ETV Bharat / sports

সেঞ্চুরিতে মহাপ্রত্য়াবর্তন রোহিতের, ভাঙলেন সচিনের রেকর্ড - ROHIT SHARMA HITS CENTURY

এগারো মাস পর আন্তর্জাতিক শতরান ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান-ডে ম্য়াচে মহাপ্রত্যাবর্তন ঘটল 'হিটম্য়ানে'র ৷

ROHIT SHARMA
মারমুখী রোহিত শর্মা (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 9, 2025, 8:22 PM IST

কটক, 9 ফেব্রুয়ারি: ব্যাটে দিনের পর দিন রানের খরা ৷ সমালোচনায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল নিশ্চিতভাবেই ৷ কিন্তু চ্যাম্পিয়ন ক্রিকেটাররা সমালোচনায় মূর্ছা যাওয়ার পাত্র নন ৷ ঠিক যেমনটা যাননি রোহিত গুরুনাথ শর্মা ৷ মোক্ষম সময় ফর্মে ফিরলেন ভারত অধিনায়ক ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান-ডে ম্য়াচে শতরানে মহাপ্রত্যাবর্তন ঘটল ভারতীয় ক্রিকেটের 'হিটম্য়ানে'র ৷ সেইসঙ্গে একাধিক নজিরে নাম তুললেন ভারত অধিনায়ক ৷ 76 বলে কেরিয়ারের 32তম ওডিআই শতরান পূর্ণ করলেন রোহিত ৷

বারাবাটি স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই আগ্রাসী ছিলেন রোহিত ৷ বারাবাটি স্টেডিয়ামের বাতিস্তম্ভ এদিন ভারতীয় ইনিংসের শুরুতে বিঘ্ন ঘটালেও ভারত অধিনায়কের মনোসংযোগে এদিন বিঘ্ন ঘটেনি ৷ ইংরেজ বোলারদের শাসন করে এদিন প্রথমে 30 বলে অর্ধশতরান পূর্ণ করেন মুম্বইকর ৷ যা তাঁর কেরিয়ারের তৃতীয় দ্রুততম ৷ অর্ধশতরান করতেই এদিন সচিন তেন্ডুলকরের একটি নজির ভেঙে দেন রোহিত ৷ ওডিআই ক্রিকেটে ভারতের সর্বাধিক রানসংগ্রাহক ওপেনার হিসেবে 'মাস্টার-ব্লাস্টার'কে টপকে যান তিনি ৷

সচিনকে টপকে যেতে এদিন 50 রানই প্রয়োজন ছিল রোহিতের ৷ বাউন্ডারি হাঁকিয়ে এদিন কেরিয়ারের 58তম অর্ধশতরান পূর্ণ করেন রোহিত ৷ সেইসঙ্গে টপকে যান ওপেনার হিসেবে সচিনের 15,335 রানের মাইলস্টোন ৷ শুধু কী সচিনের নজির, এদিন ফর্মে ফেরার পথে রাহুল দ্রাবিড়েরও নজির টপকে গেলেন মুম্বইকর ৷ ওডিআই ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় হিসেবে 'দ্য ওয়াল'কে টপকে চতুর্থস্থানে উঠে এলেন রোহিত ৷ ওডিআই ক্রিকেটে এদিন দ্রাবিড়ের 10,889 রানের নজির টপকে যান তিনি ৷

আগ্রাসী ফর্ম ধরে রেখে 76 বলে কেরিয়ারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি আসে রোহিতের ব্য়াটে ৷ সেঞ্চুরি করার পথে রোহিত মারেন ন'টি চার এবং সাতটি ছক্কা ৷ 26তম ওভারে আদিল রশিদকে স্টেপ-আউটে ছক্কা হাঁকিয়ে এগারো মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে তিন অঙ্কের রানে পৌঁছন রো'হিট' ৷ শেষমেশ 90 বলে 119 রানে আউট হন ভারত অধিনায়ক ৷ তৃতীয় উইকেট হারিয়ে দলের রান তখন 29.4 ওভারে 220 ৷ ওডিআই ক্রিকেটে এদিন সর্বাধিক ছক্কা হাঁকানোর নিরিখে ক্রিস গেইলকে (331) টপকে যান রোহিত ৷ তালিকার দ্বিতীয়স্থানে থাকা ভারতীয় ক্রিকেটারের সামনে কেবল শাহিদ আফ্রিদি (351) ৷

