পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ব্রিসবেনে জিতল বৃষ্টি ! ড্র হয়ে গেল তৃতীয় টেস্ট; ব্যর্থ বুমরা-আকাশের লড়াই - INDIA VS AUSTRALIA 3RD TEST

পঞ্চমদিনে বুমরা-সিরাজ-আকাশের দাপটে ড্রয়ের দিকে এগোনো তৃতীয় টেস্ট জয়ের গন্ধ ভারতের ড্রেসিংরুমে ৷যদিও বৃষ্টির কারণে ড্র হয়ে গেল ব্রিসবেন টেস্ট ৷

INDIA VS AUSTRALIA
ব্রিসবেনে জিতল বৃষ্টি ! (IANS)

By ETV Bharat Sports Team

Published : Dec 18, 2024, 11:22 AM IST

Updated : Dec 18, 2024, 12:40 PM IST

ব্রিসবেন, 18 ডিসেম্বর: ইন্দ্রদেবের শাসন ৷ শেষ দু'দিন মিলিয়ে 90 ওভার খেলা সম্ভব হয়নি ৷ যা জারি রইল পঞ্চম দিনেও ৷ আলোর অভাবে ড্র হয়ে গেল ব্রিসবেন টেস্ট ৷ ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের শতরানে প্রথম ইনিংসে 445 রান তোলা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপকে দ্বিতীয় ইনিংসে ধসিয়ে দিয়েছিল জসপ্রীত বুমরা, আকাশ দীপ ও মহম্মদ সিরাজ ৷ জয়ের গন্ধ পাচ্ছিল ভারতের ড্রেসিংরুম ৷ যদিও প্রকৃতির খেয়ালে সিরিজে এগোতে পারল না ‘রোহিত অ্যান্ড কোং’ ৷

দু’দলের অধিনায়কই ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নেন ৷ তৃতীয় টেস্টের পঞ্চমদিন ব্রিসবেনে 90 শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর ৷ শেষ পর্যন্ত সেই বৃষ্টির ভ্রুকুটিতেই ফয়সালা হল না ব্রিসবেন টেস্টের ৷ ফলে বর্ডার গাভাসকর ট্রফি এখন 1-1 ৷ 26 ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু বক্সিং ডে টেস্ট ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শেষ দুই টেস্ট জিততেই হবে ভারতকে ৷

দশম উইকেটে বুমরা-আকাশ দীপের 47 রানের পার্টনারশিপ গাব্বায় ফলো-অন বাঁচাতে সাহায্য করেছে ভারতকে ৷ অন্তিমদিনের শুরুতে আকাশ দীপ ফিরলে 260 রানে শেষ হয় ভারতের ইনিংস ৷ ব্যাট করতে নেমে পরপর উইকেট হারায় অজিরা ৷ আকাশ দীপ ও বুমরার দাপটে 33 রানের ফেরেন অজিদের 5 ব্যাটার ৷ শেষে প্যাট কামিন্স ও অ্যালেক্স ক্যারির 25 রানে জুটি গড়ার পর ইনিংসে রাশ টানে অস্ট্রেলিয়া ৷ 275 রানের টার্গেট নিয়ে ভারত ব্যাট করতে নামার পরই ম্যাচ বন্ধ হয়ে যায় ৷

আরও পড়ুন

Last Updated : Dec 18, 2024, 12:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details