হায়দরাবাদ, 11 নভেম্বর: আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত যে পাকিস্তানের মাটিতে পা রাখবে না, সেটা নিশ্চিত ৷ সরকারিভাবে আইসিসি'কে তা জানিয়েও দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ৷ সুতরাং, হাইব্রিড মডেল ছাড়া 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে না ভারতীয় দল ৷ অন্যদিকে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে অনিচ্ছুক পিসিবিও অনড় তাঁদের সিদ্ধান্তে ৷ এমন সময় চ্য়াম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ না-করার প্রশ্নে ভারতকে খোঁচা মহম্মদ হাফিজের ৷
নিরাপত্তাজনিত কারণে বিসিসিআই'য়ের এই সিদ্ধান্তকে খোঁচা দিয়ে প্রাক্তন পাক অধিনায়ক জানান, ভারতের কাছেই একমাত্র পাকিস্তান নিরাপদ নয় ৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে জলঘোলার আবহে টুইটারে সোমবার একটি পোস্ট করেন 218টি ওয়ান ডে খেলা প্রাক্তন পাক ক্রিকেটার ৷ হাফিজ টুইটে এদিন লেখেন, "ভারত পাকিস্তানের মাটিতে চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে এটা দিবাস্বপ্নেরই মত ৷ পাকিস্তান নিরাপদ এবং টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত ৷ সব দেশই এখানে খেলতে আসছে শুধু ভারতের জন্য নিরাপদ নয় পাকিস্তান ৷ অপেক্ষায় রয়েছি পাকিস্তান সরকার কিংবা পিসিবি'র কড়া প্রত্যুত্তরের ৷"