কলকাতা, 2 ফেব্রুয়ারি: ফ্র্যাঙ্ক ওরেল ডে রক্তদান শিবিরের শংসাপত্রে অটোগ্রাফ থাকবে ভারতীয় পেসার মহম্মদ শামি ৷ আগামী শনিবার সিএবি-র 96তম প্রতিষ্ঠিতা দিবস ৷ প্রতি বছর এই দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ফ্র্যাঙ্ক ওরেলের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ৷ এবারেও তার অন্যথা হচ্ছে না ৷ সকাল 9 টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে রক্তদান শিবির ৷ তার আগে পতাকা উত্তোলন হবে সিএবিতে ৷
জানা গিয়েছে, গতবার প্রায় 600 জন রক্তদান করেছিলেন ৷ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আশা করছেন, আরও বেশি মানুষ সিএবি’তে এসে রক্তদান করবেন এবছর ৷ সাংবাদিক বৈঠকে সিএবি প্রেসিডেন্ট জানিয়েছেন, যাঁরা রক্তদান করবেন, তাঁদের হাতে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির সই করা শংসাপত্র তুলে দেওয়া হবে ৷ উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মা ৷ তাই এ দিন হাসপাতাল থেকেই ভিডিওয়ো কনফারেন্সে অংশ নেন স্নেহাশিস ।
1981 সাল থেকে সিএবি তার প্রতিষ্ঠা দিবসে ফ্র্যাঙ্ক ওরেল ডে পালন করে আসছে ৷ প্রতিবছরই রক্তদাতাদের হাতে কোনও না কোনও আন্তর্জাতিক ক্রিকেটারের সই করা শংসাপত্র তুলে দেওয়া হয় ৷ সেই তালিকায় নরি কন্ট্রাক্টর, ডোনাল্ড ব্র্যাডম্যানের মতো কিংবদন্তিদের নাম রয়েছে ৷ তেমনিই টাইগার পতৌদি, সুনীল গাভাসকর, ইমরান খান, ইয়ান বোথাম, সৌরভ গঙ্গোপাধ্যায়, মুস্তাক আলিদের সই করা শংসাপত্র একসময় রক্তদাতাদের হাতে তুলে দিয়েছে সিএবি ৷
এ বছর মহম্মদ শামির সই করা শংসাপত্র দেওয়া হচ্ছে ৷ ভারতীয় পেসার বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ৷ অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন ৷ এমনকি আইসিসি ও বিসিসিআইয়ের বর্ষসেরা ওয়ান-ডে বোলার হয়েছেন তিনি ৷ একসঙ্গে এতগুলি সাফল্যের কথা মাথায় রেখে শামিকে দিয়ে শংসাপত্রগুলি সই করানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ ফ্র্যাঙ্ক ওরেল ডে’র পালনের পিছনে রয়েছে ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে ৷ 1967 সালের মার্চ মাসে লিউকেমিয়ার কারণে ক্যারিবিয়ান কিংবদন্তি প্রায়ত হন ৷ তাই তাঁর সম্মানে সিএবি 3 ফেব্রুয়ারি তাদের প্রতিষ্ঠা দিবসে 'স্যর ফ্র্যাঙ্ক ওরেল ডে' পালন করে রক্তদান শিবিরের মাধ্যমে ৷
আরও পড়ুন:
- ফের ব্যর্থ রোহিত, তথৈবচ গিলও; জয়সওয়ালের 'যশস্বী' ইনিংসে লড়াইয়ে ভারত
- 75 বছরে লজ্জার ইতিহাস! ভাইজ্যাক টেস্টের দলে রোহিতদের মোট রান এক ইংরেজ ব্যাটারের থেকে কম
- বৃষ্টি কাঁটা সরিয়ে ঘরের মাঠে মুম্বই চ্যালেঞ্জ নিতে তৈরি মনোজরা