাণসী যাওয়ার রুটের সংখ্যা বেড়ে হচ্ছে দুই। ফলে যানজটের সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে ৷
এই বিষয়ে NHAI-এর আঞ্চলিক আধিকারিক এসকে আর্য বলেন, "বারাণসী থেকে কলকাতা পর্যন্ত আমাদের গ্রিন ফিল্ড প্রকল্প শুরু হয়েছে আগেই। বারাণসী থেকে চান্দৌলি পর্যন্ত 27 কিলোমিটারের নতুন এক্সপ্রেস ওয়ে তৈরির কাজ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এই কাজ শুরু হয়েছে জানুয়ারি থেকেই। "
তিনি আরও বলেন, "এখন কলকাতা-বারাণসী যাতায়াত করতে জিটি রোড ছাড়া আমাদের কাছে আর কোনও বিকল্প বিকল্প নেই। এই এক্সপ্রেসওয়েটি হলে আমাদের আরও একটি বিকল্প থাকবে। যার জেরে জিটি রোডেও যানজট কমতে পারে। এর সঙ্গেই যাত্রীরা কলকাতায় যাওয়ার নতুন রুটও পাবেন। এটি প্রায় 1500 কোটি টাকার একটি প্রকল্প। এটি নির্মাণের পর, গোরক্ষপুর, আজমগড়, মউ, বালিয়া, গাজিপুর, জৌনপুর, প্রয়াগ, লখনউ এবং দিল্লি থেকে আসা রুটগুলি চান্দৌলি হয়ে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে কলকাতায় যেতে পারবে। এক্সপ্রেসওয়ে যাত্রা আরও সহজ করে তুলবে।"
জানা গিয়েছে, বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়েটি রাঁচি-কলকাতা এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত। এটি 710 কিলোমিটার দীর্ঘ ছ'লেনের গ্রিন ফিল্ড এক্সপ্রেসওয়ে যা বারাণসীকে পশ্চিমবঙ্গ, রাঁচি, ঝাড়খণ্ড হয়ে কলকাতার সঙ্গে সংযুক্ত করবে। 2024 সালের 23 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি প্রায় 35 হাজার কোটি টাকার একটি প্রকল্প। এটি নির্মিত হলে, বারাণসী থেকে কলকাতা 12 থেকে 14 ঘন্টা থেকে কমে 6 থেকে 7 ঘন্টায় হবে।