পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রত্যাশার 'ভার' তুলতে ব্যর্থ মীরাবাঈ, ফের চারের কোটায় আটকে গেল পদকের স্বপ্ন - PARIS OLYMPICS 2024

MIRABAI CHANU FAILS TO BRING MEDAL: চারে শেষ করে প্যারিস থেকে পদক আনতে ব্যর্থ হলেন মীরাবাঈ চানু । ভারোত্তলনের 49 কেজি বিভাগে পোডিয়াম ফিনিশে ব্যর্থ হলেন মণিপুরের ভারোত্তলক । পদক হাতছাড়া হল এক কেজির ফারাকে ।

MIRABAI CHANU
মীরাবাঈ চানু (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 8, 2024, 1:17 AM IST

Updated : Aug 8, 2024, 1:41 AM IST

প্যারিস, 8 অগস্ট:টোকিয়োর পুনরাবৃত্তি হল না। প্যারিস থেকে পদক আনতে ব্যর্থ হলেন মীরাবাঈ চানু । ভারোত্তলনের 49 কেজি বিভাগে পোডিয়াম ফিনিশে ব্যর্থ হলেন মণিপুরের ভারোত্তলক। ফের চারের কোটায় আটকে গেল ভারতের পদকের স্বপ্ন । স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগ মিলিয়ে 199 কেজি ওজন তুলে চতুর্থস্থানে থামলেন টোকিয়োর রুপোজয়ী ।

মাত্র এক কেজি ওজন বেশি তুলে তৃতীয়স্থানে শেষ করলেন থাইল্যান্ডের সুরোদচনা খাম্বো । ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে তৃতীয় তথা শেষ প্রয়াসে 114 কেজি ওজন তুলতে পারলে তৃতীয়স্থানে শেষ করতে পারতেন ভারতীয় । সেক্ষেত্রে 202 কেজি তুলে পোডিয়াম ফিনিশ করতে পারতেন তিনি । এদিন ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রয়াসেও ব্যর্থ হয়েছিলেন মীরাবাঈ । তবে দ্বিতীয় প্রয়াসে 111 কেজি তুলে পদকের লড়াইয়ে ফিরে এসেছিলেন । কিন্তু শেষরক্ষা হল না ।

এর আগে স্ন্যাচ বিভাগে এদিন 88 কেজি ভার তোলেন চানু । সবমিলিয়ে 199 কেজি তুলে চারে শেষ করেন তিনি । টোকিয়োয় একই বিভাগে 210 কেজি তুলে রুপো এসেছিল চানুর ঝুলিতে । এদিন মহিলাদের ভারোত্তলনের 49 কেজি বিভাগে সোনা গেল চিনের ঝুলিতে । 206 কেজি ওজন তুলে পোডিয়াম শীর্ষে ফিনিশ করেন ঝিহুই হোউ । 205 কেজি তুলে রুপো জেতেন রোমানিয়ার ভ্যালেন্টিনা ক্যাম্বেই ।

চলতি অলিম্পিক্সে চারের গেরোয় আটকে পদক হারানোর তালিকায় মীরাবাঈ প্রথম নন । এর আগে শুটিংয়ের তিনটি বিভাগ, বক্সিংয়ের দুটি বিভাগ, তিরন্দাজি, ব্যাডমিন্টনে চারে শেষ হয়েছে ভারতের লড়াই । যা ভীষণই হতাশাজনক । মীরাবাঈ সেই তালিকায় নয়া সংযোজন মাত্র ।

Last Updated : Aug 8, 2024, 1:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details