মুম্বই, 19 জানুয়ারি: ছ'বার ছুরির আঘাতে গভীর ক্ষত হয়েছে সইফ আলি খানের শরীরে। বুধবারের মধ্যরাতের ঘটনায় গ্রেফতার হয়েছে সন্দেহভাজন হামলাকারীও। অনুরাগী থেকে সিনে তারকা সকলেই উদ্বেগে ৷ কিন্তু এই উদ্বেগের বশবর্তী হয়ে প্রবীণ অভিনেতা তথা সাসংদ শত্রুঘ্ন সিনহা ঘটিয়ে ফেললেন এক কাণ্ড ! যার জেরে সোশাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হল আসানসোলের তৃণমূল সাংসদকে ৷
বর্ষীয়ান অভিনেতা এদিন সইফ আলি খান ও তাঁর স্ত্রী করিনা কাপুর খানের একটি এআই-জেনারেটেড ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ৷ ছবিতে দেখা যাচ্ছে, আহত সইফ হাসপাতালের বিছানায় বসে রয়েছেন ৷ হাতে তাঁর স্যালাইনের চ্যানেল করা ৷ পাশেই বয়ে রয়েছেন স্ত্রী করিনা কাপুর খান ৷ কটাক্ষের শিকার হচ্ছেন দেখে বিতর্ক এড়াতে ছবিটি মুছে ফেলেন শত্রুঘ্ন ৷
শত্রুঘ্ন সিনহা এক্সে পোস্টে লিখেছিলেন,"খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ৷ আমাদের কাছের ও প্রিয় সইফ আলি খানের উপর মর্মান্তিক আক্রমণের কারণে সে গুরুতরভাবে আহত ৷ ঈশ্বরকে ধন্যবাদ তিনি সুস্থ হয়ে উঠছেন। আমার সবাই আমাদের সর্বকালের প্রিয় 'শো ম্যান' ও চলচ্চিত্র নির্মাতা রাজকাপুরের নাতনি করিনা কাপুর খান ও তাঁর পরিবারের পাশে রয়েছি ৷ আমার বিনীত নিবেদন দয়া করে 'ব্লেম গেম' (একে-অপরকে দোষারোপ) করা বন্ধ করুন ৷ পুলিশ তাদের দায়িত্ব পালন করছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের উদ্বিগ্ন। প্রতিকারমূলক ব্যবস্থাও নিচ্ছেন। তাঁর প্রশংসা করি ৷"
Very sad & unfortunate the tragic attack on our near, dear & loved #SaifAliKhan which injured him severely. Thank God he is healing well to recovery. Profound regards to my all time favorite 'show man' filmmaker #RajKapoor's granddaughter #KareenaKapoorKhan & the family. One…
— Shatrughan Sinha (@ShatruganSinha) January 19, 2025
তৃণমূল সাংসদের আরও সংযোজন, "বিষয়টি শীঘ্রই সমাধান করা হোক ৷ উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ও আমাদের বন্ধু উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেরা অপরাধী ধরার প্রচেষ্টার করছেন বলে তাঁদের ধন্যবাদ জানাই। সর্বোপরি সইফ আলি বলি দুনিয়ার অন্যতম উজ্জ্বল অভিনেতা ৷ পদ্মশ্রী ও জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেতা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন ৷"
এই পোস্টের সঙ্গে সঙ্গেই শত্রুঘ্নের কমেন্ট সেকশন ভরে যায় ৷ সকেলরই জিজ্ঞাসা, অভিনেতা এআই দিয়ে তৈরি সইফ-করিনার এমন ছবি কেন পোস্ট করেছেন ? শুধু তাই নয়, ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন আহত অভিনেতা ? সোশাল মিডিয়া ব্যবহারকারীদের একটি বড় অংশের দাবি, এমন ছবি এক বিচক্ষণ ব্যক্তি কীভাবে পোস্ট করেন?" যদিও এরপরই বলিউডের বিশ্বনাথ ওই এআই ছবিটি মুছে ফেলেন ৷ উল্লেখ্য, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে রয়েছেন সইফ আলি খান। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর বিপদ কেটে গিয়েছে। আর দু-একদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।