আরও পড়ুন:

কটক, 9 ফেব্রুয়ারি: ব্যাটে দিনের পর দিন রানের খরা ৷ সমালোচনায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল নিশ্চিতভাবেই ৷ কিন্তু চ্যাম্পিয়ন ক্রিকেটাররা সমালোচনায় মূর্ছা যাওয়ার পাত্র নন ৷ ঠিক যেমনটা যাননি রোহিত গুরুনাথ শর্মা ৷ মোক্ষম সময় ফর্মে ফিরলেন ভারত অধিনায়ক ৷ চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান-ডে ম্য়াচে শতরানে মহাপ্রত্যাবর্তন ঘটল ভারতীয় ক্রিকেটের 'হিটম্য়ানে'র ৷ সেইসঙ্গে একাধিক নজিরে নাম তুললেন ভারত অধিনায়ক ৷ 76 বলে কেরিয়ারের 32তম ওডিআই শতরান পূর্ণ করলেন রোহিত ৷

বারাবাটি স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই আগ্রাসী ছিলেন রোহিত ৷ বারাবাটি স্টেডিয়ামের বাতিস্তম্ভ এদিন ভারতীয় ইনিংসের শুরুতে বিঘ্ন ঘটালেও ভারত অধিনায়কের মনোসংযোগে এদিন বিঘ্ন ঘটেনি ৷ ইংরেজ বোলারদের শাসন করে এদিন প্রথমে 30 বলে অর্ধশতরান পূর্ণ করেন মুম্বইকর ৷ যা তাঁর কেরিয়ারের তৃতীয় দ্রুততম ৷ অর্ধশতরান করতেই এদিন সচিন তেন্ডুলকরের একটি নজির ভেঙে দেন রোহিত ৷ ওডিআই ক্রিকেটে ভারতের সর্বাধিক রানসংগ্রাহক ওপেনার হিসেবে 'মাস্টার-ব্লাস্টার'কে টপকে যান তিনি ৷

সচিনকে টপকে যেতে এদিন 50 রানই প্রয়োজন ছিল রোহিতের ৷ বাউন্ডারি হাঁকিয়ে এদিন কেরিয়ারের 58তম অর্ধশতরান পূর্ণ করেন রোহিত ৷ সেইসঙ্গে টপকে যান ওপেনার হিসেবে সচিনের 15,335 রানের মাইলস্টোন ৷ শুধু কী সচিনের নজির, এদিন ফর্মে ফেরার পথে রাহুল দ্রাবিড়েরও নজির টপকে গেলেন মুম্বইকর ৷ ওডিআই ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় হিসেবে 'দ্য ওয়াল'কে টপকে চতুর্থস্থানে উঠে এলেন রোহিত ৷ ওডিআই ক্রিকেটে এদিন দ্রাবিড়ের 10,889 রানের নজির টপকে যান তিনি ৷

আগ্রাসী ফর্ম ধরে রেখে 76 বলে কেরিয়ারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি আসে রোহিতের ব্য়াটে ৷ সেঞ্চুরি করার পথে রোহিত মারেন ন'টি চার এবং সাতটি ছক্কা ৷ 26তম ওভারে আদিল রশিদকে স্টেপ-আউটে ছক্কা হাঁকিয়ে এগারো মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে তিন অঙ্কের রানে পৌঁছন রো'হিট' ৷ শেষমেশ 90 বলে 119 রানে আউট হন ভারত অধিনায়ক ৷ তৃতীয় উইকেট হারিয়ে দলের রান তখন 29.4 ওভারে 220 ৷ ওডিআই ক্রিকেটে এদিন সর্বাধিক ছক্কা হাঁকানোর নিরিখে ক্রিস গেইলকে (331) টপকে যান রোহিত ৷ তালিকার দ্বিতীয়স্থানে থাকা ভারতীয় ক্রিকেটারের সামনে কেবল শাহিদ আফ্রিদি (351) ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.