ETV Bharat / sports

পরিশ্রমই মূল মন্ত্র, খারাপ সময়েও ভারতীয় দলকে নিয়ে আশাবাদী বাইচুং - BHAICHUNG BHUTIA

হাজারো খারাপের মধ্যেও ভারতীয় দল নিয়ে চরম প্রত্যাশী বাইচুং ভুটিয়া ৷ পাশাপাশি ইস্টবেঙ্গল যে স্বমহিমায় ফিরবে, তাও ইটিভি ভারত'কে জানালেন আসিয়ান জয়ের নায়ক ৷

BHAICHUNG BHUTIA
দুর্গাপুরে বাইচুং (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 13, 2025, 3:38 PM IST

Updated : Jan 13, 2025, 4:03 PM IST

দুর্গাপুর, 13 জানুয়ারি: আসন্ন বিশ্বকাপ (2026) কোয়ালিফায়ারে তৃতীয় রাউন্ডের যোগ্য়তা অর্জনে ব্যর্থতা ৷ কোচ বদলের পরেও বছরে একটিও জয় না-আসা ৷ 2024 সালটা টালমাটাল গিয়েছে ভারতীয় ফুটবলের জন্য ৷ ফিফা ব়্যাংকিংয়েও অধঃপতন হয়েছে ছাংতে-মনবীরদের ৷ তবে সুড়ঙ্গের শেষে যেমন আলো থাকে, তেমনই নয়া কোচের অধীনে 2025 সালে ভারতীয় ফুটবলের জন্য় অনেক ভালো কিছু অপেক্ষা করে আছে ৷ আশাবাদী বাইচুং ভুটিয়া ৷

সোমবার দুর্গাপুরে স্পোর্টস কার্নিভালে অংশগ্রহণ করেন ভারতীয় ফুটবলের আইকন ৷ অনুরাগীরা যাঁকে ভালোবেসে ডাকেন 'পাহাড়ি বিছে' নামে ৷ সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে বাইচুং বলেন, "এই বছরে অনেক কোয়ালিফায়ার আছে। ভারতীয় ফুটবলের অগ্রগতি হচ্ছে। নতুন ছেলেরা ভালো খেলছে। 2025 সালটা ভারতীয় ফুটবলের জন্য অনেক ভালো হবে।"

বাইচুং ভুটিয়ার মন্তব্য (ETV Bharat)

আন্তর্জাতিক স্তরে ভারতীয় ফুটবলকে তুলে ধরা বাইচুং ভুটিয়া এবং সুনীল ছেত্রীর পর নতুন ছেলেরা ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কতটা তৈরি? উত্তরে ভারতীয় ফুটবলের পোস্টার বয় স্পষ্ট জানিয়ে দিলেন, "ইন্ডিয়ান সুপার লিগ চালু হওয়ার পর ভারতীয় ফুটবলের অনেক উন্নতি হয়েছে। অনেক বেশি করে নতুন ছেলেরা উঠে আসছে। 2025 সালে এই সমস্ত ছেলেরাই জাতীয় দলের হয়ে দারুণ পারফর্ম করবে।" জাতীয় দলের বর্তমান ফুটবলারদের 'পাহাড়ি বিছে'র বার্তা, "কঠোর পরিশ্রম করুন সকলে মিলে ৷ 2025 এশিয়ান কাপের কোয়ালিফায়ারে নিশ্চয় ভালো ফল হবে ৷"

ভারতীয় ফুটবল নিয়ে কথা বলার পাশাপাশি সম্প্রতি আইএসএলের ফিরতি বড় ম্য়াচে ইস্টবেঙ্গলের হার নিয়েও মতামত পোষণ করেন ইউরোপের ক্লাবে (বুরি এফসি) সুযোগ পাওয়া দ্বিতীয় ভারতীয় ফুটবলার ৷ তিনি জানান, দলের গুণগত মানে লাল-হলুদ খানিকটা পিছিয়ে সবুজ-মেরুনের তুলনায় ৷ তবে ইস্টবেঙ্গল ধীরে-ধীরে স্বমহিমায় ফিরবে নিশ্চিত ৷

ম্যারাথনে বিজয়ীদের হাতে এদিন শংসাপত্র এবং পদক তুলে দেন বাইচুং ৷ পাশাপাশি অগণিত ফ্যানেদের সেলফির আবদার মেটান হাসিমুখে। আজও ভারতীয় ফুটবলের যে বাইচুং সমান জনপ্রিয়, তার প্রমাণ মিলল দুর্গাপুরে। আপাতত ফুটবল অ্যাকাডেমি নিয়েই ব্যস্ত আন্তর্জাতিক ফুটবলে ভারতের দ্বিতীয় সর্বাধিক গোলদাতা ৷ দ্রোণাচার্য হিসেবে আগামিদিনের অর্জুন গড়ে তোলার লক্ষ্যে তিনি অবিচল বলে জানিয়ে গেলেন বাইচুং।

