চেন্নাই, 4 জুলাই: ওডিআই সিরিজ ও টেস্টে দক্ষিণ আফ্রিকাকে চুনকাম করেছে ভারতের মেয়েরা ৷ শুক্রবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ তিন ম্যাচের টি-20 সিরিজ ৷ কুড়ি-বিশের সিরিজে আর নজির গড়া নয়, প্রমিলা বাহিনীর লক্ষ্য এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের হোমওয়ার্ক সেরে রাখা ৷
19 জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এশিয়া কাপ ৷ বাংলাদেশে অক্টোবরে বসবে টি-20 বিশ্বকাপের আসর ৷ দুই মেগা ইভেন্টের আগে এটিই ‘হরমনপ্রীত কৌর অ্যান্ড কোং‘য়ের শেষ সাদা বলের সিরিজ ৷ ফলে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সেরা তূণগুলি ঝালিয়ে নিতে চাইবে ‘উইমেন ইন ব্লু’ ৷
প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই ও টেস্টে দুরন্ত প্রদর্শন করেছেন অমল মজুমদারের নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ নিজের সেরা ফর্মে রয়েছেন স্মৃতি মন্ধানা ৷ দুরন্ত খেলেছেন শেফালি বর্মা, স্নেহ রানারা ৷ যা দুই মেগা টুর্নামেন্টের আগে অতিরিক্ত অক্সিজেন দিয়েছে ভারতকে ৷ 2023 সালের পর থেকে সাতটি টি-20 সিরিজ খেলেছে ভারত ৷ তারমধ্যে জয় এসেছে তিনটিতে ৷ চারটি হেরে গিয়েছে ভারত ৷