ETV Bharat / sports

দলগঠনের ভুল স্বীকার, এএফসি'তে নজর ঘোরাচ্ছেন লাল-হলুদ কোচ - ISL 2024 25

চেন্নাইয়িনের বিরুদ্ধে দলগঠনে ভুলের কথা স্বীকার করে নিলেন অস্কার ব্রুজোঁ ৷ তাঁর মতে সলদের শুরুতে নামানো ঠিক হয়নি ৷

EAST BENGAL
অনুশীলনে ইস্টবেঙ্গল (EAST BENGAL MEDIA)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 9, 2025, 9:40 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: চেন্নাই এক্সপ্রেসের ধাক্কায় শেষ হয়েছে প্রথম ছয়ে ঢোকার ক্ষীণ সম্ভাবনাটুকু। মরশুমের অন্যতম জঘন্য ম্যাচ খেলে শনিবার ঘরের মাঠে তিন গোলে অসহায় আত্মসমর্পণ ইস্টবেঙ্গলের। ফুটবলারদের খারাপ পারফরম্যান্স তো রয়েইছে, পাশাপাশি দলগঠনের ভুলও সামনে এসেছে চেন্নাইয়িনের বিরুদ্ধে। ম্যাচ শেষে দলগঠনের ভুলের কথা স্বীকার করে নিয়েছেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ ৷

ম্যাচ শেষে স্প্যানিশ কোচের উপলব্ধি, "সলদের (ক্রেসপো) বোধহয় এতটা সময় খেলানো উচিত হয়নি। গত ম্যাচের দলটাকেই এই ম্যাচে নামালে ভাল হত। চোট সারিয়ে ফেরা খেলোয়াড়দের শেষদিকে নামানো বোধহয় ঠিক ছিল। ওরা প্রায় সব ডুয়েল, সেকেন্ড বল এবং দৌড়ে আমাদের হারিয়ে দিয়েছে। ওরা আজ আমাদের চেয়ে গতি, শক্তি ও আগ্রাসনে এগিয়ে ছিল। প্রথমার্ধে আমরা ওদের খেলার তীব্রতার সঙ্গে পাল্লা দিতে পারিনি। ধারাবাহিকতার অভাব এ মরশুমে আমাদের এক বড় সমস্যা হয়ে উঠেছে। আজ অনেক ব্যক্তিগত ভুলের খেসারত দিতে হয়েছে আমাদের। সেগুলো নিয়ে ফুটবলারদের সঙ্গে বসতে হবে। কিন্তু অবশেষে এই হার দলের। জিতলে যেমন দলই জেতে, হারলেও তো দলই হারে ৷"

চেন্নাইয়িন ম্যাচে দল নির্বাচন যে একেবারেই ঠিক হয়নি, তা আলভিটো ডি'কুনহা, বিকাশ পাঁজিদের মত প্রাক্তনদের মুখে শোনা গিয়েছে। বাকি পাঁচ ম্যাচের সবক'টি জিতলেও সর্বোচ্চ 33 পয়েন্টে পৌঁছনো যে আর সম্ভব নয়, তা বুঝে গিয়েছেন লাল-হলুদ কোচ। তাই বাস্তবতা স্বীকার করে বলছেন, "এখন থেকে আমাদের এএফসি চ্যালেঞ্জ লিগ নিয়েই ভাবতে হবে। এ বছর এটাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। এছাড়াও সুপার কাপ আছে। জানি না সেটা কবে হবে। আমাদের এখন লক্ষ্য আইএসএল টেবিলের মাঝামাঝি জায়গায় থেকে শেষ করা এবং এএফসি ও সুপার কাপে সাফল্য।"

চেন্নাইয়িন ম্যাচে হার যে মনোবলে বড় আঘাত এনেছে, সেকথাও জানালেন অস্কার ৷ তবে আগামী সপ্তাহে কলকাতা ডার্বি রয়েছে। সেই ম্যাচের সাফল্য দলের কাছে এখন গুরুত্বপূর্ণ বলেও মত লাল-হলুদের হেডস্যরের। তবে বারংবার পদস্খলনে স্বপ্নপূরনের সম্ভাবনার অপমৃত্যুতে সমর্থকরা সমালোচনায় সরব। ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। লগ্নিকারীর তরফে অন্যতম শীর্ষকর্তা বিভাস আগরওয়াল জানালেন, তিনি ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন। তাঁর বিশ্বাস, ভালো ফুটবল খেলে সাফল্য নিয়ে আসার ক্ষমতা এই দলের রয়েছে। তাই আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগ ও আইএসএলের বাকি পাঁচ ম্যাচকে পাখির চোখ করার কথা বলছেন তিনি ৷