আরও পড়ুন:

  • মালিঙ্গার সান্নিধ্য ক্ষুরধার করেছে বুমরাকে, উত্তরবঙ্গে এসে অকপট জন্টি

দুর্গাপুর, 13 জানুয়ারি: আসন্ন বিশ্বকাপ (2026) কোয়ালিফায়ারে তৃতীয় রাউন্ডের যোগ্য়তা অর্জনে ব্যর্থতা ৷ কোচ বদলের পরেও বছরে একটিও জয় না-আসা ৷ 2024 সালটা টালমাটাল গিয়েছে ভারতীয় ফুটবলের জন্য ৷ ফিফা ব়্যাংকিংয়েও অধঃপতন হয়েছে ছাংতে-মনবীরদের ৷ তবে সুড়ঙ্গের শেষে যেমন আলো থাকে, তেমনই নয়া কোচের অধীনে 2025 সালে ভারতীয় ফুটবলের জন্য় অনেক ভালো কিছু অপেক্ষা করে আছে ৷ আশাবাদী বাইচুং ভুটিয়া ৷

সোমবার দুর্গাপুরে স্পোর্টস কার্নিভালে অংশগ্রহণ করেন ভারতীয় ফুটবলের আইকন ৷ অনুরাগীরা যাঁকে ভালোবেসে ডাকেন 'পাহাড়ি বিছে' নামে ৷ সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে বাইচুং বলেন, "এই বছরে অনেক কোয়ালিফায়ার আছে। ভারতীয় ফুটবলের অগ্রগতি হচ্ছে। নতুন ছেলেরা ভালো খেলছে। 2025 সালটা ভারতীয় ফুটবলের জন্য অনেক ভালো হবে।"

বাইচুং ভুটিয়ার মন্তব্য (ETV Bharat)

আন্তর্জাতিক স্তরে ভারতীয় ফুটবলকে তুলে ধরা বাইচুং ভুটিয়া এবং সুনীল ছেত্রীর পর নতুন ছেলেরা ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কতটা তৈরি? উত্তরে ভারতীয় ফুটবলের পোস্টার বয় স্পষ্ট জানিয়ে দিলেন, "ইন্ডিয়ান সুপার লিগ চালু হওয়ার পর ভারতীয় ফুটবলের অনেক উন্নতি হয়েছে। অনেক বেশি করে নতুন ছেলেরা উঠে আসছে। 2025 সালে এই সমস্ত ছেলেরাই জাতীয় দলের হয়ে দারুণ পারফর্ম করবে।" জাতীয় দলের বর্তমান ফুটবলারদের 'পাহাড়ি বিছে'র বার্তা, "কঠোর পরিশ্রম করুন সকলে মিলে ৷ 2025 এশিয়ান কাপের কোয়ালিফায়ারে নিশ্চয় ভালো ফল হবে ৷"

ভারতীয় ফুটবল নিয়ে কথা বলার পাশাপাশি সম্প্রতি আইএসএলের ফিরতি বড় ম্য়াচে ইস্টবেঙ্গলের হার নিয়েও মতামত পোষণ করেন ইউরোপের ক্লাবে (বুরি এফসি) সুযোগ পাওয়া দ্বিতীয় ভারতীয় ফুটবলার ৷ তিনি জানান, দলের গুণগত মানে লাল-হলুদ খানিকটা পিছিয়ে সবুজ-মেরুনের তুলনায় ৷ তবে ইস্টবেঙ্গল ধীরে-ধীরে স্বমহিমায় ফিরবে নিশ্চিত ৷

ম্যারাথনে বিজয়ীদের হাতে এদিন শংসাপত্র এবং পদক তুলে দেন বাইচুং ৷ পাশাপাশি অগণিত ফ্যানেদের সেলফির আবদার মেটান হাসিমুখে। আজও ভারতীয় ফুটবলের যে বাইচুং সমান জনপ্রিয়, তার প্রমাণ মিলল দুর্গাপুরে। আপাতত ফুটবল অ্যাকাডেমি নিয়েই ব্যস্ত আন্তর্জাতিক ফুটবলে ভারতের দ্বিতীয় সর্বাধিক গোলদাতা ৷ দ্রোণাচার্য হিসেবে আগামিদিনের অর্জুন গড়ে তোলার লক্ষ্যে তিনি অবিচল বলে জানিয়ে গেলেন বাইচুং।

আরও পড়ুন:

  • মালিঙ্গার সান্নিধ্য ক্ষুরধার করেছে বুমরাকে, উত্তরবঙ্গে এসে অকপট জন্টি
Last Updated : Jan 13, 2025, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.