ETV Bharat / sports

বুমরার কাঁধে চেপে পারথে অজি ‘বধ’ ভারতের - IND VS AUS 1ST TEST

পারথের অপটাস স্টেডিয়ামে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল ভারত ৷ প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় ছাড়া অজিভূমে দাপিয়ে বেড়াল ‘বুমরা অ্যান্ড কোং’ ৷

IND VS AUS 1ST TEST
পারথে অজি ‘বধ’ ভারতের (এপি)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 25, 2024, 1:18 PM IST

Updated : Nov 25, 2024, 1:24 PM IST

পারথ, 25 নভেম্বর: রানের পাহাড় গড়েছিলেন বিরাট কোহলি, জশস্বী জয়সওয়ালরা ৷ 534 রানের বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল 238 রানে ৷ প্যাট কামিন্সদের 295 রানে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট পকেটে পুরল ভারত ৷ ওয়াকা স্টেডিয়ামে 2007-08 সিরিজে অজিদের হারালেও 2018 সালে প্রথমবার পারথের অপটাস স্টেডিয়ামে খেললেও জেতা হয়নি ভারতের ৷ অজিরাও পারথের এই নয়া স্টেডিয়ামে টেস্টে এতদিন অপরাজিত ছিল ৷

নিউজিল্যান্ডের কাছে চুনকাম হওয়ার লজ্জা ৷ ফলে সিরিজের শুরুতেই কোনঠাসা ছিল ভারত ৷ দোসর হিসেবে পারথে পাওয়া যায়নি রোহিত শর্মাকে ৷ ফলে জসপ্রীত বুমরার কাঁধে দায়িত্ব সঁপে ক্যাঙারুর দেশে নেমেছিল ভারত ৷ প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় 150 রানে অল-আউট হয়ে চিন্তা বাড়িয়েছিলেন গৌতম গম্ভীরের ছেলেরা ৷ যদিও তারপর থেকে পুরো ম্যাচেই দাপট দেখাল টিম ইন্ডিয়া ৷

দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের ব্যাটে এসেছে 297 বলে 161 রানের ‘বিরাট’ ইনিংস ৷ কোহলির দায়িত্বশীল 143 বলে 100 রানের ইনিংস ভারতের জয়ের ভিত তৈরি করে দেয় ৷ কিংবদন্তি এবং উদীয়মান তারকার ব্যাট দলকে চালকের আসনে পৌঁছে গিয়েছিল ৷ বাকি জয়ের পথ মসৃণ করেন বুমরা-সিরাজ ৷

India vs Australia
পারথে বিধ্বংসী বুমরা (এপি)

শাপমুক্তি কোহলির

2018 সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পারথের এই অপটাস স্টেডিয়ামের ৷ ছ'বছর আগে এই মাঠে 123 রানের লড়াকু ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি কোহলি ৷ 146 রানে টেস্ট জিতে নিয়েছিল অজিরা ৷ এবার প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন কোহিল ৷ সেই সঙ্গে 492 দিনের খরা কাটিয়ে ফের তিন অঙ্কের রানে ফিরলেন ‘রানমেশিন’ ৷ তাঁর সঙ্গেই ছন্দে ফিরল ভারতও ৷

আরও পড়ুন

পারথ, 25 নভেম্বর: রানের পাহাড় গড়েছিলেন বিরাট কোহলি, জশস্বী জয়সওয়ালরা ৷ 534 রানের বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে গেল 238 রানে ৷ প্যাট কামিন্সদের 295 রানে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট পকেটে পুরল ভারত ৷ ওয়াকা স্টেডিয়ামে 2007-08 সিরিজে অজিদের হারালেও 2018 সালে প্রথমবার পারথের অপটাস স্টেডিয়ামে খেললেও জেতা হয়নি ভারতের ৷ অজিরাও পারথের এই নয়া স্টেডিয়ামে টেস্টে এতদিন অপরাজিত ছিল ৷

নিউজিল্যান্ডের কাছে চুনকাম হওয়ার লজ্জা ৷ ফলে সিরিজের শুরুতেই কোনঠাসা ছিল ভারত ৷ দোসর হিসেবে পারথে পাওয়া যায়নি রোহিত শর্মাকে ৷ ফলে জসপ্রীত বুমরার কাঁধে দায়িত্ব সঁপে ক্যাঙারুর দেশে নেমেছিল ভারত ৷ প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় 150 রানে অল-আউট হয়ে চিন্তা বাড়িয়েছিলেন গৌতম গম্ভীরের ছেলেরা ৷ যদিও তারপর থেকে পুরো ম্যাচেই দাপট দেখাল টিম ইন্ডিয়া ৷

দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের ব্যাটে এসেছে 297 বলে 161 রানের ‘বিরাট’ ইনিংস ৷ কোহলির দায়িত্বশীল 143 বলে 100 রানের ইনিংস ভারতের জয়ের ভিত তৈরি করে দেয় ৷ কিংবদন্তি এবং উদীয়মান তারকার ব্যাট দলকে চালকের আসনে পৌঁছে গিয়েছিল ৷ বাকি জয়ের পথ মসৃণ করেন বুমরা-সিরাজ ৷

India vs Australia
পারথে বিধ্বংসী বুমরা (এপি)

শাপমুক্তি কোহলির

2018 সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পারথের এই অপটাস স্টেডিয়ামের ৷ ছ'বছর আগে এই মাঠে 123 রানের লড়াকু ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি কোহলি ৷ 146 রানে টেস্ট জিতে নিয়েছিল অজিরা ৷ এবার প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন কোহিল ৷ সেই সঙ্গে 492 দিনের খরা কাটিয়ে ফের তিন অঙ্কের রানে ফিরলেন ‘রানমেশিন’ ৷ তাঁর সঙ্গেই ছন্দে ফিরল ভারতও ৷

আরও পড়ুন

Last Updated : Nov 25, 2024, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.