হায়দরাবাদ, 3 ডিসেম্বর: অধিনায়ক হিসেবে দলকে আইপিএল জিতিয়েছেন ৷ টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল অল-রাউন্ডার ৷ গতবছর আইপিএলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি ৷ যদিও যাবতীয় ‘দলীয় দ্বন্দ্ব’ দূরে সরিয়ে তাঁকে 16.35 কোটি টাকায় ধরে রেখেছে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজি ৷
এবার আইপিএল শুরুর আগেই দুঃসংবাদ ৷ প্রথম ম্যাচেই নির্বাসিত গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল জেতা হার্দিক পান্ডিয়া ৷ ফলে IPL 2025-এর প্রথম ম্যাচে অধিনায়ককে ছাড়াই নামতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে ৷ 24 এবং 25 নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল 2025 মেগা অকশন । টুর্নামেন্টের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স এবারেও আইপিএল জয়ের লক্ষ্যে শক্তিশালী দল গড়েছে । গতবারের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে রিটেন করা হয়েছে 16 কোটি টাকায় ৷
কেন নিষিদ্ধ হার্দিক ?
হার্দিক পান্ডিয়ার উপর এক ম্যাচের নিষেধাজ্ঞা জারি করেছিল বিসিসিআই ৷ 2024 আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ ম্যাচে স্লো-ওভার রেটের কারণে তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল । আইপিএলের নিয়ম বলছে, এক মরশুমে 3 বার স্লো-ওভার রেট করলে অধিনায়ককে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় । ফলে এই আইপিএলের প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন না ৷
𝐀𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 𝐑𝐞𝐜𝐚𝐩 ft. 𝐇𝐚𝐫𝐝𝐢𝐤 𝐏𝐚𝐧𝐝𝐲𝐚 💙 🤌#MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPLAuction | @hardikpandya7 pic.twitter.com/vpyxOE4SVz
— Mumbai Indians (@mipaltan) December 2, 2024
2024 সালের আইপিএলে লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে শেষ ম্যাচে মুম্বইকে 18 রানে হারতে হয়েছিল । প্রথমে ব্যাট করে লখনউ তোলে 214 রান ৷ রান তাড়া করতে নেমে মুম্বই করে 196 রান । রোহিত শর্মার 68 রানের ইনিংসেও হারতে হয় মুম্বইকে ।
প্রথম ম্যাচে কে মুম্বইয়ের অধিনায়ক ?
হার্দিকের নির্বাসনের খবর ফের সামনে আসার পরই সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছিল, প্রথম ম্যাচে রোহিত শর্মা ফের মুম্বইয়ের নেতৃত্বে ফিরতে পারেন ৷ যদিও বিশ্বকাপজয়ী অধিনায়ক যে দলের দায়িত্বে আসছেন না, তা নিশ্চিৎ ৷ ফলে আইপিএল 2025-এর প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়ার জায়গায় মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব নিতে পারেন টিম ইন্ডিয়ার টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদব ।
মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, তিলক ভার্মা, ট্রেন্ট বোল্ট, নমন ধীর, রবিন মিঞ্জ, কর্ন শর্মা, রায়ান রিকলটন, দীপক চাহার, আল্লাহ গজানফার, উইল জ্যাক, অশ্বিনী কুমার, মিচেল স্যান্টনার, রিস টপলি, সৃজিত কৃষ্ণ, এস রাজু, বেভেন জ্যাকবস, অর্জুন টেন্ডুলকর, লিজার্ড উইলিয়ামস, ভিগ্রেশ পুথুর, রাজ অঙ্গদ বাওয়া
আরও পড়ুন |