পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সিডনি’তে ভয়ংকর বুমরা-সিরাজ ! 181 রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া - INDIA VS AUSTRALIA

খারাপ ফর্মের কারণে রোহিত শর্মা নিজেকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৷ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চোটের কারণে নেই আকাশদীপও ৷

India vs Australia Sydney Test
‘ডু অর ডাই’ ম্যাচে উজ্জ্বল ভারত (AP)

By ETV Bharat Sports Team

Published : Jan 4, 2025, 7:35 AM IST

সিডনি, 4 জানুয়ারি:পারথের ছবিই ফিরছে সিডনিতে ?‘ডু অর ডাই’ ম্যাচেপ্রথম ইনিংসে ভারত গুটিয়ে গিয়েছে মাত্র 185 রানে ৷ সিডনিতে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা ঢেকে দিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা ৷ জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হল 181 রানে ৷ ফলে প্রথম ইনিংসে 4 রানের লিড নিল টিম ইন্ডিয়া ৷

একটি উইকেটে 9 রান নিয়ে দ্বিতীয়দিন খেলা শুরু করে অস্ট্রেলিয়া ৷ দ্বিতীয় দিনে খেলা যত গড়িয়েছে, ভয়ংকর হয়ে উঠেছেন বুমরা, সিরাজরা ৷ যোগ্য সঙ্গত দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ, নীতিশ কুমার রেড্ডি ৷ 2টি করে উইকেট পেয়েছেন বুমরা ও নীতিশ ৷ সিরাজ, কৃষ্ণার ঝুলিতে গিয়েছে 3টি করে উইকেট ৷

পারথের ছবিই ফিরছে সিডনিতে ? (AP)

মধ্যাহ্নভোজের বিরতির পরেই চোটের কারণে মাঠ ছেড়েছেন বুমরা ৷ স্ক্য়ান করাতে হাসপাতালে গিয়েছেন ভারতের স্ট্যান্ড-ইন অধিনায়ক ৷ তাঁর বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি ৷ যদিও বুমরাকে মাঠ ছাড়তে হলেও সিরাজ-কৃষ্ণা-রেড্ডির দাপটে দাঁত ফোটাতে পারেনি অজিরা ৷ এর আগে পারথ টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছিল ভারত ৷ ওই টেস্টে টিম ইন্ডিয়া জিতেছিল 295 রানের বিরাট ব্যবধানে ৷

ডব্লিউটিসি ফাইনালের দৌড়ে থাকতে সিডনিতে জয় আবশ্যক ভারতীয় দলের ৷ খারাপ ফর্মের কারণে রোহিত শর্মা নিজেকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৷ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চোটের কারণে নেই আকাশদীপও ৷ বদলে দলে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণ ৷ রোহিত শর্মার বদলি হিসেবে একাদশে জায়গা পেয়েছেন শুভমন গিল ৷ বর্ডার-গাভাসকর ট্রফিতে 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া ৷ ফলে এসসিজি’তে সিরিজ বাঁচাতে নেমেছে টিম ইন্ডিয়া ৷ পারথের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্টে জিতে সিরিজ শুরু করেছিল ভারত ৷ জসপ্রীতের নেতৃত্বে ওই ম্যাচের পুনরাবৃত্তি চাইছে দল ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details