জাড়া, 9 জানুয়ারি: স্নান করাতে নিয়ে গিয়ে বিপত্তি ! পাখি উড়ে গিয়ে পড়ল পুকুরের জলে ৷ তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন ব্যক্তি ৷ উড়তে না পারে জলে ডুবে মৃত্যু হয়েছে কাকাতুয়ারও ৷ বৃহস্পতিবার সকাল 10.30টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানার জাড়া গ্ৰামের রুইদাস পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে ৷ শেষে ডুবুরি নামিয়ে খোঁজ শুরু হয় ওই ব্যক্তির ৷ পরে রাতে তাঁর দেহ উদ্ধার হয় ৷
স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তির নাম শ্রীরাম রুইদাস (35) ৷ তিনি দু'টি কাকাতুয়া পাখি পুষেছিলেন ৷ এদিন সকালে দু'টি পোষা কাকাতুয়াকে স্নান-খাওয়া করিয়ে বাড়ির সামনের পুকুর পাড়ে রোদ্দুরে রেখেছিলেন শ্রীরাম ৷ সেই সময় একটি কাকাতুয়া পাখি খাঁচা থেকে বেরিয়ে ওড়ার চেষ্টা করে ৷ কিন্তু কিছু দূর গিয়ে কাকাতুয়াটি জলে পড়ে যায় ৷ নিজের পোষ্য কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে শ্রীরাম পুকুরের পাড়ে জামাকাপড় রেখে পুকুরে ঝাঁপ দেন ৷
তিনি কাকাতুয়াটির ধরতে গিয়ে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ের কাছাকাছি জায়গায় গিয়ে পৌঁছন ৷ সেখানে গিয়ে দেখেন কাকাতুয়ার মৃত্যু হয়েছে ৷ পাখিটিকে জল থেকে না তুলে ফের পুকুর পাড়ের দিকে সাঁতার কেটে ফেরার চেষ্টা করছিলেন ৷ সেই সময়ই বিপত্তি ঘটে ৷ প্রতিবেশীরা দেখেন তিনি জলে হাবুডুবু খাচ্ছেন এবং কয়েক মুহূর্ত পরেই তলিয়ে জলে তলিয়ে যান ৷
শ্রীরাম রুইদাসের মেয়ে মৌসুমী বলে, "বাবা দু'টি পাখিকে খাঁচায় নিয়ে স্নান করাচ্ছিল ৷ তারপর একটা পাখি উড়ে চলে যায় ৷ তখন বাবা পাখিটাকে ধরতে গিয়েছিল ৷ তারপর পুকুরে আর বাবাকে দেখা যায়নি ৷" স্থানীয় বাসিন্দা রাধেশ্যাম রুইদাস বলেন, " শ্রীরাম দু'টি পাখির গা ধোয়াচ্ছিলেন ৷ পাখি দুটো ছাড়া পেতেই উড়ে যায় ৷ তখন একটি পাখিকে ধরতে পুকুরে নেমেছিলেন ৷ সাঁতার কেটে এপাড়ে আর আ,তে পারেনি ৷ হাবুডুবু খাচ্ছিল ৷ এখান থেকে লোকজন যেতে যেতে আর দেখতে পায়নি, ডুবে গিয়েছেন ৷"
তাঁকে বাঁচানোর জন্য পাড়ার লোকজন এগিয়ে যায় এবং বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে কিন্তু পাওয়া যায় না ৷ শেষে খবর যায় চন্দ্রকোনা থানায় ৷ পুলিশ সিভিল ডিফেন্সে খবর দিলে দুপুর নাগাদ ডুবুরি নামিয়ে নিখোঁজ ব্যক্তির খোঁজ শুরু হয় এবং এখনও তাঁকে পাওয়া যায়নি ৷