হুলুনবুইর (চিন), 17 সেপ্টেম্বর: পাকিস্তান, কোরিয়ার পর চিনকে হারিয়ে পঞ্চমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত ৷ মঙ্গলবার টানটান উত্তেজনার ফাইনালে আয়োজকদের একমাত্র গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হল অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীরা ৷ প্রতিযোগিতায় টানা সাত ম্যাচে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীত ৷ ম্যাচের অন্তিম কোয়ার্টারে এদিন ভারতের হয়ে একমাত্র গোলটি যুগরাজ সিংয়ের ৷
যদিও এদিন একপেশে প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং ফাইনাল হল ফাইনালের মতোই ৷ প্রতিযোগিতা জুড়ে গোলের বন্যা বইয়ে দেওয়া ভারতীয় দলকে গোল পেতে চতুর্থ কোয়ার্টার পর্যন্ত অপেক্ষা করতে হল ৷ সবচেয়ে বড় কথা এদিন 66 শতাংশ বল নিজেদের দখলে রেখেছিলেন চিনের প্লেয়াররা ৷ সারা ম্যাচে এদিন সর্বসাকুল্যে 4টি পেনাল্টি কর্নার পেলেও তা থেকে সুবিধা আদায় করতে পারেনি ভারত ৷ হরমনপ্রীত সিংয়ের একটি প্রয়াস গোলপোস্টে প্রতিহত হয় ৷