ETV Bharat / state

পিস্তল হাতে ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট ! শ্রীঘরে যুবক - PICTURE POST WITH PISTOL

সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবি দ্রুত ছড়িতে পড়তেই তা পুলিশের নজরে আসে ৷ পুলিশ যুবককে গ্রেফতার করে ৷ অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও ।

picture post with pistol
অভিযুক্ত যুবক অভিজিৎ রায় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2025, 4:28 PM IST

বসিরহাট, 19 জানুয়ারি: পিস্তল হাতে ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ । আর সেই ছবি দেখে অভিযুক্ত যুবককে চিহ্নিত করে তাঁকে পাকড়াও করেছে পুলিশ । ধৃতের নাম অভিজিৎ রায় । তাঁর কাছ থেকে পুলিশ ওই আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করেছে । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটের চাঁপাপুকুর এলাকায় । এই ঘটনায় আরও কয়েকজনের খোঁজ শুরু করেছে পুলিশ । ঘটনার তদন্তও শুরু হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁপাপুকুর এলাকায় ধৃত অভিজিতের বাবার একটি সাইকেল গ‍্যারাজ রয়েছে । সেখানেই কাজ করতেন ওই যুবক । দিন কয়েক আগে আগ্নেয়াস্ত্র হাতে তিনি একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বলে অভিযোগ । ছবিটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে । সেই ছবির নীচে একের পর এক রিয়্যাকশন ও কমেন্ট আসতে থাকে ৷ যা নজর এড়ায়নি বসিরহাট থানার পুলিশের । এরপরই অভিযুক্ত যুবকের খোঁজে শুরু হয় তল্লাশি ।

picture post with pistol
যুবকের সেই পিস্তল হাতে পোস্ট করা ছবি (ছবি সূত্র-সোশাল মিডিয়া)

শেষমেশ রবিবার ভোর রাতে হদিশ মেলে অভিজিতের । তাঁকে প্রথমে আটক করে থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । জিজ্ঞাসাবাদে তাঁর কথাবার্তায় বেশকিছু অসঙ্গতি মেলায় রবিবার সকালে গ্রেফতার করা হয় অভিযুক্ত ওই যুবককে । কিন্তু প্রশ্ন হল আগ্নেয়াস্ত্রটি তিনি পেলেন কোথা থেকে ? কেইবা তাঁকে আগ্নেয়াস্ত্রটি জোগাড় করে দিল ? তাহলে কি এর পিছনে বড় কোনও চক্রের হাত রয়েছে ? এই সমস্ত প্রশ্নের উত্তরই এখন জানার চেষ্টা করছে পুলিশ ।

picture post with pistol
পিস্তল হাতে ছবি পোস্ট করে গ্রেফতার যুবক (নিজস্ব ছবি)

এই বিষয়ে বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে । কী উদ্দেশ্যে তিনি আগ্নেয়াস্ত্র হাতে ছবি তুলে পোস্ট করলেন তা আমরা খতিয়ে দেখছি । কাউকেই রেয়াত করা হবে না ।" এদিকে, ধৃত ওই যুবককে নিজেদের হেফাজতে নিতে রবিবার দুপুরে তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ ।

picture post with pistol
বসিরহাট থানার পুলিশ যুবককে গ্রেফতার করে (নিজস্ব ছবি)

বসিরহাট, 19 জানুয়ারি: পিস্তল হাতে ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ । আর সেই ছবি দেখে অভিযুক্ত যুবককে চিহ্নিত করে তাঁকে পাকড়াও করেছে পুলিশ । ধৃতের নাম অভিজিৎ রায় । তাঁর কাছ থেকে পুলিশ ওই আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করেছে । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটের চাঁপাপুকুর এলাকায় । এই ঘটনায় আরও কয়েকজনের খোঁজ শুরু করেছে পুলিশ । ঘটনার তদন্তও শুরু হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁপাপুকুর এলাকায় ধৃত অভিজিতের বাবার একটি সাইকেল গ‍্যারাজ রয়েছে । সেখানেই কাজ করতেন ওই যুবক । দিন কয়েক আগে আগ্নেয়াস্ত্র হাতে তিনি একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বলে অভিযোগ । ছবিটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে । সেই ছবির নীচে একের পর এক রিয়্যাকশন ও কমেন্ট আসতে থাকে ৷ যা নজর এড়ায়নি বসিরহাট থানার পুলিশের । এরপরই অভিযুক্ত যুবকের খোঁজে শুরু হয় তল্লাশি ।

picture post with pistol
যুবকের সেই পিস্তল হাতে পোস্ট করা ছবি (ছবি সূত্র-সোশাল মিডিয়া)

শেষমেশ রবিবার ভোর রাতে হদিশ মেলে অভিজিতের । তাঁকে প্রথমে আটক করে থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । জিজ্ঞাসাবাদে তাঁর কথাবার্তায় বেশকিছু অসঙ্গতি মেলায় রবিবার সকালে গ্রেফতার করা হয় অভিযুক্ত ওই যুবককে । কিন্তু প্রশ্ন হল আগ্নেয়াস্ত্রটি তিনি পেলেন কোথা থেকে ? কেইবা তাঁকে আগ্নেয়াস্ত্রটি জোগাড় করে দিল ? তাহলে কি এর পিছনে বড় কোনও চক্রের হাত রয়েছে ? এই সমস্ত প্রশ্নের উত্তরই এখন জানার চেষ্টা করছে পুলিশ ।

picture post with pistol
পিস্তল হাতে ছবি পোস্ট করে গ্রেফতার যুবক (নিজস্ব ছবি)

এই বিষয়ে বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে । কী উদ্দেশ্যে তিনি আগ্নেয়াস্ত্র হাতে ছবি তুলে পোস্ট করলেন তা আমরা খতিয়ে দেখছি । কাউকেই রেয়াত করা হবে না ।" এদিকে, ধৃত ওই যুবককে নিজেদের হেফাজতে নিতে রবিবার দুপুরে তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ ।

picture post with pistol
বসিরহাট থানার পুলিশ যুবককে গ্রেফতার করে (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.