কলকাতা, 29 এপ্রিল:পঞ্জাব কিংসের বিরুদ্ধে 261 রান তুলেও হারতে হয়েছে ৷ একাধিক নজিরের সেই ম্যাচে হারের ক্ষত শুকোতে না-শুকোতেই সোমবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ দিল্লি ক্য়াপিটালস ৷ সেই ম্যাচে টসভাগ্য সঙ্গ দিল না পার্পল ব্রিগেডকে ৷ ইডেনে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত ৷ নবম ম্যাচে জোড়া পরিবর্তন নাইটদের একাদশে ৷ দলে ফিরলেন মিচেল স্টার্ক এবং বৈভব অরোরা ৷
অন্যদিক গত দু'ম্যাচে গুজরাত টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে টানা তৃতীয় জয়ের লক্ষ্যে দিল্লি ক্য়াপিটালস ৷ এদিন একাদশে জোড়া পরিবর্তন নিয়ে নামল পন্তের দলও ৷ টস জিতে দিল্লি অধিনায়ক এদিন জানান, তাঁর দল সবে ছুটতে শুরু করেছে ৷ প্রথমে ব্য়াট করে নাইটদের কাঁধে রানের বোঝা চাপিয়ে দেওয়াই দলের লক্ষ্য ৷ পিচ খানিক মন্থর বলেই ধারণা পন্তের ৷ দ্বিতীয়ার্ধে আরও মন্থর হবে বলেই প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত বলে জানান তিনি ৷
হারের আঁধার পেরিয়ে ষষ্ঠ জয়ের লক্ষ্যে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ সোমবার জয় মানে প্লে-অফ অনেকটাই নিশ্চিত ৷ সেই ম্যাচে টস হার খুব বেশি ভাবাচ্ছে না 'দিল্লি বয়'কে ৷ কারণ তাঁর ব্যাখ্যা, টস জিতলে তিনিও প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তই নিতেন ৷