ETV Bharat / state

বাজার করে ফেরার পথে দুর্ঘটনা ! বালি বোঝাই ট্রাক পিষে দিল বাবা-ছেলেকে - COOCH BEHAR ROAD ACCIDENT

বাবার সঙ্গে রবিবারের বাজার সেরে বাইকে চেপে ফিরছিল নাবালক ছেলে ৷ দ্রুত গতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল তাঁদের ৷

Road Accident in Cooch Behar
কোচবিহারে পথ দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2025, 4:06 PM IST

Updated : Jan 19, 2025, 4:39 PM IST

কোচবিহার, 19 জানুয়ারি: বালি বোঝাই ট্রাক পিষে দিল বাবা ও ছেলেকে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হল বাবা মঙ্গল মণ্ডল (50) ও ছেলে মৃদুলের (17) ৷ রবিবার সকাল দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কোচবিহার 1 ব্লকের দেওয়ানবস এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 10টা নাগাদ ছেলেকে নিয়ে বাইকে চেপে মাঘপালার দিক থেকে নিশিগঞ্জের দিকে আসছিলেন এক ব্যক্তি । সেই সময় দেওয়ানবস এলাকায় উলটো দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের । দেখতে পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ।

পথ দুর্ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দার বক্তব্য (ইটিভি ভারত)

খবর পেয়ে সেখানে আসে চিলকিরহাট ফাঁড়ির পুলিশ । দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় । ঘটনার তদন্ত শুরু হয়েছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকার রাস্তা দিয়ে বালিবোঝাই ট্রাকগুলি দ্রুতগতিতে চলাচল করে । গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের কাছে নজরদারির দাবি জানালেও কোনও লাভ হয়নি ৷ যার জেরেই আজ এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল বাবা ও ছেলের ৷

জানা গিয়েছে, মৃত ব্যক্তি মঙ্গল মণ্ডল বন বিভাগে কর্মরত ছিলেন ৷ এদিন সকালে ছেলেকে নিয়ে স্থানীয় মাঘপালা বাজারে যান । রবিবার ছুটি থাকায় বাজার থেকে নানা ধরনের জিনিস কেনেন । বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ৷

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রবীন রায় বলেন, "ট্রাকের ধাক্কায় গাড়ির পিছন চাকার নিচে পড়ে যান দু'জন । সেখানেই তাদের পিষে যায় ট্রাক । এরপর আশেপাশের লোকজন ছুটে এলে বালি বোঝাই ট্রাক ফেলে ড্রাইভার পালিয়ে যায় ৷" কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

কোচবিহার, 19 জানুয়ারি: বালি বোঝাই ট্রাক পিষে দিল বাবা ও ছেলেকে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হল বাবা মঙ্গল মণ্ডল (50) ও ছেলে মৃদুলের (17) ৷ রবিবার সকাল দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কোচবিহার 1 ব্লকের দেওয়ানবস এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 10টা নাগাদ ছেলেকে নিয়ে বাইকে চেপে মাঘপালার দিক থেকে নিশিগঞ্জের দিকে আসছিলেন এক ব্যক্তি । সেই সময় দেওয়ানবস এলাকায় উলটো দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের । দেখতে পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ।

পথ দুর্ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দার বক্তব্য (ইটিভি ভারত)

খবর পেয়ে সেখানে আসে চিলকিরহাট ফাঁড়ির পুলিশ । দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় । ঘটনার তদন্ত শুরু হয়েছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকার রাস্তা দিয়ে বালিবোঝাই ট্রাকগুলি দ্রুতগতিতে চলাচল করে । গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের কাছে নজরদারির দাবি জানালেও কোনও লাভ হয়নি ৷ যার জেরেই আজ এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল বাবা ও ছেলের ৷

জানা গিয়েছে, মৃত ব্যক্তি মঙ্গল মণ্ডল বন বিভাগে কর্মরত ছিলেন ৷ এদিন সকালে ছেলেকে নিয়ে স্থানীয় মাঘপালা বাজারে যান । রবিবার ছুটি থাকায় বাজার থেকে নানা ধরনের জিনিস কেনেন । বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ৷

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রবীন রায় বলেন, "ট্রাকের ধাক্কায় গাড়ির পিছন চাকার নিচে পড়ে যান দু'জন । সেখানেই তাদের পিষে যায় ট্রাক । এরপর আশেপাশের লোকজন ছুটে এলে বালি বোঝাই ট্রাক ফেলে ড্রাইভার পালিয়ে যায় ৷" কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Last Updated : Jan 19, 2025, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.