ETV Bharat / state

মোবাইল দেখা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া ! ফ্ল্যাটের ছাদ থেকে মরণঝাঁপ কিশোরীর - UNNATURAL DEATH IN NEW BARRAKPUR

মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল রাতে ৷ তার জেরে নিজেকে শেষ করার সিদ্ধান্ত ৷ সোমের সকালে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিল নবম শ্রেণির ছাত্রী ৷

UNNATURAL DEATH
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2024, 3:42 PM IST

ব‍্যারাকপুর, 25 নভেম্বর: মোবাইল দেখা নিয়ে রাতে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল ৷ রাগ করে না-খেয়ে নিজের ঘরে একা ঘুমাতে চলে গিয়েছিল। পরের দিন সকালে ফ্ল্যাটের নীচ থেকে উদ্ধার হল ওই কিশোরীর রক্তাক্ত দেহ ৷ মনে করা হচ্ছে, ছাদ থেকে ঝাঁপ দিয়েছে সে ৷ সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুরে । খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

স্থানীয় সূত্রের খবর, ওই কিশোরী স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত । স্কুলের বার্ষিক পরীক্ষার মুখে মোবাইল ফোন দেখা নিয়ে রবিবার রাতে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয় । পরীক্ষার সময় পড়া ছেড়ে কেন সে মোবাইল ফোন দেখছিল ? তা নিয়ে মা ভীষণ বকাবকি করেন । এরপরই সে নিজের ঘরে চলে শুতে চলে গিয়েছিল । রাতে খাওয়া-দাওয়াও করেনি । সোমবার সকালে বাবা কাজে ও দাদা কলেজে বেরিয়ে যায় । মা বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন ৷ সেই সময় ওই কিশোরী চারতলা ফ্ল্যাটের ছাদে চলে যায় । তারপর সেখান থেকে ঝাঁপ দেয় ৷

ফ্ল্যাটের উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে আসেন । পথচলতি কিছু মানুষও সেখানে জড়ো হয়ে যান । তাঁরা দেখেন, এক কিশোরী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু হয় । সেই চেঁচামেচি শুনে কিশোরীর মাও ঘর থেকে বেরিয়ে আসেন । তিনি দেখেই মেয়েকে চিনতে পারেন । রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে নিউ ব্যারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে ৷ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করে ৷

(আত্মহত্যা কোনও সমাধান নয় - যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)

ব‍্যারাকপুর, 25 নভেম্বর: মোবাইল দেখা নিয়ে রাতে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল ৷ রাগ করে না-খেয়ে নিজের ঘরে একা ঘুমাতে চলে গিয়েছিল। পরের দিন সকালে ফ্ল্যাটের নীচ থেকে উদ্ধার হল ওই কিশোরীর রক্তাক্ত দেহ ৷ মনে করা হচ্ছে, ছাদ থেকে ঝাঁপ দিয়েছে সে ৷ সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুরে । খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

স্থানীয় সূত্রের খবর, ওই কিশোরী স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত । স্কুলের বার্ষিক পরীক্ষার মুখে মোবাইল ফোন দেখা নিয়ে রবিবার রাতে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয় । পরীক্ষার সময় পড়া ছেড়ে কেন সে মোবাইল ফোন দেখছিল ? তা নিয়ে মা ভীষণ বকাবকি করেন । এরপরই সে নিজের ঘরে চলে শুতে চলে গিয়েছিল । রাতে খাওয়া-দাওয়াও করেনি । সোমবার সকালে বাবা কাজে ও দাদা কলেজে বেরিয়ে যায় । মা বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন ৷ সেই সময় ওই কিশোরী চারতলা ফ্ল্যাটের ছাদে চলে যায় । তারপর সেখান থেকে ঝাঁপ দেয় ৷

ফ্ল্যাটের উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে আসেন । পথচলতি কিছু মানুষও সেখানে জড়ো হয়ে যান । তাঁরা দেখেন, এক কিশোরী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু হয় । সেই চেঁচামেচি শুনে কিশোরীর মাও ঘর থেকে বেরিয়ে আসেন । তিনি দেখেই মেয়েকে চিনতে পারেন । রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে নিউ ব্যারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে ৷ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করে ৷

(আত্মহত্যা কোনও সমাধান নয় - যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.