লাহোর, 10 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড নথিভুক্তকরণের আগে হাতে সময় আটচল্লিশ ঘণ্টার মত ৷ এমন সময় বোর্ডের নির্বাচকদের মহা সমস্য়ায় ফেললেন ম্যাথু ব্রিৎজকে ৷ আইসিসি মার্কি ইভেন্টের প্রাক্কালে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজে বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ৷ বিশ্বের প্রথম ব্য়াটার হিসেবে ওডিআই আত্মপ্রকাশে দেড়শত রানের ইনিংস খেললেন ব্রিৎজকে ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে 148 বলে 150 রান করলেন তিনি ৷
ওডিআই অভিষেকে সর্বাধিক রানের ইনিংস খেলার নিরিখে ব্রিৎজকে এদিন 47 বছরের নজির ভাঙেন ৷ তিনি টপকে যান প্রাক্তন ক্য়ারিবিয়ান ব্য়াটার ডেসমন্ড হেইনেসকে ৷ সোমবার ওডিআই অভিষেক হওয়ায় চ্য়াম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে ব্রিৎজকের নাম না-থাকাটাই স্বাভাবিক ৷ কিন্তু এই ইনিংসের পর নির্বাচকরা যে নয়া ওপেনারকে নিয়ে নতুন করে ভাববেন, তা বলার অপেক্ষা রাখে না ৷ 2024 এসএ-20 লিগে ডারবান সুপার জায়ান্টের হয়ে দুরন্ত ব্য়াট করা ক্রিকেটার এদিন গদ্দাফি স্টেডিয়ামে অভিষেকেই কিউয়ি বোলারদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ান ৷
Matthew Breetzke!! 🌟🔥👏 First ever player to score 150+ on ODI debut.
— Proteas Men (@ProteasMenCSA) February 10, 2025
Phenomenal, just phenomenal 🏏💥.#WozaNawe #BePartOfIt #NZvSA pic.twitter.com/8SjcG74FvM
এদিন 68 বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ব্রিৎজকে ৷ আত্মপ্রকাশে প্রোটিয়া ওপেনারের সেঞ্চুরি আসে 128 বলে ৷ ইনিংসের 41তম ওভারে উইলিয়াম ও'রুরকের ডেলিভারি বাউন্ডারিতে পাঠিয়ে শতরান পূর্ণ করেন তিনি ৷ কলিন ইনগ্রাম, রেজা হেন্ড্রিকস এবং অধিনায়ক তেম্বা বাভুমার পর চতুর্থ প্রোটিয়া ব্যাটার হিসেবে ওডিআই অভিষেকে সেঞ্চুরি হাঁকানোর নজির গড়েন তিনি ৷ তবে শতরান পূর্ণ করে আরও বিধ্বংসী হয়ে ওঠেন নয়া ওপেনার ৷ ব্রিৎজকের শেষ 49 রান আসে মাত্র 19 বলে ৷
A fantastic ODI ton on debut for Matthew Breetzke 👏🏏#SAvNZ 📝: https://t.co/6q3VpZ0IL3 pic.twitter.com/DRW6Uxf3tv
— ICC (@ICC) February 10, 2025
101.35 ব্যাটিং গড়ে শেষপর্যন্ত 148 বলে 150 রান করে ম্যাট হেনরির শিকার হন ব্রিৎজকে ৷ তবে যাওয়ার আগে বিশ্বরেকর্ডে নাম তুলে যান তিনি ৷ তাঁর ইনিংসে ছিল 11টি চার এবং পাঁচটি ছক্কা ৷ ব্রিৎজকের দেড়শত রানের পাশাপাশি উইয়ান মুল্ডারের অর্ধশতরানে (64) প্রথমে ব্য়াট করে স্কোরবোর্ডে 304 রান তোলে দক্ষিণ আফ্রিকা ৷ চতুর্থ উইকেটে মুল্ডারের সঙ্গে জুটিতে 131 রান যোগ করেন ব্রিৎজকে ৷
অভিষেকে প্রথম পাঁচ সর্বাধিক রানের ইনিংস:
- ম্য়াথু ব্রিৎজকে (দক্ষিণ আফ্রিকা)- 150 রান
- ডেসমন্ড হেইনেস (ওয়েস্ট ইন্ডিজ)- 148 রান
- রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)- 127 রান
- কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)- 124 রান
- মার্ক চ্যাপম্যান (হংকং)- 124 রান