ETV Bharat / entertainment

ভালোবাসায় বিশ্বাসঘাতকতা ! দ্বিতীয়বার চান্স দেবেন তনুশ্রী ? - TANUSREE CHAKRABORTY

ভালোবাসার স্তম্ভ বিশ্বাস। কিন্তু সেই বিশ্বাসের দেওয়াল যখন ভাঙে, তখন কী করা উচিত ? সম্পর্কে কি 'সেকেন্ড চান্স' দেওয়া উচিত ? মুখ খুললেন তনুশ্রী চক্রবর্তী।

TANUSREE CHAKRABORTY
তনুশ্রী চক্রবর্তী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2025, 4:44 PM IST

হায়দরাবাদ, 10 ফেব্রুয়ারি: বিশ্বাস-ভালোবাসার বন্ধনে তিলে তিলে গড়ে ওঠে একটা সম্পর্ক। ভরসা আর একে অপরের বোঝাপড়ার সমান্তরাল লাইন চলতে থাকে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার মধ্যে। সেই সম্পর্কে যদি চিড় ধরে, ভুলবশত যদি কোনও 'ভুল' হয়ে যায় ভালোবাসার মানুষকে কি দেওয়া উচিত 'সেকেন্ড চান্স'? নাকি দ্য শো মাস্ট গো অন...৷

দোষ-পাল্টা দোষের জালে না-জড়িয়ে এমনই কিছু বাস্তবের সম্মুখীন করে অর্জুন দত্ত পরিচালিত 'ডিপফ্রিজ' । মুখ্যচরিত্রে আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী মনে দাগ কাটলেন নাকি কিছু জটিল ধাঁধাঁর উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করলেন তা সিনেমাটা না-দেখলে বোঝা দায়। কলকাতায় এখনও পর্যন্ত এই সিনেমা মুক্তি না-পেলেও তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-আয়না 2025-এ প্রদর্শিত হয়েছে 'ডিপফ্রিজ' ।

অনুষ্ঠানে ছবির মুখ্য দুই কলাকুশলী উপস্থিত ছিলেন স্বচক্ষে দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য। তনুশ্রী বলেন, "সত্যিই, ছবি দেখে এত মানুষের ভালোবাসায় আপ্লুত। যেভাবে গল্প বলা হয়েছে তা বাস্তব জীবনে অনেক প্রশ্নের মুখোমুখি করে। আমরাও এই ছবিটা করার সময় অনেক প্রশ্ন করি পরিচালক অর্জুনকে। যাতে দর্শকদের কাছে সিনেমাটা আরও বেশি গ্রহণযোগ্য হয়।"

ছবির চরিত্র মিলির সঙ্গে তনুশ্রীর কি কোনও মিল রয়েছে ? অভিনেত্রী বলেন, "মিলি অতীতকে অনেক বেশি আঁকড়ে ধরে রাখতে চায়। মনের মধ্যে একটা বোঝা রেখে দেয়। আমি তেমন নই। সম্পর্কে ওঠাপড়া থাকবেই। সেখান থেকে মুভ অন করা জরুরি।" তাহলে 'সেকেন্ড চান্স'-এ বিশ্বাসী ? তনুশ্রী জানান, জীবন তো একটাই । মানুষ মাত্রই ভুল হয়। তাই 'সেকেন্ড চান্স' অবশ্যই দেওয়া উচিত। এছাড়াও তনুশ্রী জানান, ভ্যালেন্টাইনস ডে-এর অর্থ তাঁর কাছে কেমন...৷ পাশাপাশি বিয়ের প্রসঙ্গ উঠলে তারও উত্তর দেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

হায়দরাবাদ, 10 ফেব্রুয়ারি: বিশ্বাস-ভালোবাসার বন্ধনে তিলে তিলে গড়ে ওঠে একটা সম্পর্ক। ভরসা আর একে অপরের বোঝাপড়ার সমান্তরাল লাইন চলতে থাকে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার মধ্যে। সেই সম্পর্কে যদি চিড় ধরে, ভুলবশত যদি কোনও 'ভুল' হয়ে যায় ভালোবাসার মানুষকে কি দেওয়া উচিত 'সেকেন্ড চান্স'? নাকি দ্য শো মাস্ট গো অন...৷

দোষ-পাল্টা দোষের জালে না-জড়িয়ে এমনই কিছু বাস্তবের সম্মুখীন করে অর্জুন দত্ত পরিচালিত 'ডিপফ্রিজ' । মুখ্যচরিত্রে আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী মনে দাগ কাটলেন নাকি কিছু জটিল ধাঁধাঁর উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করলেন তা সিনেমাটা না-দেখলে বোঝা দায়। কলকাতায় এখনও পর্যন্ত এই সিনেমা মুক্তি না-পেলেও তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-আয়না 2025-এ প্রদর্শিত হয়েছে 'ডিপফ্রিজ' ।

অনুষ্ঠানে ছবির মুখ্য দুই কলাকুশলী উপস্থিত ছিলেন স্বচক্ষে দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য। তনুশ্রী বলেন, "সত্যিই, ছবি দেখে এত মানুষের ভালোবাসায় আপ্লুত। যেভাবে গল্প বলা হয়েছে তা বাস্তব জীবনে অনেক প্রশ্নের মুখোমুখি করে। আমরাও এই ছবিটা করার সময় অনেক প্রশ্ন করি পরিচালক অর্জুনকে। যাতে দর্শকদের কাছে সিনেমাটা আরও বেশি গ্রহণযোগ্য হয়।"

ছবির চরিত্র মিলির সঙ্গে তনুশ্রীর কি কোনও মিল রয়েছে ? অভিনেত্রী বলেন, "মিলি অতীতকে অনেক বেশি আঁকড়ে ধরে রাখতে চায়। মনের মধ্যে একটা বোঝা রেখে দেয়। আমি তেমন নই। সম্পর্কে ওঠাপড়া থাকবেই। সেখান থেকে মুভ অন করা জরুরি।" তাহলে 'সেকেন্ড চান্স'-এ বিশ্বাসী ? তনুশ্রী জানান, জীবন তো একটাই । মানুষ মাত্রই ভুল হয়। তাই 'সেকেন্ড চান্স' অবশ্যই দেওয়া উচিত। এছাড়াও তনুশ্রী জানান, ভ্যালেন্টাইনস ডে-এর অর্থ তাঁর কাছে কেমন...৷ পাশাপাশি বিয়ের প্রসঙ্গ উঠলে তারও উত্তর দেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.