আরও পড়ুন:

কলকাতা, 9 ফেব্রুয়ারি: চেন্নাই এক্সপ্রেসের ধাক্কায় শেষ হয়েছে প্রথম ছয়ে ঢোকার ক্ষীণ সম্ভাবনাটুকু। মরশুমের অন্যতম জঘন্য ম্যাচ খেলে শনিবার ঘরের মাঠে তিন গোলে অসহায় আত্মসমর্পণ ইস্টবেঙ্গলের। ফুটবলারদের খারাপ পারফরম্যান্স তো রয়েইছে, পাশাপাশি দলগঠনের ভুলও সামনে এসেছে চেন্নাইয়িনের বিরুদ্ধে। ম্যাচ শেষে দলগঠনের ভুলের কথা স্বীকার করে নিয়েছেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ ৷

ম্যাচ শেষে স্প্যানিশ কোচের উপলব্ধি, "সলদের (ক্রেসপো) বোধহয় এতটা সময় খেলানো উচিত হয়নি। গত ম্যাচের দলটাকেই এই ম্যাচে নামালে ভাল হত। চোট সারিয়ে ফেরা খেলোয়াড়দের শেষদিকে নামানো বোধহয় ঠিক ছিল। ওরা প্রায় সব ডুয়েল, সেকেন্ড বল এবং দৌড়ে আমাদের হারিয়ে দিয়েছে। ওরা আজ আমাদের চেয়ে গতি, শক্তি ও আগ্রাসনে এগিয়ে ছিল। প্রথমার্ধে আমরা ওদের খেলার তীব্রতার সঙ্গে পাল্লা দিতে পারিনি। ধারাবাহিকতার অভাব এ মরশুমে আমাদের এক বড় সমস্যা হয়ে উঠেছে। আজ অনেক ব্যক্তিগত ভুলের খেসারত দিতে হয়েছে আমাদের। সেগুলো নিয়ে ফুটবলারদের সঙ্গে বসতে হবে। কিন্তু অবশেষে এই হার দলের। জিতলে যেমন দলই জেতে, হারলেও তো দলই হারে ৷"

চেন্নাইয়িন ম্যাচে দল নির্বাচন যে একেবারেই ঠিক হয়নি, তা আলভিটো ডি'কুনহা, বিকাশ পাঁজিদের মত প্রাক্তনদের মুখে শোনা গিয়েছে। বাকি পাঁচ ম্যাচের সবক'টি জিতলেও সর্বোচ্চ 33 পয়েন্টে পৌঁছনো যে আর সম্ভব নয়, তা বুঝে গিয়েছেন লাল-হলুদ কোচ। তাই বাস্তবতা স্বীকার করে বলছেন, "এখন থেকে আমাদের এএফসি চ্যালেঞ্জ লিগ নিয়েই ভাবতে হবে। এ বছর এটাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। এছাড়াও সুপার কাপ আছে। জানি না সেটা কবে হবে। আমাদের এখন লক্ষ্য আইএসএল টেবিলের মাঝামাঝি জায়গায় থেকে শেষ করা এবং এএফসি ও সুপার কাপে সাফল্য।"

চেন্নাইয়িন ম্যাচে হার যে মনোবলে বড় আঘাত এনেছে, সেকথাও জানালেন অস্কার ৷ তবে আগামী সপ্তাহে কলকাতা ডার্বি রয়েছে। সেই ম্যাচের সাফল্য দলের কাছে এখন গুরুত্বপূর্ণ বলেও মত লাল-হলুদের হেডস্যরের। তবে বারংবার পদস্খলনে স্বপ্নপূরনের সম্ভাবনার অপমৃত্যুতে সমর্থকরা সমালোচনায় সরব। ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। লগ্নিকারীর তরফে অন্যতম শীর্ষকর্তা বিভাস আগরওয়াল জানালেন, তিনি ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন। তাঁর বিশ্বাস, ভালো ফুটবল খেলে সাফল্য নিয়ে আসার ক্ষমতা এই দলের রয়েছে। তাই আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগ ও আইএসএলের বাকি পাঁচ ম্যাচকে পাখির চোখ করার কথা বলছেন তিনি ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.