পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'ভারতের জন্যই শুধু নিরাপদ নয় পাকিস্তান', খোঁচা প্রাক্তন পাক অধিনায়কের - ICC CHAMPIONS TROPHY 2025

নিরাপত্তার প্রশ্নে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না ভারত ৷ আর এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিসিসিআই'কে কটাক্ষ প্রাক্তন পাক অধিনায়কের ৷

CHAMPIONS TRHOPY
চ্যাম্পিয়ন্স ট্রফি (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Nov 11, 2024, 5:58 PM IST

হায়দরাবাদ, 11 নভেম্বর: আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত যে পাকিস্তানের মাটিতে পা রাখবে না, সেটা নিশ্চিত ৷ সরকারিভাবে আইসিসি'কে তা জানিয়েও দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ৷ সুতরাং, হাইব্রিড মডেল ছাড়া 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে না ভারতীয় দল ৷ অন্যদিকে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে অনিচ্ছুক পিসিবিও অনড় তাঁদের সিদ্ধান্তে ৷ এমন সময় চ্য়াম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ না-করার প্রশ্নে ভারতকে খোঁচা মহম্মদ হাফিজের ৷

নিরাপত্তাজনিত কারণে বিসিসিআই'য়ের এই সিদ্ধান্তকে খোঁচা দিয়ে প্রাক্তন পাক অধিনায়ক জানান, ভারতের কাছেই একমাত্র পাকিস্তান নিরাপদ নয় ৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে জলঘোলার আবহে টুইটারে সোমবার একটি পোস্ট করেন 218টি ওয়ান ডে খেলা প্রাক্তন পাক ক্রিকেটার ৷ হাফিজ টুইটে এদিন লেখেন, "ভারত পাকিস্তানের মাটিতে চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে এটা দিবাস্বপ্নেরই মত ৷ পাকিস্তান নিরাপদ এবং টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত ৷ সব দেশই এখানে খেলতে আসছে শুধু ভারতের জন্য নিরাপদ নয় পাকিস্তান ৷ অপেক্ষায় রয়েছি পাকিস্তান সরকার কিংবা পিসিবি'র কড়া প্রত্যুত্তরের ৷"

এদিকে ভারত সরকারকে শত আশ্বাস প্রদানের পরও বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে রাজি না-হওয়ায় হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ এরইমধ্যে পিসিবি চেয়ারম্যান সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ স্থির করতে একটি বৈঠকে বসতে চেয়েছেন ৷ রবিবারই ভারতের সিদ্ধান্ত মেইল আকারে আইসিসি'র তরফে পৌঁছে যায় পিসিবি'র কাছে ৷ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পিসিবি টুর্নামেন্ট হাইব্রিড মডেলে নিয়ে যেতে রাজি হয় কি না, এখন সেটাই দেখার ৷

সেক্ষেত্রে হাইব্রিড মডেলে গেলে ভারতের ম্য়াচগুলি সংযুক্ত আরব আমিরশাহী কিংবা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ৷ নিরাপত্তাজনিত কারণে এর আগে 2023 এশিয়া কাপেও ভারত পাকিস্তানে খেলতে যায়নি ৷ শেষমেশ হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্ট ৷

ABOUT THE AUTHOR

...view details