পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা - Asia Cup 2024 - ASIA CUP 2024

Womens Asia Cup 2024: দ্বিতীয় সেমিতে পাকিস্তানকে 'বিঁধে' উইমেন্স এশিয়া কাপের ফাইনালে উঠল আয়োজক দ্বীপরাষ্ট্রের মেয়েরা ৷ প্রথম সেমিতে বাংলাদেশকে হারিয়ে ভারত উঠেছে ফাইনালে ৷ 28 জুলাই ডাম্বুলায় উইমেন্স এশিয়া কাপে মহারণ হবে টিম ইন্ডিয়া ও শ্রীলঙ্কার মধ্যে ৷

Womens Asia Cup 2024
এশিয়া কাপের ফাইনালে ভারত-শ্রীলঙ্কা (বিসিসিআই উইমেন ও শ্রীলঙ্কা এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jul 26, 2024, 10:43 PM IST

Updated : Jul 26, 2024, 11:09 PM IST

ডাম্বুলা, 26 জুলাই:উইমেন্স এশিয়া কাপের ট্রফি থেকে আর এক কদম দূরে ভারত ৷ শ্রীলঙ্কা 'বধ' করলেই দ্বীপরাষ্ট্র থেকে এশিয়া কাপ নিয়ে ঘরে ফিরবেন ভারতের মেয়েরা ৷ শুক্রবার প্রথম সেমিফাইনালে 'টাইগার' বাহিনীকে হারিয়ে ফাইনালের টিকিট হাতে পায় ভারত ৷ দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে 3 উইকেটে হারাল আয়োজক দেশ শ্রীলঙ্কা ৷

আগামী 28 তারিখ সন্ধ্যা 7টায় উইমেন্স এশিয়া কাপের মহারণে ভারতের সামনে শ্রীলঙ্কা ৷ 2018-তে মহিলা এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে ট্রফি হাতছাড়া হয়েছিল ভারতের ৷ আজ, সেই বদলা নিয়ে বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ওঠে ভারতের প্রমিলা বাহিনী ৷ এদিন দ্বিতীয় সেমিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দ্বীপরাষ্ট্রের মেয়েরা ৷ দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে 140 রানে বেঁধে ফেলে শ্রীলঙ্কা ৷ পাকিস্তানের হয়ে ব্যাট করে সর্বোচ্চ রান তোলেন উইকেটরক্ষক মুনিবা আলি ৷ 34 বলে 37 রান আসে তাঁর ব্যাট থেকে ৷ 25 রান করেন গুল ফেরোজা ৷

দ্বীররাষ্ট্রের 'রানি'রা 4টি উইকেট নেন ৷ 20 ওভারে 140 রান তুলতে পারে পাকিস্তান ৷ রান তাড়া করতে নেমে, অধিনায়ক চামারী অথপথু একাই 63 রান করেন ৷ 48 বলে 9টি চার ও 1টি ছয় আসে তাঁর ব্যাট থেকে ৷ বাকি ব্যাটাররাও তাঁকে সঙ্গ দেন ৷ সাত উইকেট হারিয়ে এক বল বাকি থাকতেই 141 রান তুলে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা ৷ তারপরই ফাইনালে পৌঁছয় ৷ আগামী 28 তারিখ সন্ধ্যা 7টায় উইমেন্স এশিয়া কাপের মহারণে ভারতের সামনে শ্রীলঙ্কা ৷ ট্রফি জিততে হরমনপ্রীত ও স্মৃতিরা মরিয়া ৷

Last Updated : Jul 26, 2024, 11:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details